হাওয়া বদল

in আমার বাংলা ব্লগ2 years ago

20221125_165444.jpg

গত টানা কয়েক সপ্তাহ থেকে বাসাতেই আছি, খুব একটা বাহিরে বের হইনি। আর তাছাড়া মাঝে সম্ভবত একদিন কি দুইদিন বের হয়েছিলাম সেটাও একটু কাজে তাও স্বল্প সময়ের জন্য। আসলে মাঝে মাঝে একটু হাওয়া পরিবর্তন করা দরকার। বৃহস্পতিবার রাতে হ্যাংআউট শেষ করার পরে,ভাবলাম দুটো দিনের জন্য একটু গ্রামীণ পরিবেশ থেকে ঘুরে আসি ।

20221125_165605.jpg

ইচ্ছে করেই মন চাচ্ছিল গ্রামীণ পরিবেশের মুক্ত হাওয়া গ্রহণ করার জন্য। মূলত একটু মানসিক ও শারীরিক প্রশান্তি লাভের জন্য। যদিও ঢাকা যাওয়ার কথা ছিল, তবে শরীর সায় দেয়নি। তবে ঢাকা গেলে মন্দ হতো না বরং অনেক কাছের পরিচিত মানুষজনের সঙ্গে দেখা হতো । আসলে চাইলেও অনেক সময় অনেক কিছুই হয়ে ওঠে না। দেখা যাচ্ছে মন চাচ্ছে তবে শরীরে কুলিয়ে উঠা বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে ।

20221125_165622.jpg

ঢাকা যেহেতু যাওয়া হলো না, তাই ভাবলাম একটু গ্রামীণ এলাকা থেকে ঘুরে আসি । দীর্ঘ আট বছরের অধিক সময় থেকে আমি, উচ্চ রক্তচাপ -মানসিক অস্থিরতা ও হালকা হার্টের সমস্যায় ভুগছি। হয়তো যারা আমার ব্লগ অনেক আগে থেকেই পড়েন, তারা এই ব্যাপারটা একটু হলেও কম বেশি জানেন ।

20221125_165513.jpg

তবে এমন শারীরিক সমস্যায় ভুগছি, যেটা আসলে কোন অবস্থাতেই কেউ হুট করে দেখলে বুঝতে পারবে না। আসলে বিগত কয়েক সপ্তাহ থেকে শারীরিক সমস্যা গুলো কিছুটা বেড়েছে। তবে কিন্তু ওষুধ পরিবর্তন হয়নি। ওষুধ গুলো ঠিক আগের মতই আছে, তবে সেগুলোর ডোজের মাত্রা ডাক্তার একটু বাড়িয়ে দিয়েছে ।

20221125_165819.jpg

20221125_165825.jpg

দুটো দিনের জন্য গ্রামে এসেছি, রবিবারের দিন বিকেল বেলার দিকে বাসায় ফিরব। তাই মোটামুটি এখন মানসিকভাবে কোন চিন্তাই নিতে চাচ্ছি না। দীর্ঘ দুই বছর ছিলাম এই এলাকাটাতে, বিশেষ করে আগে যখন বিকেল বেলা করে চেম্বার করতে আসতাম, সেই সুবাদে তখন গ্রামীণ মানুষ গুলোর সঙ্গে বেশ ভালোই সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল।

20221125_165835.jpg

20221125_165908.jpg

যদিও চাইলেও আর সেই ভাবে তাদের সঙ্গে আগের মতো দেখা হয় না। যেহেতু বিকাল বেলা বাবুকে নিয়ে এই দিকটাতে আজ একটু হাঁটাহাঁটি করতে এসেছি, তাই ভাবলাম মানুষগুলোর সঙ্গে একবার দেখা করে আসি। সেই চিরচেনা মজনু চাচা, রাজ্জাক ভাই আর সেই পিয়াজি বিক্রেতা কালাম চাচা। সবাই ঠিক আগের মতোই আছে। দীর্ঘদিন পর তারা আমাকে দেখে বেশ ভালোই সমাদর করল ।

20221125_170800.jpg

যেহেতু আজকে শুক্রবার সকাল বেলায় আমরা গ্রামে এসেছি আর এসেই আমি মূলত দীর্ঘ সময় ঘুমিয়ে ছিলাম। মূলত ওষুধগুলোর মাত্রা বাড়িয়ে দেওয়ার পরে যে সমস্যাটা হয়েছে, তা হচ্ছে প্রচুর পরিমাণে বিশ্রামে থাকতে হচ্ছে। তবে যতটুকু সময় জেগে থাকি, টুকটাক কমিউনিটির কাজ ও লেখালেখি করেই সময় চলে যায়। তবে এর মাঝেও চেষ্টা করি বিকেলবেলার সময়টা একটু এদিক সেদিক হাঁটাহাঁটি করার জন্য। হয়তো সেই জন্য আজকে বাবুকে নিয়ে বেরিয়ে ছিলাম আর গিয়েছিলাম সেই অতীত জীবনের চিরচেনা বাজারে ।

