খবর
এ শহর জুড়ে সবার ভালো থাকার অভিনয়
ভাল কি আর থাকতে চাইলেই থাকা যায়
আমি ভালো থাকার মানুষ খুঁজি
তাই হয়তো অনবরত ছুটে চলি ,
যদিও পেয়ে যাই তার দেখা
তাকে হয়তো জিজ্ঞেস করব,
কিভাবে এতো ভাল থাকা যায় ।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে,
চলার নামই মনে হয় জীবন ।
তবে এ পাল্লা মাঝেমাঝে
এতটাই ভারী হয়ে যায় যে,
সেই বোঝার ভার সামলাতেই
যেন কাঁধ ভেঙে যায় ।
একদিন হয়তো চেঁচিয়ে উল্লাস করবো
রাজপথের হকারের হাতে
সেই উল্লাসের জয়ো ধনীর লেখা পাওয়া যাবে,
তাতে বড় বড় করে লেখা থাকবে
কাঁধ ভেঙে যাওয়া মানুষগুলো
আবারও সচল হয়ে উঠেছে ।
তারা এখনো মরেনি, তারা এখনো বেঁচে আছে
সময়ের যাঁতাকলে পিষ্ট হয়েও ।
এমন খবর ছাপা হোক,মিথ্যে অভিনয়ের শহরে
পাঠকের মনে গেঁথে যাক
ভেঙে পড়া মানুষগুলোর, তিক্ত অভিজ্ঞতার কথা।
সুসময় আবারো আসুক
সুঘ্রাণ আবারও ছড়িয়ে যাক
হয়তো সেটা বিজয় উল্লাসে ।
বিশেষ দ্রষ্টব্যঃ
সময়টা যে বড্ড কঠিন যাচ্ছে, এটা নিয়ে নতুন করে আর বলার কিছুই নেই। হয়তো সেটা খুবই ভালোভাবে বুঝতে পারছে, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো । তবে এভাবে আর কতদিন, তাদের খবর কে ছাপাবে, তাদের কথা কে বলবে, তাদের নিয়ে ভাববেই বা কে ।
হয়তো এই অমাবস্যা একদিন কেটে যাবে, সুদিন আবারও আসবে। তেমনটাই তো প্রত্যাশা করছে এই মাঝরাতে, কাঁধ ভেঙে যাওয়া একজন তীর্থের পথিক । বড্ড আত্মবিশ্বাস তার নিজের উপরে। কেউ হয়তো খবর ছাপবে, এই নেশায় মত্ত সে ।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
আমরা তো এই আশায় রয়েছি,একদিন হয়ত সুদিন আসবে যে দিন আমাদের মিথ্যা অভিনয় করা লাগবে না।ভালো না থেকে ও বলতে হবে না ভালো আছি।কেটে যাক দূর সময় এই প্রত্যাশা করি।ভালো ছিলো কবিতাটা।ধন্যবাদ
সময় সবসময় ভালো যায়না এটা আমরা জানা শর্তে ও তবু মেনে নিতে পারিনা , আসলে বাস্তবতা অনেক কঠিন ,খারাপ ভাবে থেকে ভালো থাকার অভিনয় করে যেতে হয় সবসময়। জীবনটা আসলেই মাঝে মাঝে অতিষ্ট মনে হয়।
আসসালামু আলাইকুম ভাইয়া।
ভাল বা মন্দ থাকার নামই জীবন। খারাপ সময় একদিন যাবে ঠিকই। কিন্তু এখন কিভাবে পার হচ্ছে সময় তা নিম্ন আর মধ্যবিত্তরাই হাড়ে হাড়ে বুঝতে পারছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য। বাস্তব নির্ভর কবিতা ছিল।
সত্যি ভাইয়া সময়টা বড়ই কঠিন। হয়তো সময়ের সাথে পাল্লা দিয়ে আমাদেরকে বাঁচতে হচ্ছে। কিংবা ভালোভাবে বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে। হয়তো ভালো থাকার অভিনয় করতে হচ্ছে। কিংবা একটুখানি ভালো থাকার আশায় মুখে প্রশান্তির হাসি আনার চেষ্টা করছি আমরা। কিন্তু তবুও দিন শেষে আমরা কতটুকু ভালো আছি সেটা নিজেরাও জানিনা। হয়তো সবার জীবনে সুদিন আসবে এবং সব অমাবস্যা কেটে যাবে। আমরাও সেই প্রত্যাশাই করি। ভাইয়া আপনার লেখা কবিতার লাইনগুলো সত্যি অসাধারণ হয়েছে।