পিঠে পাখা গজালে মন্দ হত না ।

in আমার বাংলা ব্লগ4 years ago

মাঝে মাঝে মনের চাওয়া গুলো একটু ব্যতিক্রম হয় । কারণ অনেক সময় মনে হয় যে, আমার যদি দুটি পাখা থাকতো তাহলে মনে হয় আমি খুব স্বল্প সময়ে উড়ে উড়ে যেতাম আমার কাজে। আবার মাঝে মাঝে চিন্তাও হয় যদি পাখা থাকত, তাহলে তো হায়নার দল এলিয়েন ভেবে ছিঁড়ে ছিঁড়ে গবেষণা করতো আমাকে নিয়ে। যদিও জানি না এলিয়েন এর পাখা হয় কিনা, তবে এটা আমার একটা কাল্পনিক চিন্তা ।


কেন নিজেকে এলিয়েন ভাবতে চাই, কেনবা নিজের পাখা থাকা জরুরী এইসব কথা কেন বলছি। সেটা আমি বলবো কারণ রোজ আমাকে শহরের কর্মস্থলে যাওয়ার জন্য দীর্ঘ ১৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় । আর এই দীর্ঘ ১৫ কিলোমিটার পথ যখন আমি পাড়ি দেই,তখন আমার মনে হয় যেন পুরো পৃথিবী এলোমেলো হয়ে যায়। কারন রাস্তার অবস্থা কাহিল। একটা সুস্থ মানুষ যদি এ রাস্তায় প্রতিনিয়ত যাতায়াত করে তাহলে তার অবস্থাও একটা সময়ে গিয়ে রাস্তার থেকেও আরো কাহিল হয়ে যাবে। কারণ এটাই একদম প্রকৃতির নিয়ম ।
এমনিতেই ধুলা-বালি, তারপর বৃষ্টির পানি জমে থাকে, তারপর রাস্তার ভিতর বড় বড় গর্ত । সব মিলিয়ে যেন জীবন যায় যায় অবস্থা । কারণ একবার ঝাঁকি, একবার কাদা-পানি ও সাথে ফ্রিতে ধুলা-বালি । এইসবের নির্যাস গ্রহণ করতে করতে জীবন আমার পুরা টমেটো হয়ে যায় । মানুষ কিছু কারণে,কিছু জিনিস পেতে চায়। যেমন কষ্ট পেলে বা খুব শখ করে তারা অবস্থার পরিবর্তন চায়। আমার অবস্থা কিছুটা কষ্টের কাছাকাছি গিয়েছে। কারণ এই রাস্তায় যাতায়াত করতে করতে জীবন আমার যায় যায় অবস্থা। এমত অবস্থায় আমার কাল্পনিক চিন্তা ভাবনা, দুটো যদি পাখা গজিয়ে যেত পিঠে তাহলে আমার জন্য খুব ভালো হতো যাতায়াত করতে । আর নিতে পারছি না ভোগান্তি।
20210612_171603-01.jpeg

20210612_171613-01.jpeg

20210612_171620-01.jpeg

20210612_171554-01.jpeg

20210612_171547-01.jpeg

20210612_171544-01.jpeg

Sort:  

ভালো থাকার জাদুমন্ত্র চাই

 4 years ago 

ভালো বলেছেন। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 98939.69
ETH 3476.97
USDT 1.00
SBD 3.22