সুন্দরবনের স্মৃতি পর্ব-১ এবং ফটোগ্রাফি || ১০% shy-fox

হেলো আসসালামুআলাইকুম কেমন আছেন আমার বাংলা ব্লগ কমিউনিটির বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।আজকে আপনাদের মাঝে আমি আমার জীবনের কিছু সেরা মুহুর্ত সুন্দরবন ট্যুরের স্মৃতি এবং ফটোগ্রাফি শেয়ার করবো আশা করবো সবার ভালো লাগবে। তাইলে চলুন শুরু করা যাক।

IMG_4424.JPG

তারিখ- ২০/২/২০১৯

আমাদের ইউনিভার্সিটি থেকে একটা ট্রাভেল গ্রুপ আছে, সেখান থেকে আমরা প্রায় 30 জন সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম রাতে বরিশাল থেকে বাসে উঠলাম সবাই।রাতে ট্রাভেল গ্রুপ থেকে খাবার বিতরণ করল তারপর রাত সাড়ে নয়টার দিকে বাস ছাড়লো আমরা ভোর সকাল ছয়টার সময় সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলে পৌঁছে গেলাম সেখানে একটা ট্রলার ভাড়া করা ছিল ট্রলারটি আল্লার নামে ছাড়লো।ট্রলার সুন্দরবনের ভিতরে ঢুকে পড়লে আমরা অনেক প্রকৃতি দেখলাম সুন্দরবনের অনেক মাছ দেখলাম, জেলি ফিস, সুন্দরবনের ভিতর জেলেরা মাছ ধরছে সেটা দেখলাম, অনেক হরিণ দেখলাম অস্থির একটা ট্যুর যাই হোক আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি আশাকরি অনেক ভালো লাগবে।আমরা সুন্দরবন যে যে পয়েন্ট এ গেছি অনেকের ভিতরে প্রবেশ করতে দেয় না, কারণ জলদস্যুর আক্রমণ হতে পারে এই জন্য আমাদের ২ জন গাইড ছিলো সাথে তারা আমাদের পথ প্রদর্শন দিয়েছিলো।

সুন্দরবন নিয়ে কিছু কথা

সুন্দরবনের মোট আয়তন ১০ হাজার বর্গ কিলোমিটার , বাংলাদেশের ভিতরে 6666 বর্গকিলোমিটার এবং বাকি অংশ হচ্ছে ভারতে রয়েছে। সুন্দরবনের প্রচুর পরিমাণে সুন্দরী গাছ রয়েছে লোকমুখে শোনা যায় এই সুন্দরী গাছ থেকেই সুন্দরবন নামকরণ করা হয়েছে। সুন্দরবন অঞ্চলে প্রায় ঘূর্ণিঝড় সিডর আইলা এগুলো আঘাত হানে সুন্দরবনের সুন্দরী গাছ এবং গেওয়া কেওড়া গাছ থাকায় এগুলো থেকে রক্ষা পায় বাংলাদেশের খুলনা সাতক্ষীরা এবং মংলা অঞ্চলে সুন্দরবন অবস্থিত বাংলাদেশের পটুয়াখালী এবং বরগুনা জেলায় কিছু অংশ রয়েছে সুন্দরবনের।


IMG_6004.JPG

আমাদের বাস, যে বাসে আমরা সুন্দরবন গেছি।


IMG_4435.JPG

জেলি ফিস, হইতো অনেকেই দেখেন নাই আগে। আমিও প্রথম দেখছি জীবনে।


IMG_4413.JPG

সুন্দরবনের পশুর নদী।


IMG_4414.JPG

প্রচুর গেওয়া, কেওড়া গাছ। এই গাছ আছে বলেই ঘূর্ণিঝড়, সিডর, আইলা থেকে রক্ষা পায় বাংলাদেশ ভারত।


IMG_4421.JPG

IMG_4424.JPG

সুন্দরবনের মাঝামাঝি জাইগাই।

IMG_4431.JPG

আমি সবাইকে ছবি তুলে দিচ্ছি।


IMG_4541.JPG

বাংলাদেশ কোস্টগার্ড এর জাহাজ।


IMG_4556.JPG

কাগাদোবেকি টহল ফাড়ির সামনে থেকে ছবি নিলাম।


IMG_4718.JPG

একটা বক খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে।


IMG_4445.JPG

একটা ভাংগা বাড়ি, নদী ভাংগনের ফলে বাড়িটি ভেংগে গেছে।


IMG_4455.JPG

একটি ছোট মাছ, নাম জানি না।


IMG_4540.JPG

কোস্টগার্ড জাহাজের পাশে একটি জেলেদের নৌকা।


IMG_4758.JPG

জেলেরা মাছ ধরছে জাল দিয়ে , লাল গেঞ্জী পরা কাকা অনেক খুশি অনেক মাছ পাইছে মনে হয় হাহা

