বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আঁকলাম ||১০%shy-fox💗💗

আসসালামু আলাইকুম


আমার বাংলা ব্লগ কমিউনিটি বন্ধুরা কেমন আছেন সবাই।
আমি@shuvo2030 বাংলাদেশের নাগরিক।

**আজ - শুক্রবার, ২রা পৌষ | ১৪২৮ বঙ্গাব্দ | শুক্রবার | **


GridArt_20211216_121035130.jpg

হ্যালো ,আসসালামুয়াইলাইকুম "আমার বাংলা ব্লগের" বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্কেচ আকবো, আশা করি সবার ভালো লাগবে। তাইলে চলুন শুরু করা যাক কিভাবে আমি স্কেচ করি।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু কথা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন জাতির জনক বা জাতির পিতা হিসাবে অভিহিত করা হয়েছে। তিনি গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯২০ সালে জন্যে করেন এবং ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট পাক বাহিনীর হাতে মারা যায়। তিনি ছিলেন বাংলাদেশর প্রথম রাষ্টপতি।

প্রয়োজনীয় উপকরণ :

  • পেন্সিল
  • সাইন পেন
  • নোট খাতা
  • স্কেল
  • কাটার
  • ডট পেন


ধাপ-1

20211203_110331.jpg

প্রথমে প্রয়োজনীয় উপকরণ নিলাম।



ধাপ-2

20211203_110550.jpg

২১ টি ফোটা দিলাম



ধাপ-3

20211203_110715.jpg

এবার চশমা আকার ট্রাই করলাম



ধাপ-4

20211203_111032.jpg

চশমার ফ্রেম আঁকলাম



ধাপ-5

20211203_111312.jpg

চশমা আকা শেষ হলো, এবার নাক এবং মোচ আঁকলাম



ধাপ-6

20211203_111432.jpg

এবার কান আকলাম



ধাপ-7

20211203_111641.jpg

এবার চুল আকলাম



ধাপ-8

20211203_111934.jpg

ডট পেন দিয়ে চুল ভালো করে আকলাম, এবং ঠোট আঁকলাম



ধাপ-9

20211203_112038.jpg

এবার কোটি আকবো



ধাপ-10

20211203_112518.jpg

ভালো করে ডট পেন দিয়ে কান, নাক, চুল আকলাম



ধাপ-11

20211203_112756.jpg

গলার দিকে আঁকলাম এবার



ধাপ-12

20211203_113113.jpg

এবার কোটির অংশ টুকু আঁকলাম



ধাপ-13

20211203_113529.jpg

তারপর ডট পেন দিয়ে কালো করলাম কোটির কালার যেহেতু বঙ্গবন্ধু কালো কোটি পরিধান করতো।


ধাপ-14

20211203_113537.jpg

এবার আমার ইউজার নেম লিখবো


ধাপ-15

20211203_113552.jpg

What's 3 Word Location

এবং ফাইনালি আকা শেষ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্কেচ, আশা করি সবার ভালো লাগবে, একটা কথা বলে রাখি আমি তেমন আকতে পারি না যতটুকু শিখছি আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য শিখছি৷ হইতো একটু আকাবাকা হয়েছে স্কেচ, সবাই ক্ষমার দৃষ্টিতে সেখবেন। যদি কারো ভালো লেগে থাকে তাইলে অবশ্যই কমেন্ট,

Diy Projectবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্কেচ
আর্ট@shuvo2030
লোকেশনhttps://what3words.com/precedents.locusts.tempers

images_1.png

আমার পরিচয়

_MG_1547.JPG

আমার নাম শফিকুল ইসলাম শুভ। আমি বাংলাদেশ থেকে বলছি৷ আমি অনার্স ৪র্থ বর্ষ পড়াশুনা করি। আমার বাসা নড়াইল জেলায়।ইনশা আল্লাহ''আমার বাংলা ব্লগ ""এ আরো ভালো কিছু করার চেষ্টা করবো ,ভিন্ন কিছু করার প্রচেষ্টায় আছি, ইউনিক কনটেন্ট নিয়ে কাজ করবো "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে | আপনাদের সাপোর্ট পেলে,বহুদূর যেতে পারবো। আমার জন্য দুয়া করবেন।

-cover_copy.png

images_1.png

standard_Discord_Zip.gif

অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো। ❤️❤️❤️
ইতি
শফিকুল ইসলাম শুভ।

Sort:  
 3 years ago 

আমার প্রিয় ব্যাক্তিত্ব এবং আমাদের দেশনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুন্দর ছবি এঁকেছেন।ছবি কেমন হলো তার থেকে বড় বিষয় আপনার প্রচেষ্টা।সুন্দরভাবে অঙ্কনের চেষ্টা করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

অনেক অনেক ধন্যবাদ দিপু ভাই💗💗💗

 3 years ago 
অনেক ভালো লাগছে আপনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্র এঁকেছেন। আসলেই দেখার মত ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আসলেই ভাইয়া। 16 ডিসেম্বর আমাদের গর্বের একটি দিন যার কারণে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করতে পারছি। যার মাধ্যমে আমাদের এতকিছু খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই 💗💗🌼🌼🌼

 3 years ago 

আপনি খুবই সুন্দরভাবে শেখ মুজিবুর রহমানের চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্র অংকনটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এই চিত্রটি অঙ্কন করা আমি শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।

অনেক অনেক ধন্যবাদ প্রিয় রায়হান ভাই💗💗🌼🌼

ওয়াও আপনি অনেক সুন্দর করে শেখ মুজিবর রহমানকে আঁকছেন।দেখতে বেশ ভালো লাগছে।আর্টের সাথে সাথে উপস্থাপনা অনেক সুন্দর ।অনেক ধন্যবাদ এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ দাদা🥰🥰🥰

 3 years ago 

অসাধারণ এঁকেছেন ভাই। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে চিত্রটি এঁকেছেন। আশা করি সামনে আরো সুন্দর চিত্র আমাদের উপহার দিবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

অনেক অনেক ধন্যবাদ কাকন ভাই😍😍😍

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74