শরীর ভাসালাম নীল জলে ||@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20211001143812-01.jpeg
মোটামুটি তখন ঘড়িতে দুপুর 12 টার মত হবে। তাপমাত্রা যে একদম কম ছিল তা কিন্তু নয় বরং তাপমাত্রা ভালোই ছিল। গাড়ি থেকে বের হওয়ার পরপরই যখন হোটেলে ঢুকে গেলাম ,তখন মনে হচ্ছিল কিছুটা হলেও স্বস্তি পাচ্ছিলাম । কারণ গাড়ির ভিতরে থাকতে থাকতে অনেকটা একঘেয়েমি চলে এসেছিল । যাইহোক মোটামুটি যখন হোটেলে পৌঁছালাম তারপরে হোটেলে ঢুকতেই , রিসিপশনে গিয়ে আমরা ঠিক করলাম যে,আগে গোসল করব । কারণ এমনিতেই পুরো মহাস্থানগড় ঘোরার পরে শরীর অনেক ক্লান্ত ছিল ।
IMG20211001144704.jpg
রিসিপশনে বসে যখন ওয়েলকাম ড্রিংকস পান করছিলাম, তখন আতিফ আগে চলে গেল সুইমিংয়ের বিষয়টা সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য । রিসিপশনিস্ট খুব ভালোভাবেই আতিফকে সাদরে গ্রহণ করল এবং মোটামুটি সুইমিং পুলের ফ্যাসিলিটিজ গুলো জানালো । আতিফ চারজনের জন্য চারটি টিকিট ক্রয় করে ফেললো সুইমিং করার জন্য । যেহেতু হোটেলের একদম ছাদে সুমিংপুল। তাই রিসিপশনিস্টের দেওয়া তথ্য অনুযায়ী,আমরা প্রথমে হোটেলের ভিতরে প্রবেশ করলাম এবং সেখান থেকে লিফটের মাধ্যমে একদম হোটলের ছাদে চলে গেলাম ।
PhotoCollage_1633287605303.jpg
লিফট থেকে বের হওয়ার পরপরই ,মোটামুটি সুইমিংপুলের দৃশ্য দেখে আমার চোখ একদম ছানাবড়া হয়ে গিয়েছে ।কারণ বিশাল বড় ছাদের উপর এত সুন্দর করে সুইমিংপুলটা বানানো হয়েছে, যা দেখে যেকারো মন ভরে যাবে মুহূর্তেই । আমার বন্ধু আতিফ,আনন ও রেজা কোনমতেই যেন নিজেকে সামলাতে পারছে না । ওরা তাড়াতাড়ি চেঞ্জ রুমে গিয়ে, ড্রেস চেঞ্জ করে ।সোজা গিয়ে সুইমিংপুলে সুইমিং করা শুরু করে দিয়েছে ।
IMG20211001140841-01.jpeg



IMG20211001145124.jpg আমার যদিও মনের মধ্যে অস্থিরতা কাজ করছিল, সুইমিংপুলে নামার জন্য। তবে আমি নিজেকে একটু শান্ত করে চেষ্টা করছিলাম আশেপাশের পরিবেশটা দেখার জন্য । যাইহোক মোটামুটি ভাল ছিল পরিবেশটা কারণ সুইমিংপুলের পাশে আরো দুটো বড় বড় বিল্ডিং আছে, যার কারণে সেই বিল্ডিংগুলোর ছায়া পড়েছে সুইমিং পুলের উপরে। সব মিলিয়ে সুইমিংপুলের পাশটা অনেক সুন্দর ও ঠান্ডা ।
PhotoCollage_1633287659180.jpg
অতঃপর সেই মাহেন্দ্রক্ষণ শুরু হয়ে গেল। কারণ আমিও তাড়াতাড়ি চেঞ্জ করে এসে, মোটামুটি সুইমিংপুলের নীল পানিতে নিজেকে ভাসাতে প্রস্তুতি নিয়ে ফেললাম। কারণ আমারো আর দেরী সহ্য হচ্ছে না । কারণ আমার এই ক্লান্ত শরীর চাচ্ছে হালকা একটু প্রশান্তি ।
PhotoCollage_1633287709148.jpg
পাক্কা দু'ঘণ্টা একদম সুইমিংপুলের পানির মধ্যে লাফালাফি ঝাঁপাঝাপি করে নিজেকে অস্থির করে ফেলেছিলাম এবং নিজের ভিতরে যে অস্থিরতা গুলো ছিল, সেই গুলোকে নীল পানিতে ভাসিয়ে ছেড়ে দিয়েছি। কারণ অনেকদিন ধরে কর্মব্যস্ত জীবন-যাপন করে অনেকটা মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলাম। যার কারণে আমি নিজেকে কিছুটা মুক্ত করে দিয়েছি এই নীল জলে ।
IMG_20211001_143154.jpg

