অনিশ্চিত শখ
মাঝে মাঝে ইচ্ছে হয় মাথার উপর যে ছাদ থাকবে তার পুরোটা ভর্তি ফুল বা ফলের বাগান থাকুক। ফুলের প্রতি কেন আমার এত প্রেম তা আমার জানা নেই। তবে রংবেরঙের বর্ণিল ফুলের যে আলাদা একটা সৌন্দর্য আছে, তা যে কোন মানুষকে অনায়াসেই মুগ্ধ করে ফেলে।
আর স্বপ্নটা যখন স্বচক্ষে দেখার সৌভাগ্য হয়, তখন আসলে অনেকটা ঈর্ষা নিজের ভিতরে কাজ করে। এক্ষেত্রে কেন ঈর্ষা কথাটা বললাম তা একটু বলার চেষ্টা করছি। মূলত নিজের স্বপ্ন যখন অন্য কেউ বাস্তবায়ন করে, তখন একটু অকৃতকার্য মনে হয় নিজেকে।
বিশাল ছাদে একদম পরিকল্পনা মাফিক যেভাবে ফুল ও ফলের বাগান করা হয়েছে, তা যেন একদম চোখ জুড়ানো। অনেকটা স্বর্গীয় ভাব বিরাজ করছে। আমার নিজের যদি এমন একটা বাগান সহ পরিকল্পিত ছাদ থাকতো, তাহলে মনেহয় কখনোই আমার মন খারাপ হতো না । হয়তো মন খারাপের সময় গুলো এই সৌন্দর্যের মাঝে বিলিয়ে দিতাম।
ঘটনাটি কয়েকদিন আগের। সেদিন মূলত পৌরসভা কার্যালয়ে গিয়ে এই ছাদ বাগান দেখে ছিলাম। যেহেতু বাগান করা আমার শখ, তাই এমন একটা ছাদ আমার কল্পনাতে প্রায়ই উঁকি দেয়। তবে সেটা যখন স্বচক্ষে দেখতে পাই, তখন যেন অনেকটাই প্রশান্তি লাগে ।
মানুষের মতো মানুষ যেমন থাকে আবার একেক জনের স্বপ্নের মত, অন্য জনের স্বপ্ন থাকে। তবে কারো সাধ্য থাকে তার নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার আবার কারো সাধ্য মনে মনেই রয়ে যায়।
পুরো ছাদটা জুড়ে শুধু ফুল আর ফুল। আমি আর আমার ছেলে একদম আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। ছোটাছুটি করছিলাম এদিক-সেদিক আর নিজের মতো করে মুঠোফোনে ছবি তুলছিলাম বাহারি ফুল গুলোর।
ছাদের কোনায় বসে থাকার জায়গা এবং সেটাও অনেকটা পরিপাটি ও সুন্দরভাবে সাজানো। সেখান থেকে পুরো বাগানের সৌন্দর্যটা যেন বেশ ভালোভাবে উপভোগ করা যাচ্ছিল। ফিরফিরে হিমেল হাওয়ায় যখন সেখানে বসে ছিলাম, মনটা যেন এমনিতেই তখন নড়েচড়ে উঠেছিল।
এখনো ভাড়া বাসায় থাকি, মাস শেষে অনেকটা পয়সা গুনতে হয় থাকার জন্য । কবে যে নিজের একটা বাড়ি হবে, কবে যে বাগান করার শখটা মিটবে তা এখনো জানি না। এখনো অনেক কিছুই করা বাকি। আবার সবকিছু যে পূরণ হবে, তারও কোন নিশ্চয়তা নেই।
তবে কিছু শখ যদি পূরণ হয়েই যায়,সেক্ষেত্রে আলাদা পরিতৃপ্তি পাওয়া যাবে। হুট করে ঘুম থেকে উঠে যখন এমন ছাদে পায়চারি করা যাবে, তখন সেটা নিঃসন্দেহেই সুখকর মুহূর্তের তালিকায় লিপিবদ্ধ হয়ে থাকবে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
ভাই স্বপ্ন গুলো এমনি যা প্রতিনিয়ত ভাবায় ৷ আর সবচেয়ে বেশি ভাবায় যখন সচক্ষে দেখি ৷ যেমন টা আপনি বললেন যে মাঝে মধ্যে মাথার উপর ফুল ফলে ভরা থাকুক ৷ যাই ফুলের বাগান দেখলে আসলে অনেক শখ জাগে বাগান করার ৷ আপনি পৌরসভার ছাদে বেশ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন ৷
সর্বোপরি বলবো আপনার ইচ্ছে পূর্নতা পাক ৷ একটা বাড়ি হোক যে বাড়ির ছাদে ইয়া বড় একটা বাগান লাগাতে পারেন ৷
অসংখ্য ধন্যবাদ ভাই
ভাইয়া দোয়া করি খুব শীঘ্রই যেন আপনার নিজের একটি বাড়ি হয় এবং এরকম সুন্দর ফুলের বাগান হয়। আসলে নিজের বাড়ি হলে সব কিছুই নিজের মতো করে সাজানো যায়। যাই হোক ছাদের গাছ গুলো দেখে সত্যিই ভালো লাগলো। আর খুব সুন্দর ভাবে সাজানো গোছানো।
আশকরি একদিন আপনারও ফুলে ফুলে শোভিত একটি ছাদ সহ বাড়ি হবে। নিজের মতো করে সাজাবেন সেই ছাদ। পৌরসভা ভবনের ছাদটি বেশ গোছানো । দেখতে বেশ সুন্দর লাগছে। অনেক শুভ কামনা আপনার জন্য।
আসলে ছাদের এই বাগানটি আমার অনেক সুন্দর লেগেছে। বিশেষ করে বাগান তৈরির জন্য আগের পরিকল্পনা গুলো অনেক সুন্দর ছিল।
প্রথমেই আপনার জন্য দোয়া করি যেন আপনার মনে সবগুলো সব পূরণ হয়। প্রত্যেক মানুষের ভিতরে ফুলের বাগান করার শখ থাকে। আর ফুল হলো সৌন্দর্যের প্রতীক। মন কোন সময় বিষন্ন থাকলেও ফুলের বাগানে গেলে এমনিতেই মন ভালো হয়ে যায়। তবে আপনি খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। ফুলগুলো সত্যি অনেক সুন্দর ছিল এবং আপনি খুবই সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো করেছেন। সর্বশেষে বলবো আল্লাহ আপনার মনের আশা গুলো অতি দ্রুত যেন পূরণ করেন আমিন। আর আপনার ছেলের জন্য দোয়া ও ভালোবাসা রইলো।
ছাদ বাগান গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর সেই ছাদ বাগানে যদি বিভিন্ন রঙের ফুলে ভরা থাকে তাহলে মনের প্রশান্তি অনেক বেড়ে যায়। আপনার মনে সুন্দর ইচ্ছা গুলোও পূরণ হোক দোয়া করি। আপনার ছেলে আর আপনি ফুলে ভরা ছাদ বাগান ঘুরে দেখেছেন এবং সে সব মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করেছেন সে জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।