ভিডিও || আমাদের গত উইকেন্ডের সময় || @shy-fox 10% beneficiary
যেহেতু গত দিন আমি কথা দিয়েছিলাম যে , এই পর্বে আমি আমার গত উইকেন্ডে কাটানো মুহূর্তের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব , তো আমি আমার কথা রাখার চেষ্টা করছি । এরই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি । প্রথম অবস্থায় বলে নেই আমি এই রেস্টুরেন্টের বিগত সময়েও গিয়েছিলাম , তবে সেবার মূলত ইন্ডিয়ান খাবার গুলো খাওয়া হয়নি । আর যেহেতু এবার প্রথম সুযোগ হয়েছে খাবার গুলো খাওয়ার, তাই সুযোগটাকে কাজে লাগিয়েছি ।
ঠিক সন্ধেবেলার দিকেই পৌঁছে গিয়েছিলাম রেস্টুরেন্টটিতে । মোটামুটি ভিতরে ঢুকেই ভিন্ন রকম একটা অভ্যর্থনা পেয়ে গেলাম । যেহেতু তাদের রিজার্ভেশনে আগে থেকেই ফোন করে আমাদের ব্যাপারটা জানানো ছিল । তাই তারা শুধুমাত্র আমাদের জন্য রেডি করে রেখেছিল মাটন জিরা পোলাও খাবারটি । যেটা একটি কিনলে একটি ফ্রি ছিল , সেটা । তবে মূলত সেখানে যাওয়ার পরে , আমাদের সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন হয়েছে । কারণ তাদের আরো অনেকগুলো ইন্ডিয়ান খাবার , তখন অ্যাভেলেবেল ছিল ।
মূলত খাবার নিয়ে আমি আসলে তেমন কোন কথা বলতে চাই না । কারণ যারা মূলত এ ধরনের খাবারগুলো এত কষ্ট করে রান্না করে বানায় , তারা একদম ঠিকঠাক ভাবেই কাস্টমারের সন্তুষ্টির জন্যই বানিয়ে থাকে । তারপরেও কিছু ব্যক্তিগত মতামত থাকে , যেমন তারা বলেছিল বাসমতি চাল দিয়ে খাবারটি বানাবে , আমার আসলে খাবারটি খাওয়ার পরে বাসমতি চাল দিয়ে যে খাবারটি বানিয়েছে তেমনটি মনে হয়নি ।
তবে হীরার জিরা পোলাও খাবারটি বেশ ভালো লেগেছিল এবং শায়ান বেশ ভালই খেয়েছে । এটা একদিক থেকে সন্তুষ্টির ব্যাপার । আর তারপরেও আমরা আবারো ইচ্ছা করেই নতুন আর একটা খাবার অর্ডার করেছিলাম সেটা হচ্ছে মাটন খসবা বিরিয়ানি । এটাতেও মূলত বাসমতি চাল দেওয়ার কথা ছিল , তবে এটাতে হালকা বাসমতি চাল দিয়েছিল তবে তার সঙ্গে অন্য চাল মিক্সড ছিল । যাইহোক এটাতে প্রচুর পরিমাণ মসলা দেওয়া ছিল , তবে খেতে ভালোই লেগেছিল ।
সত্যি বলতে কি, এই প্রথম সম্ভবত আমার ইন্ডিয়ান বিরিয়ানি গুলো খাবার খাওয়ার শখ পূরণ হয়েছে । তবে কতটুকু আসলে ইন্ডিয়ান স্টাইলে বানানো হয়েছে, তা আমার জানা নেই । তবে যতটুকু বুঝেছি ও জেনেছি এবং উপলব্ধি করেছি , শুধুমাত্র নামেই ইন্ডিয়ান ভাবটা ছিল, কাজে খুব একটা বেশি ছিল না ।
তারপরেও এই মফস্বল শহরে পরিবার-পরিজন নিয়ে এমন নিরিবিলি পরিবেশে শীতল হাওয়ার ভিতরে বসে , দীর্ঘ সময় পারিবারিকভাবে সময় কাটিয়েছে , এতে আসলে যে পরিমাণ পয়সা খরচা হয়েছে সেটা নিয়ে আমার কোন তিক্ততা নেই । কারণ খাবার একদিক থেকে ভালো ছিল আর পয়সাটাও খুব খরচা হয়নি আর তাছাড়াও তাদের পরিবেশনা ও সেখানকার পরিবেশটা বেশ মনোমুগ্ধকর ছিল , এটাই হচ্ছে দিন শেষে প্রকৃত সত্য কথা ।
আসলে আমরা যারা কর্মজীবী মানুষ আছি , তারা যখন সপ্তাহ শেষে একটা দিন নিজেদের মতো করে পরিবার নিয়ে নিরিবিলি কোন জায়গাতে একটু সময় কাটাতে পারি , তখন আসলে এটাই আমাদের কাছে পরম পাওয়া হয়ে যায় । পয়সার ব্যাপারটা তখন খুব একটা বেশি মাথায় কাজ করে না ।
