কিছু সময় স্বপ্নতে

in আমার বাংলা ব্লগ2 years ago

20230420_181417.jpg

বিকেলের দিকে নুর ইসলাম ভাইয়ের রিক্সায় করে অনেকটা সময় এদিক-সেদিক ঘোরার চেষ্টা করলাম। আজ অবশ্য তেমন কোন কাজ ছিল না। যেহেতু রাত্রিবেলা হ্যাংআউট শো আছে, তাই মোটামুটি বিকেল বেলার দিকে বাহিরে গিয়েছিলাম।

20230420_181424.jpg

20230420_181444.jpg

পকেটের ভিতরে হঠাৎ মুঠোফোনটা কেঁপে উঠছিল, বের করতেই দেখলাম মেসেঞ্জারে একটা খুদে বার্তা এসেছে। তাতে স্পষ্ট লেখা আছে রোস্টের মসলা, চিনি, বিস্কুট, টক দই ও নুডুলস নিয়ে আনার জন্য বলা হয়েছে। আসলে বার্তাটা পাঠিয়েছে আবার গিন্নি।

20230420_181501.jpg

20230420_181455.jpg

নুর ইসলাম ভাইকে বললাম, দয়া করে ভাই রিক্সা ঘুরিয়ে নিয়ে স্বপ্ন সুপার শপে নিয়ে যাওয়ার জন্য। আমাদের এই ছোট মফস্বল শহরে সাম্প্রতিক সময়ে এই সুপার শপটি চালু হয়েছে। একই ছাদের নিচে সকল প্রকার পন্য এখানে পাওয়া যায় ।

আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি সুপার শপে গিয়ে কেনাকাটা করে। কারণ খোলা বাজারে কেনাকাটা করতে এমনিতেই লোকজনের প্রচুর ভিড় থাকে তারপরে তো সঙ্গে গরম আছেই। তবে এদিক থেকে কিছুটা নিরিবিলি এই সুপার শপ। অনেকটা নিজের পছন্দ অনুযায়ী, একদম ঘুরে ঘুরে দেখে দেখে নিজের প্রয়োজনীয় পণ্য কেনা যায়।

20230420_181645.jpg

20230420_181557.jpg

20230420_181517.jpg

ঠিক বিকালের একটু পরেই আমাদের রিক্সা পৌঁছে গেল, স্বপ্ন সুপার শপের সামনে। যেহেতু দুই দিন আগেই শপটা উদ্বোধন হয়েছে, তাই মোটামুটি এখনও নতুনত্বের আয়োজন লেগেই আছে। দরজা খুলে ভিতরে ঢুকতেই উষ্ণ অভ্যর্থনা । শীতল বাতাসে যেন অনেকটাই হালকা বোধ করতে লাগলাম। পুরো শপটাই তারা শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রিত করে রেখেছে ।

বাবুকে নিয়ে ভিতরে প্রবেশ করেই, প্রথমে এদিক সেদিক একটু ঘুরে দেখার চেষ্টা করলাম। বাবু বেশ খুশি হয়ে গিয়েছিল এবং ওকে যখন নিচে নামিয়ে দিয়েছিলাম, ও তখন একা একা হাঁটাহাঁটি করার চেষ্টা করছিল এবং এটা সেটা ধরার চেষ্টা করছিল।

অতঃপর একটা ঝুড়ি নিয়ে চেষ্টা করলাম,ঘুরে ঘুরে নিজের যে পণ্য গুলো দরকার সেগুলো কেনার জন্য। সেখানে কাস্টমারদের কে সেবা দেওয়ার দায়িত্বে, যে সকল লোকজন নিয়োজিত আছে, তারা মোটামুটি বেশ ভালোভাবেই আমাকে সহযোগিতা করেছে।

20230420_182114.jpg

20230420_181924.jpg

20230420_181757.jpg

তাছাড়াও যেহেতু আমাদের এলাকায় একদম নতুন উদ্বোধন হয়েছে এই সুপারশপটি। তাই প্রথমত তারা কিছু সুযোগ-সুবিধা দিয়েছে। যেমন কিছু পণ্য কিনলে অন্য পন্য ফ্রি আর আপাতত তারা ভ্যাট চার্জটা রাখছে না।সত্য বলতে গেলে কি, এই ধরনের সুপার শপে যে ধরনের পণ্যগুলো পাওয়া যায়, সেগুলো মোটামুটি তুলনামূলক খোলা বাজারের পণ্যের থেকে কিছুটা ভালো হয়ে থাকে আর দামটাও হাতের নাগালের ভিতরেই।

নুর ইসলাম ভাইকেও ভিতরে আসার জন্য অনুরোধ করলাম। বললাম, এখানে আসলে সকলের জন্যই বাজার করার ব্যবস্থা আছে। আপনি চাইলে আপনার নিজের প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনতে পারেন। যদিও নুর ইসলাম ভাই প্রথমে ভিতরে প্রবেশ করতে কিছুটা অস্বস্তিবোধ করছিল, তবে ভিতরে ঢুকে তার এদিক সেদিক ঘুরে দেখে পরে তার জড়তা কেটে গিয়েছিল ।

20230420_182927.jpg

20230420_182752.jpg

20230420_182622.jpg

20230420_182114.jpg

কেনাকাটা করা শেষে দ্রুত বাসায় ফেরত চলে এসেছি। কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল এইজন্য। তবে বাসায় এসে গিন্নির আবারও ইচ্ছা জেগেছে স্বপ্নতে আরো কিছুটা কেনাকাটা করার জন্য। হয়তোবা কালকে আবারও যেতে হবে সেখানে।

