আবহাওয়া কিছুটা অনুকূলে

in আমার বাংলা ব্লগlast year

20230607_170016.jpg

গত কয়েকদিনের আবহাওয়ার অবস্থা সবাই কমবেশি জানেন। অসহ্য গরমে জনজীবনের অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছে। আমি নিজেও শারীরিকভাবে অনেকটা বিধ্বস্ত হয়ে গিয়েছি।

তবে গতকাল রাতের পর থেকে যেন আবহাওয়া কিছুটা অনুকূলে আছে। বলা যায় যে একপ্রকার ঝড়ো বাতাস হয়েছিল ভোরের দিকে। যেহেতু আবহাওয়া অনুকূলে ছিল এবং সঙ্গে ঝড়ো ঠান্ডা বাতাস আর হালকা বৃষ্টি,তাই চেষ্টা করছিলাম দীর্ঘদিন পরে এমন আবহাওয়া কে উপভোগ করার জন্য।

গভীর ঘুমে মগ্ন হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল যেন কতদিন পরে এমন গভীর ঘুম হল। অনেকটা ক্লান্তিহীন ভাবে ফুরফুরে মেজাজে ঘুম থেকে উঠে যখন বাহিরে তাকানোর চেষ্টা করলাম তখনও দেখলাম আবহাওয়া শান্ত ও মেঘাচ্ছন্ন। মনে মনে ভাবছি এমনটাই আবহাওয়া প্রতিনিয়ত থেকে যাক। কারণ আর অসহ্য গরম মোটেও সহ্য হচ্ছে না।

একটু আগেই কিছুটা নিজের প্রয়োজনে যখন বাহিরে গিয়েছিলাম। তখনো বেশ হালকা লাগছিল। কারণ অন্যান্য দিনের থেকে আবহাওয়া অনেকটাই ঠান্ডা। নিজের মতো করে যেন সময় কাটানো যাচ্ছিল এ বেলায়। কয়েকদিনের যে কাজগুলো জমে আছে, সেগুলো আজ সম্পূর্ণ করার চিন্তায় আছি।

20230607_183859.jpg

20230607_183843.jpg

20230607_170350.jpg

এবেলার কিছুটা সময় আমি কাটাতে চাচ্ছি চৌরাস্তার মোড়ে যে চায়ের দোকান আছে সেখানে, তারপরে মোখলেস ভাইয়ের কাছে গিয়ে নিজের কিছু পয়সা বাকি আছে সেটা পরিশোধ করতে হবে সেখান থেকে বাজারের উদ্দেশ্যে যেতে হবে কারণ কিছুটা কাঁচা বাজার লাগবে বাসার জন্য। গিন্নি অনেকটা বলে দিয়েছে, তার প্রয়োজনীয় জিনিসগুলো যেন দ্রুত নিয়ে এসে দেওয়া হয়।

বাসা থেকে বের হয়ে এসেই যেন অনেকটা ধাক্কা খেয়ে গেলাম। তবে এ ধাক্কা অনেকটা সুখকর। চতুর্দিকে আবহাওয়া মেঘাচ্ছন্ন, পুরো আকাশ যেন অন্ধকার হয়ে আসছে, সঙ্গে ঝড়ো বাতাস। কয়েকদিনের যে অসহ্যকর গরম পরিবেশ ছিল, তা যেন এখন আর নেই।

20230607_165956.jpg

20230607_165946.jpg

এসবের মাঝেও দ্রুত একটা রিক্সায় চড়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে চলে গেলাম। বেশ ভালই লাগছিল দীর্ঘদিন পরে এমন আবহাওয়ায় ঘুরে বেড়াতে। কখন যে ঠান্ডা মেজাজে দ্রুত কাজগুলো করে ফেললাম, তা যেন বুঝে উঠতেই পারিনি।

