কবিগুরু বরীন্দ্রনাথ ঠাকুরের স্কেচ(Diy Event) || ১০%shy-fox

হ্যালো ,আসসালামুয়াইলাইকুম "আমার বাংলা ব্লগের" বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে কবিগুরু বরীন্দ্রনাথ ঠাকুরের স্কেচ আকবো আশা করি সবার ভালো লাগবে৷রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে কলকাতায় ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গল্প,ছোটগল্প, উপন্যাস লিখেছেন। আমাদের বাংলাদেশের জাতীয় সংগীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ।তিনি ১৯৪১ সালে মারা যায়।

20211119_113051.jpg

প্রয়োজনীয় উপকরণ :

  • পেন্সিল
  • সাইন পেন
  • নোট খাতা
  • স্কেল
  • কাটার
  • কলম
  • ডট পেন

ধাপ‌‌‌-1

20211119_105931.jpg

প্রথমে প্রয়োজনীয় উপকরণ নিলাম।

ধাপ‌‌‌-2

20211119_110108.jpg

নাক আঁকলাম

ধাপ‌‌‌-3

20211119_110256.jpg

চোখ আঁকলাম

ধাপ‌‌‌-4

20211119_110524.jpg

ভ্রু আঁকলাম

ধাপ‌‌‌-5

20211119_110610.jpg

গোফ আঁকলাম

ধাপ‌‌‌-6

20211119_110836.jpg

ভালো করে গোফ আঁকলাম

ধাপ‌‌‌-7

20211119_111055.jpg

চুল আকলাম

ধাপ‌‌‌-8

20211119_111204.jpg

দাড়ি আঁকলাম

ধাপ‌‌‌-9

20211119_111419.jpg

পেন্সিল এর কালো অংশ কাটার দিয়ে কাটলাম

ধাপ‌‌‌-10

20211119_111452.jpg

কটন বাড দিয়ে মুখ আঁকলাম

ধাপ‌‌‌-11

20211119_111836.jpg

ভালো করে মুখে কালো করলাম

ধাপ‌‌‌-12

20211119_112157(0).jpg

দাড়িতে খোচা খোচা দাগ দিলাম

ধাপ‌‌‌-13

20211119_112157.jpg

ভালো করে দাড়ি আঁকলাম

ধাপ‌‌‌-14

20211119_112659.jpg

মাথার চুল আকলাম

ধাপ‌‌‌-15

20211119_112753.jpg

এবার একটা চাদর এর ছবি আঁকলাম

ধাপ‌‌‌-16

20211119_113032.jpg

সব জাইগায় ভালো করে আকলাম

ধাপ‌‌‌-17

20211119_113051.jpg

অবশেষে হয়ে গেলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর স্কেচ এবং আমার ইউজার আইডি লিখলাম৷

https://what3words.com/drives.saunas.grinders

এইতো এই ছিলো আমার রবীন্দ্রনাথ ঠাকুর এর স্কেচ, জানিনা কেমন হয়েছে,কেমন লেগেছে কমেন্ট করে জানান।আপনাদের অনুপ্রেরণা পেলে আরো ভালো কিছু করবো। ভালোবাসার আমার বাংলা ব্লগ ☘️💓

আমার পরিচয়

IMG_1024.JPG

আমার নাম শফিকুল ইসলাম শুভ। আমি বাংলাদেশ থেকে বলছি৷ আমি অনার্স ৪র্থ বর্ষ পড়াশুনা করি। আমার বাসা নড়াইল জেলায়।ইনশা আল্লাহ''আমার বাংলা ব্লগ ""এ আরো ভালো কিছু করার চেষ্টা করবো ,ভিন্ন কিছু করার প্রচেষ্টায় আছি, ইউনিক কনটেন্ট নিয়ে কাজ করবো "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে | আপনাদের সাপোর্ট পেলে,বহুদূর যেতে পারবো। আমার জন্য দুয়া করবেন।

অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো। ❤️❤️❤️

ইতি

শফিকুল ইসলাম শুভ।

Sort:  
 3 years ago 

খুব সুন্দর ভাবে পেন্সিল স্কেচ তৈরি করলেন। তাও আবার রবীন্দ্রনাথ ঠাকুরের পেন্সিল স্কেচ । খুবই সুন্দর হয়েছে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের পেন্সিল স্কেচ অংকন। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে অঙ্কন করে দেখিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের স্কেচ অংকন করার জন্য। ভালো থাকবেন ভাইয়া।