যাইহোক আমার জায়গা থেকে মোটামুটি মফস্বল এলাকায় এই সুপার শপটি হয়ে একপ্রকার ভালোই হয়েছে। কারণ সব জিনিস এক জায়গায় কিনতে পারবো তেমন কোন ঝামেলা ছাড়াই এবং সময়টাও বেঁচে যাবে। এক হিসাবে সত্যিই এটার দরকার ছিল ।

Banner-10.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

মেসেঞ্জারে এইসব জিনিস আনার কথা বলতে দেখেই বুঝে গিয়েছিলাম যে মেসেজটা নিশ্চয়ই আপনার ওনারই ছিল। যাইহোক এক জায়গায় সব কিছু পাওয়া গেলে এমনিতেই সময় বেঁচে যায় তারপরে আবার যদি পরিবেশটা ভালো থাকে তাহলে সেখানে যেকোন কিছু কিনতে ভালোই লাগে। নতুন করে যেহেতু আপনাদের এলাকায় এই সুপার সাপটা দিয়েছে আশা করি এবার থেকে আপনাদের বেশ ভালই হেল্প হবে। পোস্টটি পড়ে ভালই লাগলো ভাইয়া ধন্যবাদ এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আর হ্যাঁ আপনার বাবু তো দেখছি বেশ ভালোই আনন্দ করছে।

 2 years ago 

হ্যাঁ ভাই, আসলেই এই শপটার কারণে আমার কিছুটা হলে উপকার হয়েছে। কারণ আগের মত আর বাজার করা নিয়ে ঝামেলা পোহাতে হবে না।

 2 years ago 

এধরনের সুপার শপে কেনাকাটা করার আনন্দই আলাদা। এক ছাদের নিচে সব পাওয়া যায় বিধায় বেশ ভালোই লাগে কেনাকাটা করতে। শায়ান বাবুকে দেখলাম বেশ খুশি।
ধন্যবাদ ভাই স্বপ্ন সুপার শপে বাজার করার মূহুর্ত ভাগ করে নেয়ার জন্য।
অগ্রীম ঈদের শুভেচ্ছা জানাই।

 2 years ago 

হ্যাঁ বাবু মোটামুটি বেশ ভালই খুশি হয়েছিল ভাই, আর তাছাড়া ওখানকার পরিবেশটা বেশ ভালোই ছিল।

 2 years ago 

ভাই প্রথমেই রোস্টের দাওয়াত নিলাম। ভাল একটি ইনফরমেশন পেলাম। স্বপ্ন সুপারশপ হওয়াতে ভালই হয়েছে। আগে অনেক জিনিস লোকাল মার্কেটে পাওয়া যেত না,এখন আর সেই বিরম্বনায় পড়া লাগবে না।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটির জন্য।

 2 years ago 

অবশ্যই, আপনি নির্দ্বিধায় আমার বাসায় চলে আসতে পারেন। রোস্ট খাওয়ার দাওয়াত দিলাম।

 2 years ago 

নূর ইসলাম ভাইয়ের রিক্সায় এদিক সেদিক ঘোরার সময় ক্ষুদে বার্তা এসেই ঘোড়াটা শেষ হয়ে গেল আপনার।কারণ ভাবী বাজার করতে বলেছে। স্বপ্ন সুপার শপ টা বেশ ভালো আমাদের শহরেও এটা ওপেন হয়েছে অনেকদিন হলো।আপনাদের ওখানে সবে দুইদিন খুলেছে।ভাবির আবারও স্বাদ জেগেছে যেহেতু স্বপ্ন থেকে শপিং করবেন এক দুদিনেই।পরবর্তী ব্লগে দেখতে পারবো নিশ্চয়।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ এটা সত্য যে, আপনার ভাবি সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে। খুবই তাড়াতাড়ি তাকে আবার সেখানে নিয়ে যেতে হবে। হাজার হলেও গিন্নির মন রক্ষা করতে হবে। ধন্যবাদ আপু আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 2 years ago 

ভাইয়া আমাদের শায়ান বাবুকে স্বপ্ন সুপার সোপে দেখতে অনেক সুন্দর লাগছে। আর স্বপ্ন সুপার সোপটি যেহেতু নতুন তাই এখানে তেমন ভিড় নেই। আর আপনি নিঃসন্দেহে ভালো একটি কাজ করেছেন খোলাবাজারে না গিয়ে সরাসরি স্বপ্ন সুপার দোকানে এসে। নিশ্চয়ই স্বপ্ন সুপার সোপের পণ্যগুলো অনেক সতেজ ছিল।

 2 years ago 

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য স্বপ্ন একদম বেস্ট একটা জায়গা ভাই। গুণগতমান থেকে শুরু করে দরদাম সব মোটামুটি ঠিকঠাক থাকে। আর স্বপ্নে সব সময় কিছু না কিছু অফার লেগেই থাকে। এই ব্যাপারটা তো আমার একদম দারুন লাগে। আমার মনে হয় এরপর থেকে বেশিরভাগ সময় আপনি এবং ভাবি এখান থেকেই কেনাকাটা করবেন। কারণ বেশ ভালো সার্ভিস দিয়ে থাকে এরা।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.032
BTC 88143.93
ETH 3070.82
USDT 1.00
SBD 2.78