ছয়টা বছর ফুড়ুৎ

in আমার বাংলা ব্লগlast year (edited)

20230716_180557.jpg

মনে হল এই তো সেদিন দুজনে মিলে একত্রে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, তারপর একত্রে পথ চলা। কত চড়াই-উতরাই যে পার করতে হয়েছে তার কোন হিসেব নেই। জীবন সহজ ছিল না এবং এখনো যে সহজ ভাবে চলছে জীবন, সেটাও বলা যাবে না। তবে এখন বেশ উপভোগ করছি জীবনটা কে।

ইন্টার্নশিপের পরে যখন দেখলাম চাকরির বাজার খুবই কঠিন তখন আর অহেতুক চাকরির পিছনে না দৌড়িয়ে বাসায় বলে ছিলাম, যদি সম্ভব হয় চেম্বারটা করে দেওয়ার জন্য। যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই হয়েছিল। তবে সেই সময় খুবই কম রুগী চেম্বারে আসতো। এমনিতেই নতুন মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত হয়েছি তাও আবার এলাকাতেই চেম্বার দিয়েছিলাম, সেই কারণে শুরুতেই প্রফেশন জীবনের অন্য একটা রূপ দেখেছিলাম।

20230716_184753.jpg

20230716_184748(0).jpg

20230716_182755.jpg

20230716_182608.jpg

20230716_182411.jpg

20230716_182322.jpg

20230716_182237.jpg

20230716_182201.jpg

20230716_181354.jpg

20230716_181202.jpg

20230716_190220.jpg

20230716_190118.jpg

20230716_190113.jpg


জীবনে ধীর-স্থিরতার জন্য হলেও একটা সঙ্গী খুব দরকার। এটা যেমন ভালোভাবে আমি উপলব্ধি করতে পেরেছিলাম হয়তো আমার ব্যাপারটা পরিবারও বুঝতে পেরেছিল । যাইহোক অতঃপর সঙ্গী হিসেবে ওকে পেয়েই গেলাম। শুরু হলো আমাদের নতুন জীবনের অধ্যায়। ওকে নিয়ে আমি তেমন কোন কিছু বলতে চাই না, আমি মনেকরি আমি যেমন চেয়েছি, ঠিক তেমন একজন মানুষ পেয়েছি। যে আমাকে, একটুও হলেও দিনশেষে নিজের মতো করে বোঝার চেষ্টা করে।

বিবাহ পরবর্তী জীবনে বেশ পরিবর্তন এসেছিল আমাদের। কত রকম ঝড়-ঝাপটা যে এসেছিল তা বলাবাহুল্য, সেই সময়েও ওকে পাশে পেয়েছি আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতেও ওকে পাশে পাবো। প্রথম যেদিন বাড়ি থেকে বের হয়ে ওকে নিয়ে শহর ছেড়ে চলে গিয়েছিলাম, সেদিনও ও আমার সঙ্গেই ছিল। আজ যখন এ শহরে নিজের মতো করে থাকছি, সেই সময়েও ও আমার সঙ্গেই আছে।

তারপর তো দেখতে দেখতে বাবু চলে আসলো, বাবুরো আর এক মাস পরেই দু-বছর পূর্ণ হবে। এখন আবার ভিন্নরকম ভাবে জীবনের স্বাদ আমরা উপভোগ করছি। সময় চলে যাচ্ছে তার নিজের মতো করেই আর আমরাও যেন প্রতিনিয়ত অভিজ্ঞতা সঞ্চারণ করছি। আমাদের সম্পূর্ণ চিন্তাচেতনা এখন বাবুকে কেন্দ্র করেই।

শুধু কি ছয় বছর, একদম না। এভাবেই থাকতে চাই আমৃত্যু। হয়তো ওকে অনেক কিছুই দিতে পারিনি বা ও আমার কাছে তেমন কোন কিছুই আবদার করে না। তারপরেও আমার মত একটা মানুষের সঙ্গে ও থেকে যাচ্ছে একই ছাদের নিচে, এটাই তো আমার কাছে অনেক বড় প্রাপ্তি।

ভালোবাসি শায়ানের আম্মু
তোমাকে বড্ড বেশি ।।

Banner-23.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

যাক ভাইয়া পোস্টের মাধ্যমে আপুর কাছে মেসেজ চলে গেলো।আমরা অনেক ভালোবাসার পরেও হয়তো ভালোবাসার মানুষটির পাশে বসে হাতটি ধরে ভালোবাসি বলতে পারিনা।আজ আপনি বলে দিলেন এটাও আপুর জন্য বড় প্রাপ্তি।দুজন সব সময় সুখে-দুঃখে দুজনের পাশে থাকবেন বা পাবেন এমনটাই আশা বা দোয়া করি।আপনার আর আপনার পরিবারের উপর শান্তি বর্ষিত হোক,আমিন।ভাইয়া আপনি ও রেড কালারের টিশার্ট পরে নিলে একদম মিলে যেতো। ধন্যবাদ ভাইয়া আজকের এই বিশেষ দিনে মনের অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আসলে বিষয়টা অনেকটা অগোছালো ছিল, তাই সেভাবে লাল রঙের গেঞ্জি কেনা হয়ে ওঠেনি। ধন্যবাদ আপনাকে।

 last year 

যে মানুষটি আপনার দুঃসময়ে আপনার পাশে ছিল সেই মানুষটি সারা জীবন আপনার পাশে থাকবে। আসলে জীবনের বাস্তবতা মানুষকে চিনতে শেখায়। আপনি আপনার মনের মতন একজন সঙ্গী পেয়েছেন এটা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। এভাবেই যেন আপনাদের জীবনের প্রত্যেকটি বছর আনন্দে কাটে এই দোয়া করি। অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য।

