শখের ফটোগ্রাফি পর্ব -১১(রেনডম ফটোগ্রাফি)💗🌼🌻 ||১০% shy-fox
বাংলা মাসের -- ৫ই পৌষ | ১৪২৮ বঙ্গাব্দ | সোমবার |
প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন রঙ্গন ফুল, এটি দেখতে অসম্ভব সুন্দর একটি গুল, রঙ্গন ফুল লাল রংয়ের হয়ে থাকে। এটি বাসা বাড়ির সৌন্দর্য বর্ধনে লাগানো হয়ে থাকে।
এই ফুলের নাম জানি না, কিন্তু দেখতে অদ্ভুত সুন্দর। আমাদের ইউনিভার্সিটির হলের পাশে থেকে তোলা।
এটি একটি জবা ফুল। জবা ফুল দেখতে সবারি ভালো লাগে। জবা ফুল অনেক ধরনের হয়ে থাকে।এটি লাল প্রজাতির ভেরাইটি। জবা ফুলের অনেক ওষুধি গুনাবলি আছে। জবা ফুল সর্দি-কাশিতে ফুলের রস পানিতে মিশালে রোগী সুস্থ হয়ে যায়। এবং চুল পড়া কমিয়ে আনে।
এটি একটি গাধা ফুলের চারা , গাধা ফুল দেখতে অনেক সুন্দর। এটি হলুদ, লাল রংয়ের হয়ে থাকে।
এই ফুলের নাম এলামেন্ডা ফুল, অসম্ভব সুন্দর দেখতে, এটি হলুদ রঙের হয়ে থাকে।আমার ইউনিভার্সিটির হলের সামনে থেকে তোলা।
এটি একটি কদবেল গাছের পাতার ছবি, পাতায় নাইট্রোজেনের অভাবে হলুদ হয়ে গেছে। এমন কেউ নাই যে কদবেল পছন্দ না করেন। কদবেল এ প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে।এইতো এইছিলো আমার আজকের ফটোগ্রাফি পার্ট, আশা করি সবার ভালো লেগেছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাইলে ক্ষমার দৃষ্টিতে দেকবেন।আজ ভালো থাকবেন ইনশাআল্লাহ অন্য দিন আরো ভালো ফটোগ্রাফির পর্ব নিয়ে হাজির হবো। 🌼🌼🌼💗💗💗💗
আমার পরিচয়
বাহ ভাইয়া অনেক সুন্দর একটা পোস্ট নিয়ে হাজির হয়েছেন আপনি। ফটোগ্রাফি করাটা আসলে অনেকের শখের হয়ে থাকে। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ভাবে ক্যাপশন করেছেন আপনি। প্রত্যেকটা ফটোগ্রাফি যেন মন ছুয়ে যাওয়ার মত। ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া🥰🥰
ভাই অসাধারণ ফটোগ্রাফি। প্রতিটি ছবি অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। আপনার ফটোগ্রাফি একদম প্রফেশনাল লেভেলের। আপনার জন্য শুভকামনা ভাই।
অনেক অনেক ধন্যবাদ কাকন ভাই😍😍😍
খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফির প্রতিটি ছবি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। প্রতিটি ফটোগ্রাফের বর্ণনাগুলো খুবই চমৎকার হয়েছে। আমার কাছে জবাফুলের ফটোগ্রাফি সবচাইতে বেশি ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।