You are viewing a single comment's thread from:

RE: অতিরিক্ত অস্থিরতায় সম্ভাবনাসমূহ ঢেকে দেয় অন্ধকারে

আর এই অস্থিরতার কারণে আমরা যেমন কাজের প্রতি সঠিক মনোযোগ দিতে ব্যর্থ হই, ঠিক তেমনি নানা ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা তৈরী হতে থাকে আমাদের মনের মাঝে। আর একটা বিষয় ইতিবাচক চিন্তা যেমন আমাদের মানসিকতাকে সুদৃঢ় করে এবং ভালো কিছু করার ক্ষেত্রে অনুপ্রাণিত করে ঠিক তেমনিভাবে নেগেটিভ চিন্তাগুলো আমাদের আরো বেশী অস্থির করে তোলে এবং ভুল সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করে।

ভাইয়া পুরাটা পরলাম মানুষ যখন অস্থিরতায় ভোগে তখন সে কি করবে বুজে ঊঠতে পারে না৷ এই জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বেসি অস্থির হওয়া যাবে না সাপোর্টে পাচ্ছি না বলেই যে অস্থির হতে হবে বিষয়টি তেমন না আল্লাহ তায়ালা সবার মাঝে কিছু না কিছু সৃজনশীল মেধা দিয়ে দিয়েছেন সেটা কাজে লাগান অবশ্যই সফলতা আসবেই। আমার বাংলা ব্লগ এখন এবিবি স্কুল এ অনেক সুন্দর করে ক্লাস করান আমাদের শ্রদ্ধেয় প্রফেসররা তারা খুবই কেয়ারফুল নতুব ইউজার এই ক্লাস করলে আশা করি বিফলে যাবে না। শুভকামনা ভাইয়া অনেকসুন্দর লিখেছেন।

Sort:  
 3 years ago 

যথার্থ বলেছেন আপনি, প্রতিটি মানুষের মাঝেই কিছুটা বৈচিত্যময় বিষয় থাকে, সবাই উচিত ধীরে ধীরে সেটার পুর্ণ ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করা। ধন্যবাদ

ভালোবাসা নিবেন ভাই💓💓💓

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68201.16
ETH 2640.00
USDT 1.00
SBD 2.72