সর্বোপরি গত উইকন্ডের সময়টা আমাদের কাছে সত্যিই বেশ ভালো ও মনোমুগ্ধকর ভাবে কেটেছিল । আশাকরি এমন সময় আবারো আমাদের ফেরত আসবে, এমনটাই প্রত্যাশা করি । ভিডিওটা দেখুন, আশাকরি আমাদের মুহুর্ত আপনাদের ভালোই লাগবে ।
ধন্যবাদ সবাইকে
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
ভিভিও ,বর্ণনা আর ছবি দেখে মনে হয়েছে অনেক আনন্দে কেটেছে আপনাদের সময়।একটা উপজেলা শহরে এত সুন্দর রেস্টুরেন্ট আছে জেনে ভালো লাগলো।এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তার প্রমাণ।
আপনাদের উইকেন্ড দারুণ হয়েছে কারণ শায়ান তৃপ্তি নিয়ে খেয়েছে।আপনার কথায়..".শায়ান বেশ ভালই খেয়েছে । এটা একদিক থেকে সন্তুষ্টির ব্যাপার ।"
আনন্দে কাটুক সময়।
ধন্যবাদ আপনাকে।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন উপজেলা শহর গুলোতেও বেশ ভালোই রেস্টুরেন্ট গড়ে উঠছে প্রতিনিয়ত।
ভাই প্রথমেই বলতে চাই আপনাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, লাল রঙের গেঞ্জি দারুন মানিয়েছে। আপনাকে দেখতে একদম হিরো হিরো লাগছে, আর সেই সাথে ভিডিওতে বলা কথাগুলো শ্রুতি মধুর শোনাচ্ছে। খুব সাবলীলভাবে ভিডিও উপস্থাপনা করেছেন, যা সব সময় আমার কাছে ভীষণ রকম ভালো লাগে। ভাই আপনার ভিডিওটি দেখে বেশ বুঝতে পারছি, গত উইকেন্ডে কাটানো সময় টুকু আপনার ছোট্ট পরিবারের সাথে ভালই কেটেছে। সেই সাথে আপনার বান্ধবীদের সাথে দেখা আবার ইন্ডিয়ান বিরিয়ানি খাওয়া, সবকিছু মিলিয়ে মনমুগ্ধকর পরিবেশের সৃষ্টি। আর এই সুন্দর সময় টুকু আমাদের মাঝে ভিডিওর মাধ্যমে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি ভাই ভিডিওটি দেখার জন্য।
গত পর্বে আপনি বলেছিলেন ভিডিওগ্রাফি শেয়ার করবেন। আজকে ভিডিওগ্রাফি দেখে সত্যি ভালো লাগলো। রেস্টুরেন্টের ভেতরকার পরিবেশ যেমন সুন্দর তেমনি খাবার গুলো বেশ লোভনীয় ছিল। সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। বিশেষ করে শায়ানকে দেখে খুবই ভালো লাগলো। অসুস্থ হয়ে বাচ্চাটা আগের চেয়ে কিছুটা শুকিয়ে গেছে। আল্লাহ তাকে সুস্থ রাখুক এই কামনা করি।
বাহ দারুণ এনজয় করলাম ভাইয়া আপনার ভিডিওটি, রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু ভালই ছিল। তবে খাবার দেখে বোঝা যাচ্ছে অনেকটা ভালোই হয়েছে। নামের ইন্ডিয়ান খাবার খেতে কিন্তু বাঙালি বাঙালি লেগেছে এটা শুনে ভালো লাগলো না।
তবে দারুন একটি মুহূর্ত কাটিয়েছেন, সায়ানের দুস্টামি আর হাসির পিক গুলো ভালো লেগেছে সত্যি ধন্যবাদ ভাইয়া।
যাইহোক হাতের সামনে পেয়েছি তাই খেয়ে ফেললাম আপু ।
বাহ ভাইয়া,ভিডিওটা দেখে তো একদমই আমি মুগ্ধ হয়ে গিয়েছি রেস্টুরেন্টের পরিবেশটা যেমন সুন্দর খাবারের মান তেমন ভালো। ভাবি পছন্দ করেছে পোলাও খাবারটা সাথে আমাদের শায়ান বাবা কিন্তু পোলাও টা পছন্দ করেছে ভিডিওতে দেখে যাচ্ছে। ভাইয়া, খুবই আনন্দ করেছেন পরিবারের সবাইকে নিয়ে এসে। ভাইয়া, আপনার ভিডিও এবং আপনার লেখা পড়ে খুব ভালো লেগেছে ।ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য 💐💐
ভাই কর্মজীবী মানুষের যখন সপ্তাহে একটা ছুটির দিনে পরিবারের সাথে নিয়ে আনন্দময় মুহূর্ত উপভোগ করে তখন খুবই ভালো লাগে। আসলে আপনারা খুবই সুন্দর সময় পার করেছেন। বাবার কাঁধে ছেলেকে খুবই সুন্দর লাগছে এবং ভিডিওগুলো দেখে বেশি ভালো লাগলো, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।