সত্যিই আপাতদৃষ্টিতে পৃথিবীটা ঠান্ডা হওয়া বড্ড দরকার। আমার মনে হয় এমন অবস্থা যদি আরো দীর্ঘ কিছুদিন থেকে যায়, তাহলে অবশ্যই জনসাধারণের জন্য সেটা মঙ্গলকর হবে। ভালো থাকুক সবাই নিজ নিজ স্থানে, আবহাওয়া সবার অনুকূলে থাকুক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

Banner-15.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

যাক অবশেষে আবহাওয়া অনুকূলে এসেছে জেনে অনেক ভালো লাগল। তবে আমাদের এখানে দুপুরের পর থেকে আকাশ মেঘলা এখনো বৃষ্টি হয়নি।আসলে ভাইয়া কয়েক দিনের গরমে জীবন অতিষ্ঠিত হয়ে পড়েছে। সত্যি এমন আবহাওয়া প্রতি দিন থাকলে অনেক ভালো লাগে। আবহাওয়া অনুকূলে থাকলে সব কিছু মনের আনন্দে করা যায়। আর ঘুম তো অনেক ভালো হয়। ধন্যবাদ ভাইয়া, আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।

 last year 

একদম ঠিক বলেছেন আপু, আবহাওয়া অনুকূলে থাকলে আসলে সব কিছুই ঠিকঠাক থাকে।

 last year 

অবশেষে পরিবেশটা ঠান্ডা হয়েছে এটা আমাদের সকলের জন্যই ভালো একটা বিষয়। আমরা অনেকদিন থেকেই এই দিনটার অপেক্ষায় করছিলাম। বৃষ্টির দিনে চা খাবার মজাই যেন অন্যরকম।

 last year 

হুম ভাই বৃষ্টির দিনে চায়ের সঙ্গে হালকা খোশগল্পে বেশ ভালোই সময় কাটে।

 last year 

সত্যিই আবহাওয়া অনুকূলে।
আমাদের এদিকে বৃষ্টি হয়েছে যদিও পরিমাণে কম, তারপরও আবহাওয়া ঠান্ডা হয়েছে। আমার গরম একদমই সহ্য হয় না, তাই আজ বেশ ভালো লাগছে।

 last year 

এই আবহাওয়া অনুকূলে আসাটা বড্ড জরুরী ছিল ভাই।

 last year 

আবহাওয়া সত্যি আজ কিছুটা অনুকূলে। আমাদের এখানেও আজ বৃষ্টি হলো। পৃথিবী এখন অনেকটাই শীতল।শীতল পরিবেশে মন মেজাজ ও শীতল। তাই অনেক কাজ আপনি ফুরফুরে মেজাজে করে ফেললেন।একটুও কষ্ট হলো না।আসলে পরিবেশের উপর অনেক কিছু নির্ভর করে।অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 last year 

এটা আসলেই সত্য কথা পরিবেশ অনুকূলে থাকলে অনেক কিছুই সহজে করা যায়।

 last year 

ভাইয়া, প্রচণ্ড তাপদহ ও গরমের মাঝে হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশ হয়ে বৃষ্টি হতে শুরু করেছে আমাদের দেশের প্রায় সবখানে। আর এই বৃষ্টির প্রভাবে আবহাওয়াটা কিছুটা হলেও আমাদের অনুকূলে চলে এসেছে। বেশ কিছুটা ঠান্ডা শীতল আবহাওয়া অনুভব করতে পারছি এখন। আর বৃষ্টির সময় শীতল আবহাওয়ায় ঘুমানোর মজাই আলাদা। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

কয়েকটা দিন এমন খারাপ গেল যে আর বলার না। আমি নিজেওে কিন্তু বেশ অসুস্থ্য হয়ে গেছি। অবশেষে সমস্ত দেহ আর মনটাকে শান্ত করে দিয়ে গেল অনাকাঙ্খিত সেই বৃষ্টির ছোঁয়া। আমি কিন্তু ভাই বৃষ্টির ছোঁয়া নিজের গায়ে মাখতে ভুল করিনি।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 61766.31
ETH 2428.16
USDT 1.00
SBD 2.64