PhotoCollage_1633289001822.jpg
কখন যে 3 টা বেজে গিয়েছে তা খেয়াল করিনি। হঠাৎ বুঝতে পারলাম যে,আমাদের খাওয়া-দাওয়া করা দরকার। তারপরে কোন মত সুইমিংপুল থেকে উঠে, ফ্রেশ পানিতে গোসল করে নিয়ে অবশেষে হোটেলের খাবারের রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হলাম। যাইহোক, হোটেল সংক্রান্ত বিষয় ও হোটেলের লোকেশন , হোটেলের নাম ও অন্যান্য তথ্যাদি আমি বাকি পর্বে আলোচনা করবো এবং পরবর্তী পর্বে থাকবে এই সুইমিংপুল নিয়ে আমার আলাদা আনন্দঘন মুহুর্তের ভিডিও । সবাইকে অগ্রীম দেখার আমন্ত্রণ জানালাম ,সাথেই থাকুন ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

ভাইয়া ছবি গুলো দেখেই বুঝা যাচ্ছে কতটা শান্তিময় এবং ভালো সময় কেটেছে আপনার😇😇😇

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

ভাইয়া জায়গার লোকেশনটি অসাধারণ।আর আপনাকেও কিন্তু খুব হ্যান্ডসাম লাগছিলো বিশেষ করে লাস্টের ছবি দুটোই।আপনাকে আমি মাস্ক ছাড়া এই প্রথম ভালোভাবে দেখলাম।এতোদিন শুধু ভয়েসই শুনেছি।
আর ভাইয়া সুইমিংপুল এমন একটি জায়গা যেখানে ২ ঘন্টা কেনো সারাদিন গোশল করলেও মন ভরে না।গরমে সারাদিন ঘুরাঘুরির পর ক্লান্ত শরীর যখন ঠান্ডা বাতাস বা পানির সংস্পর্শ পাই তখন এমনিতেই সকল অবসাদ ও ক্লান্তি দূর হয়ে যায়।সবিশেষে আপনার অসাধারণ মুহুর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ভাইয়া খুব সুন্দর একটি দিন কাটিয়েছেন আপনি। হোটেলের লোকেশনটা দুর্দান্ত ছিল। আপনি আপনার বন্ধুদের সঙ্গে অনেক ইনজয় করেছেন, যেটা দেখে আমার অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

যাক, এট লাস্ট শুভ ভাইকে দেখতে পারলাম।
সুইমিং পুল টা এতো সুন্দর!! এখনতো আমার দেখে মাথা খারাপ।
আপনাদের মজা দেখে বোঝাই যাচ্ছে আপনারা খুব ভালোভাবেই দিনটা উপভোগ করেছেন।
ধন্যবাদ আপনার সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি নিসন্দেহে দিনটা খুব সুন্দর কাটিয়েছেন। হোটেল টাও তো খুব সুন্দর হোটেল ভাইয়া। আপনার অসাধারণ মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভ কামনা রইল ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আজকের পোস্টটি আরো সুন্দর লাগলো ভাই।নীল পানিতে গোসলসহ সবমিলে অনেক ভালো হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

সত্যি বলতে ভাইয়া আপনার কি এরকম ঘুরাঘুরি দেখে আমার খুব ঘুরাঘুরি করতে ইচ্ছা করছ।অনেকদিন হলো প্রায় দুই বছর কোন সুইমিং পুলে গোসল করা হয়নি। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, ইনজয় করুন ভাই। শুভকামনা আপনার জন্য।।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

ভাইয়া নিঃসন্দেহে বোঝা যায় অনেক ভালো সময় কাটিয়েছেন। ভাই আপনার প্রত্যেকটা ছবি গুলো ছিল অসাধারণ। পরবর্তী সময়ে নিরাপদ ভাবে কাটান এই প্রার্থনা করি।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

ছবিগুলি দেখেই বুঝা যাচ্ছে আপনি খুব আরামপ্রদ বোধ করছিলেন। নিশ্চয়ই আপনি ভালো সময় পার করেছেন নীল পানিতে। নীল পানিতে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে ভাইয়া। শুভেচ্ছা ও অভিনন্দন ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

রির্সোট টা পরিবেশ খুবই সুন্দর। এবং আপনার উইকেন্ড টা আপনি খুব ভালো উপভোগ করছেন। অবশেষে অপেক্ষার প্রহর শেষ করে সেই মাহেন্দ্রক্ষণে সুইমিং পুলে নামা। সবমিলিয়ে অসাধারণ একটি সময় অতিবাহিত করেছেন।

ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা।।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 59515.78
ETH 2505.02
USDT 1.00
SBD 2.47