প্রজাপতি আকলাম " DIY Project "||10%- shy-fox🦊🦊

হ্যালো ,আসসালামুয়াইলাইকুম "আমার বাংলা ব্লগের" বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি প্রজাপতির ছবি আকবো, আশা করি সবার ভালো লাগবে তাইলে চলুন শুরু করা যাক।

20211027_144433.jpg

প্রয়োজনীয় উপকরণ :

  • পেন্সিল
  • সাইন পেন
  • নোট খাতা
  • স্কেল
  • কাটার
  • কলম
  • ডট পেন

ধাপ‌‌‌-1

20211027_141519.jpg

প্রথমে প্রয়োজনীয় উপকরণ নিলাম।

ধাপ‌‌‌-2

20211027_141753.jpg

প্রজাপতির বডির ছবি আকলাম।

ধাপ‌‌‌-3

20211027_142216.jpg

এবার প্রজাপতির এন্টেনা /শুর আকলাম।

ধাপ‌‌‌-4

20211027_142351.jpg

পাখা আকলাম।

ধাপ‌‌‌-5

20211027_142511.jpg

প্রথম পাখার পাশে গোল গোল ফোটা আকলাম

ধাপ‌‌‌-6

20211027_142627.jpg

ভালো করে আকলাম।

ধাপ‌‌‌-7

20211027_142734.jpg

গোল গোল ফোটার পরে আরেকটা ডিজাইন আকলাম।

ধাপ‌‌‌-8

20211027_142831.jpg

এবার তৃতীয় ডিজাইন আকলাম

ধাপ‌‌‌-9

20211027_143652.jpg

এবার দ্বিতীয় পাখায় ডিজাইন আকলাম

ধাপ‌‌‌-10

20211027_143838.jpg

পাখায় আবার নতুন একটা ডিজাইন আকলাম

ধাপ‌‌‌-11

20211027_144112.jpg

তৃতীয় ডানায় নতুন ডিজাইন আকলাম

ধাপ‌‌‌-12

20211027_144342.jpg

শেষের পাখায় ডিজাইনে আকলাম

ধাপ‌‌‌-13

20211027_144345.jpg

ফিনিশিং দিলাম এবার

ধাপ‌‌‌-14

20211027_144427.jpg

আকাটা পুরাটা চেক করলাম, ঠিক আছে কিনা ।

ধাপ‌‌‌-15

20211027_144433.jpg

পচিশেষে আমার প্রজাপতির ছবি আকলাম, এবং আবার ইউজার দিলাম।

এইছিলো আমার প্রজাপতির আকা ছবি৷ কেমন লাগছে কমেন্ট করে জানান, আশা করি সবার ভালো লাগবে।

আমার পরিচয়

1509548050117_1509537120483.JPG

আমার নাম শফিকুল ইসলাম শুভ। আমি বাংলাদেশ থেকে বলছি৷ আমি অনার্স ৪র্থ বর্ষ পড়াশুনা করি। আমার বাসা নড়াইল জেলায়।ইনশা আল্লাহ''আমার বাংলা ব্লগ ""এ আরো ভালো কিছু করার চেষ্টা করবো ,ভিন্ন কিছু করার প্রচেষ্টায় আছি, ইউনিক কনটেন্ট নিয়ে কাজ করবো "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে | আপনাদের সাপোর্ট পেলে,বহুদূর যেতে পারবো। আমার জন্য দুয়া করবেন।

অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো। ❤️❤️❤️

ইতি

শফিকুল শুভ

Sort:  
 3 years ago 

ওয়াও শুভ ভাই কি দারুন একেছেন। পেন্সিল দিয়ে এতো সুন্দর নিখুত অংকন আমার তো খুব খুবই ভালো লেগেছে।ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

অনেক অনেক ধন্যবাদ আশিক ভাই।ভালোবাসা নিবেন 💓💓💓

 3 years ago 

আপনার চিত্রকর্মটি খুব সুন্দর হয়েছে। ধাপগুলো আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক অনেক ধন্যবাদ ভাই

কি অসাধারণ।মনোমুগ্ধকর এঁকেছেন ভাই। আসলে প্রতিটি ধাপ খুব সুন্দর করে সাজিয়েছেন খুবই ভালো লাগছে। শুভ কামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64453.36
ETH 3507.44
USDT 1.00
SBD 2.56