শুক্রবারের বিকেল

in আমার বাংলা ব্লগlast year

20230519_171721.jpg

অনেকটা দিন পরে বাহিরে যাওয়া হল। বলা যায় বেশ কিছুদিন পরেই। আসলে সেভাবে এখন আর সময় পাওয়া যাচ্ছে না। তাছাড়া থেমে থেমে প্রতিনিয়ত আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, যার কারণে বাহিরে যাওয়া কিছুটা কমিয়েই দিয়েছি। তবে আজ ইচ্ছে করে কেন জানি বিকেল বেলার দিকে বাহিরে যাওয়ার ইচ্ছে জাগলো, তাই হয়তো এই ঝটিকা সফর।

খুব যে বেশি দূরে গিয়েছিলাম তা বলবো না। মূলত দু'ঘণ্টার জন্য রিক্সা ভাড়া করেছিলাম আর চেষ্টা করেছিলাম শহরের আশেপাশেই ঘুরে বেড়ানোর জন্য, যাতে কিছুটা প্রশান্তি মেলে।

বাসা থেকে বেরিয়ে রিক্সার কাছে যেতেই মূলত এক বয়স্ক ভদ্র মহিলার সঙ্গে দেখা। সে চেষ্টা করছিল লেবু বিক্রি করার জন্য। যেহেতু লেবু আমাদের বাসায় প্রায় প্রতিবেলাতেই লাগে, তাই হীরা প্রথমেই চেষ্টা করেছিল লেবু কেনার জন্য।

20230519_171138.jpg

20230519_171305.jpg

20230519_171224.jpg

20230519_171151.jpg

পথেই মোখলেস ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল এবং চেষ্টা করেছিলাম তার কাছে লেবুগুলো রাখার জন্য এবং বলেছিলাম আমরা যখন বাসায় ফিরব, তখন তার দোকান থেকে লেবুগুলো সংগ্রহ করে নিয়ে যাব। মোখলেস ভাই আমার পছন্দের মানুষ, সে আমাকে নিরাশ করেনি। অতঃপর এনামুল ভাইয়ের রিক্সায় চড়ে আমাদের গন্তব্য সোজা মহিলা কলেজের দিকে।

মহিলা কলেজ এলাকাটা এমনিতেই বিকেল বেলার দিকে বেশ নিরিবিলি থাকে। আর তাছাড়া যেহেতু বন্ধের দিন, তাই মোটামুটি আমরা খুব সহজেই কলেজের ভিতরে প্রবেশ করতে পেরেছি। কারণ এখন আর আগের মতো লোহার গেট প্রতিনিয়ত লাগানো থাকে না। যেহেতু বড় রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, তাই মূলত আগের গেটটা ভেঙে ফেলে দেওয়া হয়েছে। হয়তো সেই সুযোগেই আমরা ভিতরে প্রবেশ করতে পেরেছি এবং সেখানে গিয়ে কিছুটা সময় কাটাতে পেরেছি।

এই যান্ত্রিক শহরে আমার মত অনেকেই এদিক সেদিক ছুটির দিনে ঘুরে বেড়ায় আর তাছাড়া সব থেকে বড় ব্যাপার হচ্ছে, পার্শ্ববর্তী স্থানীয় কিশোর ছেলেরা এখানে এসে বিকাল করে খেলাধুলা করতে পারছে, বলা যায় একদিক থেকে তাদের কাছে গেটটা ভেঙে ফেলে দেওয়াতে ভালোই হয়েছে।

Screenshot_20230520_005426_Gallery.jpg

20230519_172123.jpg

20230519_172110.jpg

20230519_172028.jpg

20230519_172016.jpg

20230519_171934.jpg

20230519_171836.jpg

আজ অনেকটা দিন পরে ক্রিকেট ব্যাট হাতে নিয়েছিলাম এবং চেষ্টা করেছিলাম কিছুটা অতীতে ফিরে যাওয়ার জন্য। তবে এক্ষেত্রে আমি ব্যর্থ হয়েছি। কারণ সেই কিশোর ছেলেরা এত দ্রুত ও জোরে বল করেছিল যে আমি ব্যাটেই বল লাগাতে পারিনি এবং একবার তো বলটা এসে আমার পেটে লেগেছিল। এখন বুঝতে পারছি, বয়স যে আমার দিন দিন বাড়ছে আর তাতেই চর্চার অভাবে অনেক কিছুই ভুলে যাচ্ছি।

