চিরস্থায়ী নয়

in আমার বাংলা ব্লগlast year

20230718_181515.jpg

পরিবার নিয়ে সেদিন ঘুরতে গিয়েছিলাম রংপুর চিনিকল দেখতে। তবে রংপুর চিনিকলটি আমাদের উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে অবস্থিত। একসময় এই অঞ্চলে প্রচুর আখের চাষ হতো, যার জন্যই হয়তো এখানে এই চিনিকলটি প্রতিষ্ঠিত হয়েছিল। যাইহোক অতীতের কথায় আর না যাই, এই চিনিকল সম্পর্কে যদি আগাগোড়া তথ্য নিতে চান, তাহলে আমি মনে করি সেটা গুগল সার্চ করলেই সবকিছুই পেয়ে যাবেন।

আমি মূলত সেখানে গিয়ে কি দেখেছি আর নিজের কেমন চিন্তা ভাবনা হচ্ছিল সেটাই হয়তো আমার আজকের লেখার মূল আলোচ্য বিষয়। একটা জিনিস আমি খুব ভালোভাবেই বিশ্বাস করি, প্রতিটি জিনিসের যেমন সৃষ্টি আছে ঠিক তেমন তার ধ্বংস বা শেষ আছে। এক কথায় বলতে গেলে, পৃথিবীতে কোন কিছুই চিরস্থায়ী না। হয়তো এটাই চিরন্তন সত্য।

একসময় এই এলাকায় চিনিকল কে ভিত্তি করেই এখানকার মানুষের আয়-রোজগরের ব্যবস্থা হয়েছিল এবং এই চিনিকলকে ঘিরেই এখানকার অর্থনৈতিক ও পারিপার্শ্বিক অবস্থার অনেক উন্নয়ন ঘটেছিল। তবে আজ তা সবই অতীত। অতীত হলেও সব অবকাঠামো এখনো সাদৃশ্য আছে, তবে সেই দিনগুলো আর নেই।

বিকেল বেলার দিকে যখন চিনিকলের সামনে আমরা পৌঁছেছিলাম, প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা লোক একদম পরিষ্কার জানিয়ে দিল সবকিছু পরিত্যক্ত অবস্থায় আছে, এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। কল কবে চালু হবে, এ কথার উত্তর আসলে লোক গুলোর মুখে নেই। তবে একটা কথাই তাদের মুখ থেকে শোনা গিয়েছে, লোকসান গুনতে গুনতে বন্ধ হয়ে গিয়েছে এই কল। এমন অবস্থা যে শুধু এই একটাই চিনিকলের তা কিন্তু না। মোটামুটি সারাদেশেই একই রকম চিত্র।

থাক সেসব কথা, যেহেতু চিনিকলের ভিতরে প্রবেশ করতে পারিনি, তাই চারপাশটা ঘুরে দেখছিলাম। চিনিকল কে ঘিরে কিভাবে একটা এলাকার সেই সময় মানুষের অর্থনৈতিক ও জীবন জীবিকায় পরিবর্তন এসেছিল, সেই ব্যাপারটা বোঝার চেষ্টা করছিলাম।

চিনিকলের সামনেই দেখলাম, যারা এখানে চাকরি করতো তাদের অফিস। তার পাশেই হসপিটাল, অতিথি ভবন ও শ্রমিকদের কার্যালয় ছিল। সেখান থেকে খানিকটা পায়ে হাঁটা পথের দূরত্বে আবারও সংরক্ষিত এলাকা। মূলত যারা চিনি কলে কাজ করতো, হোক সে ঊর্ধ্বতন কর্মকর্তা নতুবা একদম কর্মচারী শ্রেণীর মানুষ, সেই জায়গাটাতে তাদের থাকার কোয়ার্টার গুলো বেশ সারিবদ্ধ ভাবে সাজানো।

20230718_182822.jpg

20230718_182817.jpg

20230718_182418.jpg

20230718_182247.jpg

20230718_182045.jpg

20230718_181959.jpg

20230718_182615.jpg

20230718_181218.jpg

20230718_181154.jpg

20230718_181144.jpg

20230718_181118.jpg

20230718_181043.jpg

অনেক বড় জায়গা জুড়ে এই কলোনি অবস্থিত। ঢুকতেই এখানে যারা কর্মকর্তারা থাকতো, তাদের খেলার জায়গা এবং বড় কর্মকর্তাদের আবাসিক কোয়ার্টার আর খানিকটা দূরেই অন্যান্য যারা মাঝারি পর্যায়ের কর্মচারী ছিলেন, তাদের থাকার কোয়ার্টার আর পিছন দিকটাতে আছে মসজিদ ও এখানে যারা বসবাস করতেন, তাদের সন্তানদের পড়াশোনার জন্য স্কুল। কলোনির একদম মাঝে ছিল সবচেয়ে বড় ঊর্ধ্বতন কর্মকর্তার বাসভবন।

