ছুটতে হবে

in আমার বাংলা ব্লগ2 years ago

জীবনে সবাই ছুটছে, কে কিভাবে ছুটছে এটা নতুন করে আর বললাম না। তবে দিনশেষে এটাই চিরন্তন সত্য কথা, সবাই পয়সার পিছনে ছুটছে। কেউ গায়ে গতরে খাটছে কেউবা আবার বুদ্ধি খাটিয়ে পয়সা কামিয়ে নিচ্ছে।

ভদ্রলোকের নাম ঠিকানা আমার জানা নেই। তবে এই দৃশ্যটি আমার চোখে পড়েছিল শীতের শুরুতেই কোন এক সন্ধ্যায়। ভারী একটা ব্যাগ কাঁধে নিয়ে সম্ভবত একটু বিশ্রাম নেওয়ার জন্য নতুবা ক্ষুধার্ত পেটটাকে একটু শান্তি দেওয়ার জন্য, মাঝপথে বিরতি নিয়েছিল ।

20221204_184615.jpg

আমার নজর অনেকটা বাজ পাখির মতো। হুট করেই মনেহয় সেই দৃশ্যটা আমার চোখে এসে ধরা দিয়েছিল। তাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম মুহূর্তটি বন্দি করে ফেলার জন্য। তার গন্তব্য যদি বলতেই হয়, তাহলে তার কাছে যে ঠিকানা গুলো আছে হয়তো সেই জায়গা গুলোতে তাকে যেতে হবে এবং পন্য গুলো ডেলিভারি দিতে হবে।

আমরা হুটহাট করে যে পণ্য গুলো অনলাইনে পছন্দ করে অর্ডার করি, সেগুলোই এই মানুষরা নিজ দায়িত্বে যত্নসহকারে আমাদের বাড়িতে এসে পৌঁছে দিয়ে যায়। তাদের কাজই হচ্ছে এ জায়গা থেকে ও জায়গায় ছুটে বেড়ানো আর মানুষের অর্ডার করা পন্য গুলো তাদের হাতে সঠিকভাবে পৌঁছে দেওয়া।

20221204_184645.jpg

ডেলিভারির কাজে যে সকল ভদ্রলোক নিযুক্ত আছে, তাদের জীবনটা দেখলে সত্যিই অদ্ভুত লাগে। সামান্য কিছু পয়সার জন্য তারা এমন ভাবে ছোটাছুটি করছে, যা চিন্তার বাহিরে। পিঠের পিছনে লম্বা ভারী ব্যাগ নিয়ে ক্রমাগত ছুটছে আর মাঝে মাঝে যখন একটু ক্লান্তি লাগছে বা ক্ষুধার্ত হয়ে যাচ্ছে, তখন এখানে সেখানে দাঁড়িয়ে একটু জিরিয়ে নিচ্ছে বা ক্ষুধার নিবারণ করে আবারও আগের মতো করে ছুটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সেদিন সন্ধ্যা বেলা যখন এমন একটা দৃশ্য আমার চোখে পড়েছে, তখন আমি নিজের অজান্তেই তার জীবনটা নিয়ে একটু চিন্তায় পরে গিয়ে ছিলাম। মানুষ কতটা পরিমাণ কঠিন অবস্থার শিকার হলে এমন কাজ করতে বাধ্য হয় তা ভাবতেই অবাক লাগছে।

20221204_184702.jpg

এই মানুষগুলো অন্য মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য, ক্রমাগত ছুটে বেড়াচ্ছে আর অমানবিক পরিশ্রম করে যাচ্ছে। খুব বেশি কিছু পাওয়ার জন্য না। শুধুমাত্র বেঁচে থাকার জন্য তারা ক্রমাগত এই কাজ গুলো করে যাচ্ছে।

তখনো নিজের কানে শুনতে পাচ্ছিলাম, মামা জলদি একটা গরম সেদ্ধ ডিম দাওতো সঙ্গে একটু লবণ মাখিয়ে দিও, বড্ড ক্ষুধা লেগেছে। তার হাতে যে সময় খুব কম তা হয়তো তার আচার-আচরণ দেখেই বোঝা যাচ্ছে।

কিছু মানুষ নিজের সম্পর্কে বলতে চায় না বা বলতে পছন্দও করে না। কিন্তু তাদের আচার-আচরণ দেখলেই অনেক কিছু সহঝেই বোঝা যায় যে, কি পরিমান ঝামেলায় তাদের থাকতে হয় । তবে আপাতত আর কিছুই করার নেই তাদের। ক্রমাগত ছুটতে হবে, বাঁচতে হলে। এটাই সত্য আর এভাবেই চলছে জীবন।

Banner-6.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

সত্যি ভাইয়া আমাদের চারপাশের মানুষগুলো কত ভাবেই না জীবন যাপন করছে। সবাই নিজেদের মতো করে ব্যস্ত জীবন পার করছে। জীবিকার তাগিদে সবাই ছোটাছুটি করছে। হয়তো আমাদের প্রয়োজনে তারা ছুটছে। ভাইয়া আপনার এই পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