পরিবার নিয়ে কিছুটা সময় মুক্ত পরিবেশে বিচরণ করতে পেরে, এক কথায় আমার কাছে ভালোই লেগেছিল। আর তাছাড়া আমার স্ত্রী ও বাবু দুজনেই বেশ খুশিই হয়েছিল। কারণ তারাও নিজেদের মতো করে সময় কাটাচ্ছিল এই ফাঁকা জায়গাতে এসে। সত্যি বলতে গেলে কি, এমন সময় খুবই দরকার সপ্তাহ শেষে।

কেন এমন সময় দরকার, তার হয়তো সঠিক ব্যাখ্যা আমার জানা নেই। তবে আমি এতোটুকু বলতে পারি, মানসিকভাবে নিজেকে প্রফুল্ল রাখার জন্য এবং কাজে পুনরায় মনোনিবেশ করতে এবং পরিবারের ভিতর নিজেদের সম্পর্কটাকে আরো দৃঢ় করতে, এই টুকটাক ঘোরাফেরা অনেকটাই কাজে দেয়। সর্বোপরি আজকের এই ছুটির দিনের বিকেলটা আমার কাছে বেশ ভালই কেটেছে।

Banner-15.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

যান্ত্রিক শহরে বসবাস করতে করতে আমরাও নিজেরাও যান্ত্রিক হয়ে যাচ্ছি। সবকিছু থেকে বেরিয়ে এভাবে যদি মাঝে মাঝে একটু সময় কাটানো যায় তাহলে অনেক ভালো লাগে। ভাইয়া আপনি বিকেলবেলায় সবাইকে নিয়ে বাহিরে বের হয়েছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনার সুন্দর ও সাবলীল মন্তব্যের কাছে। শুভেচ্ছা রইল আপনার জন্য। 🙏

 last year 

বেশি দূর না গেলেও অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন পরিবারকে নিয়ে। প্রিয় মানুষগুলোর সাথে পথে যখন দেখা হয় সত্যিই ভালো লাগে। আপনার মোখলেস ভাইয়ের কাছ থেকে লেবু কিনেছেন যেটা দেখে অনেক ভালো লাগলো তাছাড়া অনেক দিন পর ক্রিকেট খেলার জন্য ব্যাট হাতে তুলে নিলেন আসলে এই মুহূর্তগুলো পিছনের স্মৃতি বিজড়িত অতীত টেনে আনে অনেক ভালো লাগলো।

 last year 

ক্রিকেট ব্যাট হাতে নিয়ে খেলতে পারিনি, বলা যায় চর্চার অভাবে। তবে সময়টা বেশ ভালোই কেটেছিল ভাই ।

 last year 

আসলে অনেকদিন পর এরকম বাইরে খোলা পরিবেশে বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে তারা বেশ আনন্দ করে । যদিও সবার সময় হয়ে ওঠে না তবুও আমার মনে হয় সবারই সপ্তাহে একদিন অন্তত বাইরে বাচ্চাদের নিয়ে বের হওয়া উচিত । এতে করে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বেশ ভালো হয় । তাছাড়া যান্ত্রিক পরিবেশে শত ব্যস্ততার মাঝে থেকে সময় করে একটু প্রকৃতির সংস্পর্শে গেলে নিজের কাছেও মানসিক প্রশান্তি খুঁজে পাওয়া যায়।ধন্যবাদ ভাইয়া ।

 last year 

একদম ঠিক কথা বলেছেন আপু, এই জন্যই সেদিন চেষ্টা করেছিলাম কিছুটা সময় এদিক সেদিক ঘুরে বেড়ানোর জন্য।

 last year 

বেশ অনেকটা দিন পর পরিবার নিয়ে বাহিরে গেলেন। তাও আবার দু ঘন্টার জন্য রিক্সা ভাড়া করে। মাঝে মাঝে বাহিরে যাওয়া ভালো। লেবু গুলো দেখতে বেশ রসালো মনে হলো। তা ভাইয়া ক্রিকেট হাতে আপনাকে কিন্তু একেবারে ক্রিকেটারের মতই মনে হচিছলো। বেশ ভালো লাগলো আজকের পোস্টের সব কিছু।

 last year 

খেলতে গিয়ে বেশ ব্যথা পেয়েছিলাম আপু, এটা সত্য লেবুগুলো আসলেই বেশ তরতাজা ও ভালো।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64186.90
ETH 2759.80
USDT 1.00
SBD 2.66