20221125_171308.jpg

যদিও আমি দ্রুতই ফিরতে চেয়েছিলাম তবে রাজ্জাক ভাই বেশ জোর করল। কারণ একটা সময় তার হাতে বানানো পুরি আমি ভীষণ খেতাম। তাই আজকে আমাকে অনেকটা জোর করেই খেতে বাধ্য করেছে। যাইহোক মানুষগুলোর আন্তরিকতা আমাকে বরাবরই মুগ্ধ করে। হয়তো তাদের সঙ্গে আমার দীর্ঘদিন যাবত থেকে দেখা হয় না। হয়তো নিজের কর্ম ব্যস্ততার কারণে নতুবা পারিপার্শ্বিক ব্যস্ততায়। তবে দীর্ঘদিন পরে এসেও যে তাদের কাছে এমন একটা অভ্যর্থনা পাবো তা কিন্তু কল্পনাও করিনি। আর তাছাড়া তাদের সঙ্গে কথাবার্তা বলে অনেকটা হালকা বোধ করছি।

20221125_165500.jpg

সব থেকে বড় ব্যাপার হচ্ছে, অসুখ-বিসুখ কখন কার হয় বলা যায় না, তবে দিনশেষে সুস্থ থাকাটাই বড় বিষয়। আমি ব্যক্তিগতভাবে কখনোই চাই না যে, কেউ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকুক। প্রতিটা মানুষ সুস্থ থাকুক এবং জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করুক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করি। তবে এটাও মনে করি, মাঝে মাঝে যে অবস্থানেই থাকা হোক না কেন, সেখান থেকে একটু হাওয়া বদল করতে হয়। তাহলে শারীরিক ও মানসিকভাবে অনেকটা প্রফুল্ল থাকা যায় ।

Banner-6.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago (edited)

সব থেকে বড় ব্যাপার হচ্ছে, অসুখ-বিসুখ কখন কার হয় বলা যায় না, তবে দিনশেষে সুস্থ থাকাটাই বড় বিষয়। আমি ব্যক্তিগতভাবে কখনোই চাই না যে, কেউ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকুক। প্রতিটা মানুষ সুস্থ থাকুক এবং জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করুক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করি।

ভাইয়া আপনার অসুস্থতার কথা শুনে খুবই খারাপ লাগলো। তবে বর্তমানে আবহাওয়া এতটাই খারাপ যে সবার ঘরে কেউ না কেউ অসুস্থ।উচ্চ রক্তচাপ -মানসিক অস্থিরতা ও হালকা হার্টের সমস্যার জন্য অন্যান্য শারীরিক অসুস্থতাও বেড়ে যায়।
আমি নিজেও গত ৩/৪ দিন প্রচন্ড পরিমাণ জ্বর,গা ব্যাথা, মাথা ব্যাথায় ভুগছি।এতটাই ব্যাথা যে এপাশ থেকে ওপাশে ফিরতেও কষ্ট হয়েছে।এমন অসুস্থ আমি গত ৭/৮ বছরেও হইনি।এখনও পর্যন্ত মাথা ভারী হয়ে আছে।আমিও চাই আমরা সবাই যেন সুস্থ থাকি। অসুস্থতা অনেক ভোগান্তির কারণ হয়ে যায়। হাওয়া বদল করাটা দরকার, দেখি কোথায় বের হতে পারি কিনা।

 2 years ago 

আপনার ব্যাপারটা জেনে বেশ ব্যথিত হলাম আপু। আপনার সুস্থতা কামনা করছি। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাই প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। আসলে আপনার অসুস্থতার কথা শুনে খুবই খারাপ লাগছে। আপনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এই দোয়া করি। আসলে বর্তমানে আবহাওয়ায় অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে।আর আমার পরিবারের অনেকেই অসুস্থ।তার মধ্যে আমার মা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগে ভুগছেন।এটি খুবই মারাত্মক। যাইহোক আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং ঠান্ডা আবহাওয়ায় কারণে ঠান্ডা জ্বর লেগেই আছে যাইহোক প্রকৃতির নিয়ম মেনে নিতে হবে। তবে আমাদের সাবধানতার সাথে থাকতে হবে। আপনার সুস্থতা কামনা করি আপনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, এই দোয়া করি।