একটা ব্যাপার দেখে বেশ অদ্ভুত লেগেছে,এখানে সর্বক্ষেত্রেই শ্রেণী বৈষম্যের ছড়াছড়ি ছিল। চিনিকল বন্ধ হয়ে গিয়েছে বহু আগেই। যার একমাত্র কারণ ছিল লোকসান। তবে এখনো সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্মকর্তার বাসভবন দেখে মনে হচ্ছে যেন সবকিছু আগের মতই আছে। বাসভবনের সামনে পাহারাদার, সরকারি গাড়ি এবং অন্যান্য সব সরকারি সুযোগ সুবিধা তো আছেই। ব্যাপারটা মোটেও আমার কাছে খুব একটা ভালো ঠেকেনি। মানলাম নিরাপত্তার দায়িত্বে থাকা লোকগুলোকে সরকার বেতন দিচ্ছে পরিত্যক্ত কল ও যন্ত্রপাতি গুলোকে দেখাশোনা করার জন্য। তবে এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে এখনো সেই আগের মতো সুযোগ-সুবিধা দিয়ে কেন এখানে রাখা হয়েছে, সেই প্রশ্নের উত্তর আমি মিলাতে পারছিলাম না।

পুরনো জরাজীর্ণ কোয়ার্টার গুলো দেখেই বোঝা যাচ্ছে, অনেকটা ভুতুড়ে পরিবেশ। তবে ভাবছি, এই সেক্টরে যারা চাকরি করতো, তারা যদি তাদের উপর অর্পিত দায়িত্ব সৎ ভাবে পালন করতো, তাহলে হয়তো এত লোকসান গুনতে হতো না। হয়তো প্রেক্ষাপটটাও আলাদা হয়ে যেত। তবে অবস্থা এতটাই বেগতিক যে, এখন সবকিছুই বন্ধ হয়ে গিয়েছে। এইক্ষেত্রে আমি আসলে কাকে দোষারোপ করব, এটা আমি নতুন করে আর বলতে চাই না। এ প্রশ্নের উত্তর আপনাদের কাছেই রেখে গেলাম।

এই কল যে নতুন করে ঠিকঠাক করে আবারও পুনরায় আগের মত সবকিছু চালু হবে এবং এলাকার মানুষ নতুন করে তাদের জীবিকার জন্য স্বপ্ন দেখবে, তেমন অবস্থা আর নেই বললেই চলে। ঐ যে বললাম কোন কিছুই চিরস্থায়ী না, হয়তো সিন্ডিকেটের কারণে নতুবা কর্তৃপক্ষের দায়িত্বহীনতা বা মধ্যস্বত্বভোগীদের জন্যই সবকিছু আজ বন্ধ হয়ে গিয়েছে।

Banner-23.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

এরকম একটা চিনির কল আমাদের জেলাতেও আছে। মধুখালী নামক এলাকায় সেই চিনির কলটা অবস্থিত। তবে আমি একটা প্রশ্নের উত্তর কিছুতেই মিলাতে পারি না। যেখানে আমরা চিনি খাচ্ছি দেড়শ টাকা কেজি কিনে সেখানে চিনির কল কিভাবে লোকসানের কারণে বন্ধ হয়ে যায়? এটা কিছুতেই আমার মাথায় ঢোকে না। অবশ্য দেশের অন্যান্য খাতের কথা চিন্তা করলে এটাকে আবার অনেকটা স্বাভাবিক মনে হয়। এই দেশে তো এমনটাই হওয়ার কথা। ভালো লিখেছেন ভাই।

 last year 

একই প্রশ্ন আমারও ভাই। 🙏

 last year 

চিনিকলের এরিয়াটা তো বেশ বড়। আসলে ভাই বাংলাদেশের এই চিনিকল গুলো বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে দুর্নীতি দেখুন মালিকানাধীন যে চিনি কল গুলো আছে সেগুলো কিন্তু এখন দিব্যি চিনির বাজারের রাজত্ব করছে কিন্তু সরকারি চিনিকলগুলো লস দেখিয়ে আজকে বন্ধ তার মধ্যে আমাদের কুষ্টিয়া সুগার মিলও একটি। যাই হোক আপনার সময়টা বেশ দারুন কেটেছে যদি চিনিকল এর ভিতরে একটু প্রবেশ করতে পারতেন তাহলে হয়তো আরো বেশি ভালো লাগতো।

 last year 

দেশ নিয়ে কিছু বলতে চাই না ভাই, তবে ব্যাপার গুলো খুব দুঃখজনক।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56949.15
ETH 2401.26
USDT 1.00
SBD 2.33