সেদিনের বিকেল

in আমার বাংলা ব্লগ10 months ago

কয়েকদিন থেকেই টানা বৃষ্টি পড়ছে, এমন অবস্থায় কোনোভাবেই বাহিরে যাওয়া সম্ভব নয়। বলা যায় অনেকটা গৃহবন্দী জীবন কাটছে এই অবস্থাতে। কিছুদিন আগেই পুরো পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই যাত্রায় বেশ ভালোই কষ্ট হয়েছিল সবার সুস্থ হতে। তবে সেই অবস্থা থেকে সেরে উঠতে না উঠতেই , নতুন করে আবারো যেন অসুখ ঘায়েল করেছে বাবু ও গিন্নিকে। সবমিলিয়ে বলা যায়, সময়টা একটু কষ্টের ভিতরেই যাচ্ছে।

পারিপার্শ্বিক অবস্থা মোটেও ভালো নয়। এইতো সেদিনই লিখেছিলাম হয়তো বন্যার আশঙ্কা হতে পারে। যদিও তারপরে পানি কিছুটা কমে গিয়েছিল তবে আবারো গতরাত থেকে পানি বৃদ্ধি হওয়া শুরু হয়েছে। হয়তো তা ক্রমাগত বৃষ্টির কারণে নতুবা উজানের পাহাড়ি ঢলের আগতো পানির কারণে। তাছাড়াও গত রাতে ফেসবুকে দেখলাম তিস্তা ব্যারেজ আবারও পুনরায় খুলে দিয়েছে।

20230912_174127.jpg

20230912_174238.jpg

20230912_174219.jpg

20230912_174212.jpg

20230912_173900.jpg

20230912_173833.jpg

20230912_173802.jpg

20230912_173734.jpg

20230912_173628.jpg

20230912_173608.jpg

20230912_175043.jpg

20230912_175027.jpg

20230912_174400.jpg

20230912_183555.jpg

20230912_183546.jpg

20230912_183521.jpg

20230912_182008.jpg

আজকে যে ছবিগুলো শেয়ার করছি তা মূলত এখন থেকে কমপক্ষে দুই-তিন সপ্তাহ আগের। তখন পারিপার্শ্বিক অবস্থা বেশ ভালো ছিল, এত বৃষ্টি ছিল না বা বন্যার আশঙ্কাও ছিল না। জনজীবন তখন অনেকটাই স্বাভাবিক ছিল, ঠিক সেইরকম সময়েই পরিবার নিয়ে সেদিন বিকেলে বাহিরে গিয়েছিলাম ঘুরতে।

এমনিতেই ছোট শহর তাই ঘুরেফিরে ঐ রন্ধনশালাতেই গিয়েছিলাম। আগের থেকে রেস্টুরেন্টের অবস্থা আরো সাজানো গোছানো করেছে। অনেকটা প্রাকৃতিক পরিবেশের ভিতরে গড়ে তুলেছে রেস্টুরেন্টটি। তবে কিছুতো একটু সমস্যা আছেই, সেটা হচ্ছে সেদিন আমরা গিয়ে আমাদের পছন্দ মত খাবার খেতে পারিনি।

মূলত বিকালের দিকে তাদের মেনু কার্ডে যে ভারি খাবারের নাম গুলো ছিল, সেদিন সেগুলো তারা বানিয়ে দিতে অপারগতা প্রকাশ করেছিল, সেটা হয়তো তাদের প্রধান শেফ না থাকার কারণে। অতঃপর বাধ্য হয়ে আমরা সেখানে আর দেরি না করে আবারো শহরের দিকে রওনা দিয়েছিলাম।

এবার গিয়েছিলাম আমাদের পুরনো চিরচেনা সেই ফ্রেন্ডস কিচেন রেস্টুরেন্টে। যাইহোক এখানে সব ধরনের খাবার খুবই স্বল্প দামে পাওয়া যায়। আর তাছাড়া এখানে সর্বদা ব্যস্ততা লেগেই থাকে। যেহেতু ওখানে আমরা খাবার খেতে পারিনি, তাই এখানে এসেই এখানকার দায়িত্বে থাকা লোকজনদেরকে আমাদের খাবারের ব্যাপারটা জানালাম। আমরা মূলত অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, সালাদ ও কোল্ড ড্রিংকস। তাছাড়া সঙ্গে আমার হট কফি তো ছিলই।

এসব এখন শুধুমাত্রই স্মৃতি, তবে আমি চাই সেদিনের সেই বিকেলের মত আবারও সময় কাটাতে পরিবার নিয়ে। তবে তার আগে আমার পরিবারের সকলের শারীরিক সুস্থতা খুবই জরুরী।

Banner-16.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 10 months ago 

হীরা আপুর পোস্টে পড়েছিলাম আপু এবং শায়ান বাবু অসুস্থ। আসলে পরিবারের কেউ অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আশা করি আপু এবং শায়ান বাবু খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। যাইহোক দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করছে। আশঙ্কা করা হচ্ছে বড় ধরনের বন্যা হবে। সৃষ্টিকর্তা সবাইকে নিরাপদে রাখুক সেই কামনা করছি। ২/৩ সপ্তাহ আগে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এবং ঘুরাঘুরি করে দারুণ সময় কাটিয়েছেন ভাই। আশা করি এমন সময় আপনাদের জীবনে খুব শীঘ্রই আবার আসবে। আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 10 months ago 

এমন সময় আবারও ফিরে আসুক, এমনটাই আমিও প্রত্যাশা করি ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59834.01
ETH 2665.66
USDT 1.00
SBD 2.46