 2 years ago 

আসলে এই শারীরিক সমস্যা গুলো কখনো ভালো হয় না, তবে নিয়ন্ত্রিত রাখতে হয়।

 2 years ago 

ভাইয়া, আপনার অসুস্থতার কথা শুনে সত্যিই মনটা খারাপ হয়ে গেল। তবে আমি জানি আপনার মনের জোর অনেক বেশি। আর তাই আপনি অসুস্থতাকে প্রাধান্য না দিয়ে, আমাদের শায়ান বাবুকে নিয়ে, হাওয়া বদলের জন্য গ্রামীন পরিবেশে গিয়েছেন। আপনার যেহেতু শারীরিক অবস্থা ভালো নয়, তাই ঢাকা না গিয়ে এরকম মুক্ত হাওয়ায় বেড়ানোর চিন্তাভাবনাটা সত্যিই দারুণ। এতে করে আপনার শারীরিক ও মানসিক চাপ কিছুটা হলেও কমবে। ভাইয়া, ভালো মানুষের সাথে সবসময় ভালই হয়, আর তাইতো চিরচেনা মজনু চাচা, রাজ্জাক ভাই আর সেই পিয়াজি বিক্রেতা কালাম চাচা, সবাই ঠিক আগের মতই আছে। আপনি তাদেরকে মনে রেখে তাদের কাছে গিয়েছেন, এটাই বা কজনে করে। মহান সৃষ্টিকর্তার কাছে আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।

 2 years ago 

মানুষ হওয়ার চেষ্টা করছি ভাই। তবে সুস্থ থাকাটা খুবই জরুরী।

 2 years ago 

ভাইয়া আপনার জন্য অনেক অনেক সুস্থতা কামনা করছি।আসলেই ভাইয়া মানুষ যেইভাবে অসুস্থ হোক না কেন হোক শারীরিক ,হোক মানুষিক এটা বেশ কষ্টের। আপনার জন্য অনেক অনেক সুস্থতা কামনা করছি ।ঠিক করেছেন ভাইয়া দু-দিন মানুষিক ,শারীরিক ভাবে কোন চাপ না নিয়ে,একটু রেস্ট করেন।

 2 years ago 

আমিও তেমনটাই ভাবছি আপু। ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 2 years ago 

দীর্ঘ আট বছরের অধিক সময় থেকে আমি, উচ্চ রক্তচাপ -মানসিক অস্থিরতা ও হালকা হার্টের সমস্যায় ভুগছি।

ভাইয়া আপনার অসুস্থতার কথা জেনে সত্যি অনেক খারাপ লাগছে😭😭। আসলে তার শরীরে অসুখ কখন বাসা বাঁধে তা আমরা বুঝতেই পারি না। তবুও সবকিছুর ঊর্ধ্বে হল নিজের সুস্থতা। কারণ নিজে যদি সুস্থ না থাকেন তাহলে আপনার পরিবারের উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। গ্রামে গিয়েছেন ভালোই হয়েছে। আসলে মানসিক প্রশান্তি না থাকলে সুস্থ হওয়া যায় না। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল ভাইয়া।🤲🤲🤲🤲

 2 years ago 

ভাইয়া আপনি অসুস্থ কাল সুমন ভাইয়ার পোস্ট পড়ে জানতে পারলাম। সুস্থতা সবার আগে। নিজে ভাল না থাকলে আসলে পাশের মানুষগুলোকে ভাল রাখা যায় না। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।এমন অবস্থাতে গ্রামীণ পরিবেশে গিয়ে ভালোই করেছেন।তবে ঠান্ডা বা শীত থেকে সাবধানে থাকবেন। অনেক শুভকামনা আপনার ও আপনার পরিবারের জন্য।

 2 years ago 

আপনি দীর্ঘ আট বছর ধরে উচ্চরক্তচাপ, হার্টের সমস্যায় ভুগছেন জেনে খারাপ লাগলো ভাইয়া 🙂। তবে মানসিকভাবে সুস্থ্য থাকাটাই বড় কথা! আপনার সুস্বাস্থ্য কামনা করছি! মাঝে হাওয়া বদল করতে হয়! গ্রামের পরিবেশের চিরচেনা মুখ চিরচেনা পরিবেশ সবকিছুই যেন আপন। গ্রামের পরিবেশে সময় কাটাতে পারলেও ভালো লাগে 🌼🦋

 2 years ago 

আসলে দাদা কিছু মানুষই থাকে যারা সবাইকে খুব সহজে আপন করে নিতে পারে। আপনি ঠিক তেমনি একজন মানুষ।এই কারণেই কালাম চাচা বা মজনু চাচা সে যেই হোক, আপনি দীর্ঘদিন পরে গেল আপনাকে সেই ভাবেই সমাদর করেছেন। আর পুরির প্লেটের সামনে,পুচকুর হাতটা বেশ ভালো লাগছে দেখতে।মনে হচ্ছে যেন চুপিচুপি সবার চোখের আড়ালে, এক টুকরো আস্তে করে সরিয়ে নেবে। 😄ওকে দেখে আমার বেশ আনন্দ হয় । কোনরকম চিন্তা নেই ভাবনা নেই। মা-বাবার স্নেহের ছত্রছায়ায় কি সুন্দর বড় হচ্ছে। এটাই তো বাচ্চাদের জীবন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68014.74
ETH 3533.72
USDT 1.00
SBD 2.81