মাঝে মাঝে শখ গুলোকে বলিদান দিতে হয়

in আমার বাংলা ব্লগ3 years ago

পৃথিবীতে একদম চরম সত্য কথা হচ্ছে দিন শেষে সবার পয়সা দরকার এবং পয়সার গুরুত্ব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই আপনার বাঁচতে হলে পয়সা লাগবে, এটা একদম সত্য কথা ।আর এটাকে আপনি কোনোভাবেই এড়িয়ে চলতে পারেন না।আমরা মোটামুটি এখন পৃথিবীর অবস্থা সম্পর্কে জানেন। এবং কমবেশি সবাই এটা সম্পর্কে অবগত যে মোটামুটি সবার আর্থিক অবস্থা আগের থেকে বেশ নাজুক হয়ে গিয়েছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ তাদের অবস্থা একদম কঠিন হয়ে গিয়েছে। এর কারণ আমি আর নতুন করে বলতে চাই না ।


কদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম ,একটা ছোট বাচ্চা কবুতর কেনার জন্য সে গ্রাম থেকে শহরে এসেছিল। আর আজকে যে পোস্ট করছি সেটা হচ্ছে, এই ছেলে তার শখের কবুতরগুলো বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করার উদ্দেশ্য শুধুমাত্র পয়সার জন্য। কারণ তার পয়সা দরকার ,কারণ তার পারিবারিক অবস্থা ভাল যাচ্ছেনা ।এবং দিনশেষে একটা মানুষের শখের জিনিস গুলো যখন বিক্রি করতে হয়, তখন সেটা কতটা পরিমাণ কষ্টদায়ক হয়, সেটা আসলে অনেক সময় ভাষায় প্রকাশ করা যায় না।
এক কথায় জীবন যেখানে যেমন। আসলে দিনশেষে অজানা আতঙ্ক, অজানা ভয়, অজানা ভাইরাস সবকিছু আমাদের এলোমেলো করে দিয়েছে। এবং পৃথিবীর আসল চিত্র গুলো এখন যেন প্রতিনিয়ত ফুটে উঠছে এবং প্রতিনিয়ত দেখছি আশেপাশে।শখের জন্যই জীবন ।আবার মাঝে মাঝে যখন শখ গুলোকে বিসর্জন দিতে হয় তখন সেগুলো অনেকটা কষ্টদায়ক হয়ে যায়। যাইহোক আপাতত এই ছিল ঘটনা।
20210805_101125.jpg

20210805_101120.jpg

20210805_101137.jpg

20210805_101132.jpg

Sort:  
 3 years ago 

নিজের পোষা জিনিসগুলো যখন কোনো কারণে দূরে চলে যায় তখন তা খুবই বেদনাদায়ক।যা ভাষায় প্রকাশ করা যায় না।ধন্যবাদ দাদা।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59993.26
ETH 2312.53
USDT 1.00
SBD 2.49