কারণে অকারণে ||@shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

20211024_170542-01.jpeg
মন বড় অদ্ভুত জিনিস ভাই
এ জিনিসের যদি কোন
নির্দিষ্ট সংজ্ঞা থাকতো
তাহলে সেই সংজ্ঞায় মনে হয়
মাঝে মাঝে সংজ্ঞায়িত করা যেত।

কিন্তু এই মন
এমন একটা জিনিস
যাকে কোনভাবেই সংজ্ঞায়িত করা যায় না
যার ফলশ্রুতি শুধুমাত্র নিজেকে ভোগ করতে হয়
মানে আপনার মন,
আপনার মনের গতিবিধি
আপনাকেই ভোগ করতে হবে ।

কারণে-অকারণে গতিবিধি বদলায়,
মাঝে মাঝে এমনিতেই বদলে যায়।
হুটহাট ভাবে এর গতিধারা পরিবর্তন হয়,
সেকেন্ড মিনিট ঘন্টা দিন তারিখ
সময় অসময় কিচ্ছু মানে না।
ওর যা মর্জি তাই করে ,
ব্যাপার আপনার বা আমার কাছে অদ্ভুত লাগলেও
মনের কাছে তা ভীষণ স্বাভাবিক।

বি:দ্র:

শহর বন্দর নগর ছেড়ে,যখন এসেছি কর্মস্থলে । হুট করে সকাল বেলায় এসে যখন দেখি কর্ম করার একটা মেশিন কাজ করছেনা, ফুরফুরে মনটা মুহূর্তেই আমার তিক্ত হয়ে গেল ।উথালপাতাল হয়ে নেমে পড়লাম মেশিনটা ঠিক করার জন্য ।শরীর থেকে ঘাম পড়ে যাচ্ছে, মাথা বনবন করে ঘুরছে, মন একদম অশান্ত হয়ে উঠেছে কিন্তু কূলকিনারা খুঁজে পাচ্ছিনা ।ঘন্টা খানেক আগেও যে মন ভালো ছিল, তা যেন নিমিষেই একদম তিক্ততায় পরিণত হল। আজ আমার মন ভালো নেই হোক সেটা কারণে বা হোক সেটা অকারণে ।

Sort:  
 3 years ago 

কারণে-অকারণে গতিবিধি বদলায়,
মাঝে মাঝে এমনিতেই বদলে যায়।
হুটহাট ভাবে এর গতিধারা পরিবর্তন হয়,
সেকেন্ড মিনিট ঘন্টা দিন তারিখ
সময় অসময় কিচ্ছু মানে না।

সত্যি ভাইয়া মানুষের মন কারণে-অকারণে কখন যে মন খারাপ হয়ে যায় কারন টা খুঁজে পায়না। এটা বাস্তব জীবন এ হয়ে থাকে।আসলে আমাদের আমরা নিজেকে ঠিক রাখতে পারি না মন খারাপ হলে কোন কিছুই ভালো লাগে না। কাজে মন বসে না।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

কিন্তু এই মন
এমন একটা জিনিস
যাকে কোনভাবেই সংজ্ঞায়িত করা যায় না

একদম ঠিক বলেছেন ভাইয়া। মন এমন এক জিনিষ যাকে সংজ্ঞায়িত তো করা যায় ই না তার উপরে কখন যে সে কি চাউ তা ই বুঝা অনেক মুশকিল। মন কারণে অকারণে তার গতিবিধি হুটহাট বদলে দেয়। আর সমস্যা গুলো পোহাতে হয় সব আমাদের ই।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

জ্বী ভাইয়া আপনি ঠিকই বলেছেন। মন মানেনা কোন বারন। মন হচ্ছে উড়ন্ত পাখির মতো যখন যেখানে মন চায় সেখানেই চলে যায়। অসাধারন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাইয়া, একদম বাস্তব থেকে এই লেখাটি লিখেছেন। মন পরিবর্তন হতে 2 মিনিট লাগে না মনের ইচ্ছেমতোই পরিবর্তন হয়।সেই পরিবর্তন ধরে রাখা যায় না, মনের গতিবিধি নিজেকেই ভোগ করতে হয় সেই টার ভাগ কাউকে দেওয়া যায় না।

আর যখন নিজের কোন প্রয়োজনীয় জিনিস নষ্ট হয়ে যায়। তখন যেন মনের তিক্ততা আরো বেড়ে যায়। অস্থিরতা শুরু হয়ে যায় মনের ভিতর।

ভাইয়া আপনার লেখাটি পড়ে আমার খুব ভালো লেগেছে।তবে লেখার এই অংশটি আমার খুবই ভালো লেগেছে।

কারণে-অকারণে গতিবিধি বদলায়,
মাঝে মাঝে এমনিতেই বদলে যায়।
হুটহাট ভাবে এর গতিধারা পরিবর্তন হয়,
সেকেন্ড মিনিট ঘন্টা দিন তারিখ
সময় অসময় কিচ্ছু মানে না।
ওর যা মর্জি তাই করে ,

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

মনের মন মানসিকতা নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া, আসলে মন ই মনকে সহজে বুঝানো যায়না। কখন যে তার কি করে বসতে ইচ্ছে করে সে নিজেই জানে না। বড় আজব জিনিস একট।
তবে আপনার মন খারাপ হওয়ার কারণ ও বিশাল। প্রয়োজনীয় দরকারি জিনিস যদি নষ্ট হয়ে যায় মন খারাপ হবেই। আর সেটাকে শান্ত করার জন্য অন্য কারও সহযোগিতা নিতে হবেই।

অনেক সুন্দর কিছু কথা বলেছেন ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি পোষ্ট লিখেছেন ভাইয়া। আমাদের জীবনে কখন যে কি ঘটে যায় তা বলা মুশকিল। আমাদের জীবনের সব গতিবিধি মহান আল্লাহ তালার উপরে। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

আসলেই ভাইয়া মনকে কোন ভাবেই সংজ্ঞায়িত করা যায় না, অনেক সুন্দর একটা কবিতা পড়ে ভালো লাগলো শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আসলে যুদ্ধে নেমে যদি গোলা বারুদ ড্যামেজ হয়,তখন মাথাটা খারাপ হওয়ারই কথা।
যেমনটি আপনার হয়েছিল।
ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর লেখা শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

কিন্তু এই মন
এমন একটা জিনিস
যাকে কোনভাবেই সংজ্ঞায়িত করা যায় না

নিজের প্রয়োজনীয় এবং কাছের জিনিস গুলো যখন নষ্ট হয়ে যায় তখন সত্যিই মাথা কাজ করে না। যেমন আমার মোবাইল ফোন এবং কম্পিউটার এই দুইটি বিষয় যদি ঠিকঠাক কাজ না করে তাহলে মাথা একদম হ্যাং হয়ে যায়। আপনার চেম্বারে মেশিন নষ্ট হওয়াতে নিশ্চয়ই আপনার একই রকম অনুভূতি হয়েছিল এবং আশা করছি আপনি খুব তাড়াতাড়ি এটি সারিয়ে তুলতে পারবেন। শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

মন এমন একটা জিনিস যা মুহূর্তে ভালো হয়ে যায় আবার মুহূর্তে খারাপ হয়ে যায় কারনে অকারণে। মনকে আসলেই কোনভাবে সংজ্ঞায়িত করা সম্ভব নয়।

মন নিয়ে কথাগুলো আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 63713.30
ETH 3389.19
USDT 1.00
SBD 2.62