 last year 

আসলে জীবনের বাস্তবতা মানুষকে চিনতে শেখায়।

যথার্থ বলেছেন আপু।

 last year 

দোয়া করি এমন দিন আপনাদের জীবনে বারবার ফিরে আসুক। আসলে ভাইয়া জীবনে সঙ্গী অনেক প্রয়োজন, তবে সঙ্গী অনেকেই হয়।সঙ্গীর মতো সঙ্গী পাওয়া মুশকিল। আপনি মনের মতো সঙ্গী পেয়েছেন জেনে অনেক ভালো লাগল। আর এভাবে যেন সারাজীবন এক সাথে থাকতে পারেন সেই দোয়ায় করি।

 last year 

আপনাদের ভালবাসায় আমি সিক্ত।

 last year 

জীবনে ধীর-স্থিরতার জন্য হলেও একটা সঙ্গী খুব দরকার।
ভালোবাসি শায়ানের আম্মু
তোমাকে বড্ড বেশি ।।

প্রথমেই শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ❣️🎂🥳
দেখতে দেখতে ছয় বছর পার করে ফেলেছে। উপরের কথা গুলো চমৎকার বলেছেন। সত্যি জীবন চলার পথে মনের মতো একজন জীবন সঙ্গী প্রয়োজন। ভাবি আপনার সাথে সুখ এবং দুঃখে পাশে ছিলো জেনে এত বেশি ভালো লাগলো যে আপনাকে বলে বোঝাতে পারবো না। এভাবেই আপনাদের ভালোবাসা অটুট থাকুক চিরকাল এই দোয়াই করি। ভিডিও দেখে ভালো লেগেছে ভাইয়া। তবে এর পরে কিন্তু আমাদের সবাইকে দাওয়াত দিতে হবে🥳

 last year 

আমারও ইচ্ছা আছে ভাই, সময় সুযোগ হলে অবশ্যই এমন সময় আপনাদের সবাইকে নিয়ে কাটাতে চাই।

 last year 

দোয়া করি এভাবে যাতে আপনাদের জীবনের প্রতিটি সময় খুব আনন্দে কাটুক। যে মানুষ আপনার দুঃসময় এবং সুসময়ে পাশে থাকে সে প্রকৃত বন্ধু। ভাইয়া আপনার মনের মত হয়েছে যেনে ভালই লাগলো। বিশেষ দিনে আপনার মনের অনুভূতিগুলো পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আসলে ও শুধু আমার সঙ্গী নয়, ও আমার ভালো বন্ধু বটে।

 last year 

পৃথিবীতে সবচেয়ে সুন্দর ও পবিত্র বন্ধন হচ্ছে স্বামী স্ত্রীর বন্ধন। এই বন্ধনে হাজারো ঝড় ঝাপটা আসে। কিন্তু আঁকড়ে ধরে রাখতে পারে কয়জন। একে উপরের প্রতি দৃঢ় বিশ্বাস এবং দুঃসময় ও সুষময়ে একই পরিপন্থিতে মিলেমিশে থাকাটাই হচ্ছে সম্পর্কের মূল আনুষাঙ্গিকতা। আপনাদের বিবাহ জীবনের ছয়টি বছর কেটে গেছে এর মাঝে আপনি হীরা আপুকে আপনার মনের মত করে পাশে পেয়েছেন। এভাবে আপনাদের যাত্রা যেন অনন্তকাল পর্যন্ত থাকে এই দোয়া করি।

 last year 

আমি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি।

 last year 

বাহ লেখাটা পড়ে মন ছুয়ে গেল ভাইয়া ।আপনাদের ভালোবাসা এভাবেই থেকে যাক আমৃত্যু, সেই কামনাই করি। হ্যাপি এনিভার্সারি । বহু চড়াই উৎরাই পেরিয়ে এগিয়ে যাচ্ছেন দুজন ,এভাবেই হাসিখুশি থাকুন সারা জীবন।

 last year 

আমাদের জন্য আপু আশীর্বাদ করবেন। আর আপনাদের জন্যও শুভেচ্ছা রইল।

 last year 

প্রথমে আপনার শিরোনামটা পড়ে একটু হাসলাম। আপনাদের বিবাহিত জীবনের অভিজ্ঞতা গুলো শুনে খুব ভালো লাগলো। আসলে জীবনের শুরুর জার্নিটা এত সহজেহয় না অনেক কষ্টের বিনিময়ে একটা পর্যায়ে এসে দাঁড়াতে হয়। তারপরও সুস্থ আছে পারিবারিকভাবে এবং শারীরিকভাবে সৃষ্টিকর্তার কাছেই অনেক শুকরিয়া। আপনাদের ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ আপু আমার অনুভূতি বুঝতে পারার জন্য।

 last year 

৬তম শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা রইলো ভাইয়া।আসলে জীবনে চলার পথে সঙ্গীর ভীষণ প্রয়োজন।যে দুঃসময়ে পাশে থেকে সান্ত্বনা দিবে।আপনার জীবনের কিছু খন্ড চিত্র পড়ে ভালো লাগলো।আগামীর দিনগুলি আপনাদের এভাবেই কাটুক সেই প্রত্যাশা করি।শুভকামনা রইলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58097.21
ETH 2581.79
USDT 1.00
SBD 2.41