হ্যাঁ! ভাইয়া পৃথিবীতে মানুষ সবাই সবার কাজ নিয় খুব ব্যস্ত।এই ব্যস্ততার মাঝেই দিন গুলো কাটেঁ।মানুষ টাকার জন্য দিনের পর দিন কাজ করতে থাকে।ফলে কিছু মানুষ তাতে সফল হয়ে যায়। আর কিছু মানুষ অসফল থেকে যায়।যাই হোক আপনার পোস্ট টি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

তবুও সবাই বেঁচে থাকুক দিনশেষে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি ভাই। ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 2 years ago (edited)

ডেলিভারি ম্যানগুলো আসলেই বেশ কষ্ট করে ভাইয়া। রোদ, বৃষ্টি ,ঝড় তুফান আবহাওয়া যেমনই হোক না কেন তারা ছোটে তাদের দায়িত্বে এই প্রান্ত থেকে ও প্রান্ত। কিন্তু তারপরেও অনেক অনেক কাস্টমার তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। আমার কাছে এই ব্যাপারটা খুবই খারাপ লাগে। এই লোকটিকে দেখে খুব মায়া লাগছে হয়তোবা একটু রেস্ট নয়তো বা খুদা নিবারণের জন্য দাড়িয়ে আছে। সত্যি আমাদের আশেপাশের অনেক মানুষ বেশ কষ্টে জীবন যাপন করছে।

 2 years ago 

পুরুষ মানুষের জীবনের মূল টার্গেটই হচ্ছে টাকা! এই টাকা না থাকলে পুরুষকে হতে হয় লাঞ্চিত, অপমানিত! সারাজীবন ভর হয়তো পরিবারের বুঝা নয়তো প্রিয়জনের বুঝা বইতে হয়। এটাই তো পুরুষ! কিছু মানুষের মুখের দিকে তাকিয়ে হলেও পরিশ্রম করতে হয়! অল্প বয়সে পরিবারের দায়িত্ব নেয়া সকল পুরুষ ভালো থাকুক! ভাইটিকে দেখে মনে হচ্ছে বয়স তেমন একটা হয়নি।

 2 years ago 

ভাই আপনার মন্তব্যের শুরুর কথা গুলোর সঙ্গে একদম সহমত পোষণ করছি ভাই।

 2 years ago 

আসলেই ভাইয়া ,,মানুষ একটা পরিবারের জন্য কত পরিশ্রম করে শুধু মাত্র কাছের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য। মাঝে মাঝে আমি ও ভাবি আমরা কোন পণ্য অর্ডার করলে একটু দেরি হলে বেশ বিরক্ত হই অনেক সময় তাদের সাথে খারাপ ব্যবহার ও করি অথচ তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজের আমাদের পণ্য আমাদের কাছে দিয়ে যায়। ধন্যবাদ

 2 years ago 

বাস্তবতা বড়োই কঠিন ,আমরা আসলেই ভাগ্যবান যে দাদার মতো একজন মানুষের হাত ধরতে পেরেছি তাই আজ এতটা ভালো আছি আলহামদুলিল্লাহ ,কত মানুষ জীবিকার জন্যে কত কি না করছে ভাবলেই কষ্ট লাগে। তবে আমার মনে হয় তারা ও তাদের জায়গা থেকে সুখী। যেমনটা আপনি লিখেছেন।

 2 years ago 

এই ডেলিভারি ম্যানগুলোর জীবন বড়ই বিচিত্র। কিছু কিছু ডেলিভারি দিতে গিয়ে অনেক ভালো ব্যবহার পায়। আবার দেখা যায় কিছু কিছু ডেলিভারি দিতে গিয়ে অনেক তিক্ত অভিজ্ঞতা স্বীকার হয় । বিশেষ করে রোজার দিনে সন্ধ্যার সময় খাবার ডেলিভারি যখন দিতে আসে তখন এদেরকে দেখলে আমার নিজেরই খুব খারাপ লাগে। টাকার প্রয়োজনে একেক জন একেক রকমের কাজ করতে বাধ্য হয়। এটাই জীবন কিছু করার নেই ভাইয়া।

 2 years ago 

তাই তো দেখছি আপু, জীবন বড়ই অদ্ভুত হয়তো সেটা জায়গাভেদে।

 2 years ago 

ভাইয়া খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। আসলেই সবাই ছুটছে টাকার পিছনে। দিন শেষে টাকা ছাড়া মানুষ অচল। এই ডেলিভারি বয়দের প্রায় সময় দেখি এদিক থেকে সেদিক ছুটে যাচ্ছে। তাদের থেকেও আমাদের অনেক কিছু শিখার আছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বর্তমান সময়ে প্রতিটি মানুষ টাকা ইনকামের ধান্দায় সারাক্ষণ বিশ্রামহীন ভাবে চলছে। উদ্দেশ্য একটাই নিজে এবং পরিবারসহ ভালো থাকা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58430.93
ETH 2504.31
USDT 1.00
SBD 2.39