নিদ্রাহীন রজনী
আজকাল শরীফ সাহেবের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না । সময় যে সবার সব সময় ভালো যাবে, ব্যাপারটা কিন্তু তেমনও না। আসলে মাঝে মাঝে অনেক কিছু চাইলেও, নিজের মতো করে হয় না ।
গতরাত থেকেই অনেকটা মানসিক যন্ত্রণা শরীফ সাহেবকে একদম ক্রমাগত রক্তাক্ত করে ফেলেছে। সারাটা রাত দুটো চোখের পাতা, একত্রিত করতে পারেনি। একটা তীব্র যন্ত্রণা, যা কাউকে দেখাতে পারছে না, বোঝাতে পারছে না, শুধু নিজে নিজেই সেই যন্ত্রণায় কাতরাচ্ছে।
পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে, সর্বদাই ত্রুটিহীনভাবে মানুষের মনের মতো হয়ে থাকা। শরীফ সাহেব জানে না, এই দুঃসাধ্য কঠিন কাজটা কয়জন সফলভাবে করতে পারে। বহু চেষ্টা করেও, তাকে আজকাল বেশ বেগ পেতে হচ্ছে।
একাকী ঘরে সে যখন উপরের দিকে চলন্ত সিলিং ফ্যানটার দিকে তাকাচ্ছে, অদ্ভুতভাবে সে যেন তখন ভিন্ন চিন্তায় নিজেকে গুলিয়ে ফেলেছে। এমন ভাবে নিজেকে তার কখনো ব্যর্থ মনে হয়নি।
চেষ্টা করছে সে এই মাঝরাতে হালকা হওয়ার জন্য। চেষ্টা করছে নিজেকে নিজের থেকেই সান্ত্বনা দেওয়ার জন্য। তবে কোন কিছুতেই যেন নিজের ব্যর্থ মনোভাবটাকে দূর করাতে পারছে না সে।
একটা মানুষের কাছে তখনই পুরো পৃথিবীটা শূন্য লাগে, যখন তার অনুভূতি গুলো বোঝার মতো কেউ থাকে না। নিজেকে বড্ড শেষ করে ফেলতে ইচ্ছে করছে শরীফ সাহেবের।
হয়তো পৃথিবীটা এমনই, যে যার মত করে ব্যস্ত এখানে। শরীফ সাহেবের মতো তুচ্ছ মানুষ যে মানসিক যন্ত্রণায় ভুগছে, এটা নিয়ে ভাবার মতো কেউ নেই। নিদ্রাহীন রজনী, মানসিক যন্ত্রণা এইসবই শরীফ সাহেবের এখন একান্ত সঙ্গী।
অনেকটা পিছুটান আছে তার। সেটা হয়তো তার নিজের জন্য না। হয়তো তার ছোট্ট পরিবারটাকে কেন্দ্র করে। তাই হয়তো শত ব্যাথা ও মানসিক যন্ত্রণা ভুলে, চেষ্টা করছে সে ঘুরে দাঁড়ানোর জন্য।
নিদ্রাহীন রজনী গুলো আসলে কারো জন্যই কাম্য নয়। কারণ যাদের কাছে এরকম মুহুর্ত আসে, একমাত্র তারাই জানে এই সময়গুলো কতটা যন্ত্রণাদায়ক হয়। শরীফ সাহেবের মত হাজারো মানুষ আশেপাশে আছে, যাদেরকে ক্রমাগত এ ধরনের অবস্থার স্বীকার প্রতিনিয়ত হতে হচ্ছে। কিচ্ছু করার নেই মানুষগুলোর,তারা শুধু মানসিক যন্ত্রণায় ভুগছে আর ধুকে ধুকে মরছে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
আসলে ভাই নিদ্রাহীন রাত যে কত কষ্টের সেটা যারা নিদ্রায় ভুগেছে শুধু তারাই বুঝতে পারে। আসলে কেউ ত্রুটিহীনভাবে চললেও তার কোথাও না কোথাও ভুল দেখতে পায় অন্য পক্ষ।আর শতভাগ ত্রুটিহীনভাবে চলাও কোন মানুষের পক্ষে সম্ভব নয়। যাইহোক অন্যরকম একটি পোস্ট পড়তে পেরে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাই আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।
সর্বদাই ত্রুটিহীনভাবে কারো মনের মতো হয়ে থাকা হয়তো সম্ভব নয়। কিন্তু মাঝে মাঝে হয়তো আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেও কারো মনের মত হতে পারি না। হয়তো আমাদের নিজেদের চিন্তাগুলো একান্তই আমাদের নিজের। একাকীত্ব যখন চারপাশ থেকে ঘিরে ধরে তখন ঘরের সিলিং ফ্যানের হালকা শব্দও বোধ হয় বারবার বলে দিয়ে যায় হয়তো আমি ব্যর্থ। যাই হোক সবাই হতাশা কাটিয়ে যেন সুন্দর শান্তির জীবন কাটাতে পারে এই প্রত্যাশাই করি। 😔😔
পৃথিবীতে কেউই নিখুঁত ভাবে চলা সম্ভব নয় এবং কেউ যদি বলে আমি নিখুঁত সেটাও কিন্তু ভুল।আর নির্ঘুম বা নিদ্রাহীন রাত আসলে অনেক কষ্টকর এবং এটা একান্তই যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারে। ধন্যবাদ ভাইয়া ভালো একটি টপিক আমাদের মাঝে তুলে ধরার জন্য।