ঠিকানা পরিবর্তনশীল
মনের অবস্থা এমনিতেই কয়েকদিন থেকে ভালো যাচ্ছে না। তাছাড়া কিছুদিন আগে তো সম্ভবত একবার বলেছিলাম, বর্তমানের সময় গুলো আপাতত আমার পক্ষে নেই। প্রতিনিয়ত ঝুট-ঝামেলা ও বাধা-বিপত্তি ক্রমাগত সঙ্গে লেগেই আছে।
গত দুদিন হলো দেশের নতুন করে বাজেট ঘোষণা হয়েছে। এই বাজেট ঘোষণা হওয়ার আগে থেকে যে দ্রব্যমূল্যের দাম সীমিত ছিল, তা আমি বলবো না। তবে নতুন করে বাজেট ঘোষণা হওয়ার পর থেকে আগের বাড়তি দামের নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো যেন আরো বৃদ্ধি পেয়েছে। কে জানে সামনে আরো কি অপেক্ষা করছে বা আরো কি দেখা লাগবে তাতো কিছুই বলা যাচ্ছে না। ব্যাপারটা যে সুবিধার ঠেকছে না, তা কিছুটা আন্দাজ করা যাচ্ছে।
আমি আসলে এসকল ক্ষেত্রে বরাবরই বোবা স্বভাবের মানুষ। তাছাড়া এসব ব্যাপার নিয়ে আমার মত সাধারণ মানুষের কথা, কারো কানে কখনও পৌঁছাবে না। আমার আহাজারি বা ভালোলাগা-মন্দলাগার ব্যাপার নিয়ে তেমন কারো কিছু যায় আসে না। তাই নিজের মুখে নিজে তালা দিয়ে রেখেছি।
সত্যিই আর কুলিয়ে উঠতে পারছিনা । বাসা ভাড়া, সংসার খরচ, বাবুর খরচা, নিজের হাত খরচ, সব মিলিয়ে আমার অর্থনৈতিক অবস্থা বেশ নাজুক হয়ে গিয়েছে। তার ভিতরে আরো নিজের ব্যক্তিগত কিছু সমস্যা তো আছেই, সেগুলো আর নতুন করে নাই বা বলি। এ বাসাটাতে কম করে হলেও দু'বছর আগে উঠেছিলাম, বলা যায় সবকিছু ঠিকঠাক মতই চলছিল। সবকিছু এতদিন আমার নিজের সাধ্যের ভিতরেই ছিল।
তবে আজকাল আমার সময় গুলো যেন বেশ দুশ্চিন্তায় কাটছে। কিভাবে যে সময় গুলো চলে যাচ্ছে বা কি পরিমাণ মানসিক চাপের ভিতরে আছি, তা আসলে বলে বোঝানো বেশ কঠিন। তবে এত কিছুর মাঝেও বেঁচে থাকতে হবে এটাই হচ্ছে মুখ্য বিষয়।
এই বাজেট বা রাজনৈতিক প্রেক্ষাপট , আমি অনেক কিছুই বুঝি না বা নতুন করে বুঝতেও চাই না। তবে শুধু নিরীহ মানুষগুলো যেন আর সবার মত করেই বেঁচে থাকার অনুপ্রেরণা প্রতিনিয়ত পায়, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করি, আমার জায়গা থেকে।
ঠিকানা সত্যিই পরিবর্তনশীল, কখন কার কি হবে তাও বলা মুশকিল। এইতো বছর দুয়েক আগেও এত চিন্তাভাবনা ছিলনা, তখন ভিন্নভাবে সময় কাটতো। দুটো বছর ধরে আলাদা একটা জায়গায় চলে এসেছিলাম, এখানেও বেশ ভালোই সময় যাচ্ছিল, হয়তো এখন নিয়তি আমাকে বাধ্য করছে এখান থেকে অন্যত্র যাওয়ার জন্য।
বাকি সবার বাজেটের কি অবস্থা তা আমার জানা নেই। তবে আমার বাজেট সত্যিই ফেল হয়েছে। এই আধুনিক চকচকে ঝকঝকে শহুরে জীবনে আমি আর মানানসই নই, যা কিছুটা দেরিতে হলেও বুঝতে পেরেছি। নিজের কথা নিজে স্বীকার করতে, আমি কোন দোষ দেখিনা বা লজ্জাও পাই না। তাই আপাতত ঠিকানা পরিবর্তন করতে চাচ্ছি।
নতুন গন্তব্য কোথায় হবে তা এই মুহুর্তেই বলতে পারছি না। কারণ বাসা পরিবর্তন ব্যাপারটা কিছুটা সময় সাপেক্ষ। তবে এটা সত্য ঠিকানা শীঘ্রই পরিবর্তন হচ্ছে। হয়তো নতুন কোন গন্তব্যে গিয়ে আবারো বেঁচে থাকার অবস্থা তৈরি করতে হবে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/sharifShuvo11/status/1664932672261570562?t=UqyGLZ5LxXd5daCHmNqM4A&s=19
কি আর বলবো । আপনার সাবলীল কথা গুলো পড়তে পড়তে কখন যে চোখ ভিজে গেল ভাইয়া বুঝতেই পারলাম না। আমাদের মধ্যবিত্তদের জন্য আসলেই ঠিকানা পরিবর্তনশীল। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আর দ্রব্যমূল্যে নিয়ে আমি আর কিছুই বলবো না। শুধু বলবো আমাদের মত সাধারণ মানুষগুলো সত্যিই এই উচ্চ দ্রব্যমূল্যের বাজারে বেমানান। যেখানেই থাকেন ভালো কাটুক আপনার মত মানুষের আগামী জীবন।
যা লিখেছি তা একদম বাস্তব কথা লেখার চেষ্টা করেছি আপু, দেখি এখন গন্তব্য কোথায় নিয়ে গিয়ে ঠেকায়।
ভাইয়া আপনার লেখা গুলো করলাম কিন্তু কিভাবে কমেন্ট করব ভেবে পাচ্ছি না। যাহোক ভাইয়া, আপনার নতুন গন্তব্যের ঠিকানাটি যেন আপনার মনের মতো হয়, এমনটাই আমি প্রত্যাশা করি।
আপনাদের ভালোবাসায় আমি সিক্ত।