ঘ্রাণ || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

20210421_171059-01.jpeg

খুব ঘ্রাণ নিতে ইচ্ছে করে
সেই কড়া ঘ্রাণ এখনও নাকে লেগে আছে
আমি মাতাল বনে যাই ,
সেই ঘ্রাণের কাছে ।
সেই ঘ্রাণ বড্ড ঝাঁঝালো
অনেকটা ঝলসানো মাংসের মতো ।

বুক পাজরের অনুভূতি গুলো
বের হয়ে আসতে চায় ,
বালিশ ভিজিয়ে মুখ চেপে রেখে
ফুঁপিয়ে কান্নার রোল গুলো শুনতে পাই,
চিৎকার করা সেই অতৃপ্ত অনুভূতি
এখনো পূর্ণ হয়নি ,

সেই ঘ্রাণ এখনো মাঝে মাঝে আসে
তা আর কাছে থেকে নিতে পারিনা
অজানা একটা দূরত্বের দেয়াল
নিজেদের মাঝে চারিপাশে ,
আজ আমি অনেকটা বিচলিত
খুঁজে ফেরার চেষ্টা করি
ধরতে গেলেই ধোঁয়াশা
ছুঁতে গেলেই উত্তাপ
বেশ দুরুত্ব নিজেদের মাঝে ,
দুজন দুজনার গন্তব্যে ।

আমার শূন্যতা তার কাছেও অপূর্ণতা
কেউ বসত করে না কারো মাঝে,
দুজন দুজনকে পেতে চায়
তবে লজ্জা পায় ।
হয়তো অতীত নতুবা বর্তমানের প্রেক্ষাপট
জল্পনা-কল্পনা নিজেদের মাঝে ,
তবুও দুটো আত্মা এক হয়না
অহংকার বাসা বেঁধেছে,
তাই হয়তো গন্তব্য আলাদা ।।

বি:দ্র:

এমন সম্পর্ক দেখেও আমি অভ্যস্ত । যেখানে দুজন দুজনকে ভালোবেসে কাছে পেতে চায়, হয়তো কোন একটা সময় তাদের মতের অমিল হয়েছে বা তাদের ভিতর একটা দূরত্ব তৈরি হয়ে ছিল । তবে দুজন দুজনকে এখনো চায়, তবে অজানা একটা ভয় তীব্র সংশয়, এই ভেবে লজ্জা পায় । হয়তো অহংকার তাদেরকে জিততে দেয়না, তারা পরাজিত থেকে যায় নিজেদের কাছে ।

আমার অবশ্য এসব নিয়ে মাথাব্যাথা নেই । তবে আমি শুধু বলতে চাই, নিজেদের অহংকার গুলোকে একটু মুছে ফেলে যেথায় জল্পনা-কল্পনা কাজ করছে সেখানে এগিয়ে যাওয়াই শ্রেয় । হয়তো কেউ একজন অপেক্ষা করছে নতুবা কেউ একজন কাছে পেতে চাচ্ছে । এগিয়ে গেলে দোষ কোথায় । যা হয়েছে তা হয়তো অতীত , তবে বর্তমানকে উপভোগ করতে দোষ কোথায় । হয়তো সেও ঘ্রাণ নিতে যাচ্ছে নতুবা সেও বাঁচার আশা খুঁজছে।

ব্যবধান কমিয়ে নিয়ে এসে নিজেদের ভিতর বোঝা-পড়া ঠিক করে দুটি আত্মা একত্রে থাকুক, ঝলসানো জায়গায় আবারো ভালোবাসার ফুল ফুটুক । ভালোবাসা ছড়িয়ে যাক, এমনটাই তো কাম্য । তাই নয় কি ?

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আসলে ভাইয়া সব ভালোবাসা পূর্ণতা পায় না। দুজন ঠিক থাকলেও বাস্তবতা পরিস্থিতি এই সমাজ তাদের এক হতে দেয় না। এটাই সবথেকে খারাপ লাগে। এটা বর্তমান অবস্থা।নিজের ইগোর কারণে অনেক সময় তারা দূরত্ব বেড়ে যায়।মানুষের নিজের অহংকার এ কারণে পতন ঘটে। এটা ঠিক বলেছেন যে আসতে পারে তাকে মানা করবো কেন? সে যদি মন থেকে ভালোবাসে আসলে একটা মেয়ে যদি ভালবাসে কিন্তু সেও তো কোনো পরিস্থিতির শিকার হতে পারে তাই নয় কি। বিচ্ছেদ জিনিসটা অনেক কষ্ট তাই আমাদের বিচ্ছেদের পথ বেছে নেয়া নিয়ে দুজন এক হয়ে একত্রিত ভালোবাসা ছড়িয়ে দেওয়া একমাত্র মাধ্যম বেশ ভালো লিখেছেন ভাইয়া। বেশ ভালো লাগলো

 3 years ago 

একদম সঠিক কথা বলেছেন ভাই । এই মান অভিমানের উপর ভিত্তি করেই বহু সম্পর্ক বিলীন হয়ে যায় বা যাচ্ছে ।

 3 years ago 

হয়তো অতীত নতুবা বর্তমানের প্রেক্ষাপট
জল্পনা-কল্পনা নিজেদের মাঝে ,
তবুও দুটো আত্মা এক হয়না
অহংকার বাসা বেঁধেছে,
তাই হয়তো গন্তব্য আলাদা ।।

অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতা পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে কবিতার মাঝে যে আবেগ মিশে আছে তা হৃদয় দিয়ে অনুভব করলে বোঝা যায় এই কবিতার মাঝে কতটা আবেগ মিশে আছে। আমরা সকলেই চাই নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে আবারও সুন্দর সম্পর্ক তৈরি করতে। আসলে বোঝাপড়ার মধ্যে কোনো সম্পর্ক গড়ে উঠলে সেই সম্পর্ক আরো বেশী মধুর হয়। আর অহংকার বাসা বাধলে গন্তব্য আলাদা হয়ে যায়। ভাইয়া অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

এমনটাই তো হচ্ছে ভাই , মিটিয়ে যাক অহংকার, গড়ে উঠুক বন্ধন এই কামনাই তো করছি ভাই ।

 3 years ago 

এই কবিতাটা সুন্দর হয়েছে, আপনি নিজেকে সম্পূর্ণ সপে দিয়ে কবিতাটি মনে হয় লিখেছেন, কবিতাটিতে অনেক আবেগ ছিল, আমার অনেক ভালো লেগেছে, আপনার জন্য অনেক শুভকামনা রইল যেন এই ধরনের আরো ভালো ভালো কবিতা লিখতে পারেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 80502.73
ETH 3190.86
USDT 1.00
SBD 2.77