অনেক অনেক ধন্যবাদ আপু💓💓💓

 3 years ago 

আপনার অংকটি সত্যিই অসাধারণ হয়েছে। এবং সব থেকে ভালো লেগেছে দাড়ির খোঁচা খোঁচা দাগ দেওয়ার বিষয়টি। আপনার জন্য রইল শুভকামনা। এভাবেই কাজ করবেন ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাবে

দোয়া করবেন ভাই, ভালোবাসা নিবেন 💓💓💓

 3 years ago 

জাস্ট অসাধারণ ভাইয়া আপনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক সুন্দর একটি স্কেচ অঙ্কন করেছেন যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে চেষ্টা করতে থাকুন অবশ্যই একদিন আপনি অনেক ভাল একজন আর্টিস্ট হতে পারবেন আপনার জন্য শুভকামনা রইল

অনেক অনেক ধরা প্রিয় ভাই💓💓💓

 3 years ago 

রবীন্দ্রনাথ ঠাকুরের পেন্সিল স্কেচ টা বেশ ভালো একেছেন ভাই। সুন্দর লাগছে। তবে কেন জানি মনে হচ্ছে রবীন্দ্রনাথের মন খারাপ। হয় তো তার নোবেলটা চুরি হয়ে গেছে এটা সে জেনে গেছে হাহাহা।

১৮৬১ সালে কলকাতায় ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করেন।

আমি যতদুর জানি উনি কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ব্রাক্ষণ এবং ঠাকুর কী এক??? এটা আমি সঠিক জানি না।।

ভাইয়া অনেক অনেক ধন্যবাদ।
আমিও সঠিক জানি না ভাইয়া ঠাকুর আর ব্রাক্ষণ এক জিনিস কিনা

 3 years ago 

এটা সত্যিই একটি আশ্চর্যজনক বিষয়। একদম অরিজিনাল রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্র অঙ্কন করেছেন পেন্সিল এর সাহায্যে। একদম নিখুঁত যাকে বলে।

সবথেকে ভালো লেগেছে উপস্থাপনা বিষয়গুলো। যেটি প্রতিটি পর্যায়ে তুলে ধরেছেন সুন্দর করে।

অনেক অনেক ভালো লেগেছে

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই💓💓💓

 3 years ago 

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আপনি অঙ্কন করেছেন। আমার অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। দেখার মত ছিল। আপনার অঙ্কনের হাত খুব ভাল। আপনার জন্য শুভকামনা রইল। আমরা আরো সামনে ভালো কিছু অংকন দেকতে চাই

ইনশাআল্লাহ দেখতে পাবেন। 💓💓

বাহ ভাইয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর একটা অংকন করেছেন আপনি। সত্যি অনেক সুন্দর হয়েছে আপনার অংকন। অনেক কষ্ট তার সাথে কাজটি করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে। প্রত্যেকটা ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

ভালোবাসা রইলো প্রিয় ভাই💓💓💓

 3 years ago 

রবীন্দ্রনাথ ঠাকুর আমার সবচেয়ে প্রিয় একটি কবি। আমার প্রিয় কবির পেইন্টিংটি দেখে আমার হৃদয় স্পর্শ করে কেন। অসাধারণ পেন্টিং ছিল ভাইয়া। একদম প্রফেশনাল লেভেলের পেন্টিং হয়েছে সেইসাথে আপনি পোস্ট গুলো অনেক গুছিয়ে লেখার চেষ্টা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য দোয়া করি আরও এগিয়ে যান।

অনেক অনেক ধন্যবাদ ভাই 💓💓💓💓

 3 years ago 

আপনিতো খুব সুন্দর পেন্সিল নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের স্কেচ অঙ্কন করেছেন। অনেক দক্ষতার সাথে নিখুঁতভাবে অঙ্কন করেছেন। এবং প্রত্যেকটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করে দেখিয়েছেন অনেক শুভকামনা রইল আপনার জন্য।

অনেক অনেক ধন্যবাদ দিদি💓💓

 3 years ago 

অনেক বিস্তারিত স্টেপ দেখিয়েছেন। কবিগুরুকে দেখে ভাল লাগছে। ধন্যবাদ

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া,ভালোবাসা নিবেন💓💓💓

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.028
BTC 57297.27
ETH 3101.41
USDT 1.00
SBD 2.41