IMG_4719.JPG

IMG_4720.JPG

IMG_4721.JPG

IMG_4734.JPG

সাদা বকটি উড়ে চলে যাচ্ছে।


IMG_4740.JPG

IMG_4742.JPG

জেলি ফিস।


IMG_4778.JPG

IMG_4756.JPG

অনেক রকমের মাছ পাইছে জেলেরা।


IMG_4757.JPG

IMG_4759.JPG

কতো কেজি ওজনের মাছ পাইছে মাপ দিচ্ছে।


IMG_4771.JPG

IMG_4773.JPG

মাছ ধরা শেষ চলে যাবার পালা


IMG_4774.JPG

Al picture are taken by Canon 700 D

What's 3 Word Location


এইতো এই হলো আমার সুন্দরবন ভ্রমনের একাংশ, পরের আংশ সামনের দিন দিবো ইনশাআল্লাহ। কেমন লাগলো কমেন্ট করে জানান,আপনাদের অনুপ্রেরণা পেলে আরো ভালো কিছু করার উৎসাহ বাড়ে।

আমার পরিচয়

IMG_20190315_220500.jpg

আমার নাম শফিকুল ইসলাম শুভ। আমি বাংলাদেশ থেকে বলছি৷ আমি অনার্স ৪র্থ বর্ষ পড়াশুনা করি। আমার বাসা নড়াইল জেলায়।ইনশা আল্লাহ''আমার বাংলা ব্লগ ""এ আরো ভালো কিছু করার চেষ্টা করবো ,ভিন্ন কিছু করার প্রচেষ্টায় আছি, ইউনিক কনটেন্ট নিয়ে কাজ করবো "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে | আপনাদের সাপোর্ট পেলে,বহুদূর যেতে পারবো। আমার জন্য দুয়া করবেন।

অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো। ❤️❤️❤️

ইতি

শফিকুল ইসলাম শুভ।

Sort:  
 3 years ago 

অসাধারণ ভাই। সুন্দরবন এ ঘুড়তে গিয়ে অনেক সুন্দর একটি মুহুর্ত কাটিয়েছেন এবং আমাদের মাঝে আপনার কাটানো মুহূর্ত গুলো চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো জাষ্ট অসাধারণ। আমিও ১ বছর আগে গিয়েছিলাম খুবই সৃন্দর একটি জায়গা। শুভকামনা রইলো

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই💓💓💓

 3 years ago 

অনেক সুন্দর জায়গাটা,যাওয়ার খুব ইচ্ছে৷ ধন্যবাদ ভাইয়া সুন্দর মূহুর্ত শেয়ার করার জন্য।

হুম অনেক সুন্দর জাইগা, ধন্যবাদ মন্তব্য করার জন্য।

দারুন অভিজ্ঞতা শেয়ার করেছেন দাদা, খুবই ভালো লেগেছে। খুব সুন্দর ছিলো ফটোগ্রাফি। আপনি আসলেই খুব সুন্দর একটি পোষ্ট করেছেন। আমআর খুব ভাল্লাগে এসব। আপনার জন্য শুভকামনা রইলো।

অনেক অনেক ধন্যবাদ।

পরের অংশ আসবে ইনশাআল্লাহ।

 3 years ago 

সত্যি ভাইয়া এতো সুন্দর জায়গা আপনি না দেখালে মনে হয় বুঝতামনা সুন্দরবন এত সুন্দর। জেলেরা মাছ ধরছে। অনেক সুন্দর নদী। নদী ভাঙ্গনের ফলে ঘর ভেঙ্গে যাচ্ছে এবং এককথায় প্রকৃতিক পরিবেশ টা অসম্ভব সুন্দর ছিল। আপনার জন্য শুভকামনা রইল এবং আপনি দারুন ফটোগ্রাফি করেন

অনেক অনেক ভালোবাসা নিবেন রেজোয়ান ভাই।

 3 years ago 

সুন্দর বনে আপনি অনেক মজাদার মুহুর্ত কাটিয়েছেন।আমারো যাবার শখ আছে খুব দ্রুত যাব ইনশাআল্লাহ। জেলি ফিস এটা অনেক মারত্বক একটা মাছ আমি কথাও যেনো দেখেছিলাম।।

তবে সুন্দর বনে গেছেন সাবধানে ঘুরা ফেরা করুন ভাই আপনার জন্য শুভ কামনা রইলো।

অনেক অনেক ধন্যবাদ আশিক ভাই আপনার সুন্দর মন্তব্য করার জন্য 💓

 3 years ago 

সুন্দরবনের শুধু আমি শুনে গেলাম দেখা আর হল না। আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে সুন্দরবন দেখার সাধ টুকু ও কিছুটা হলেও মিটেছে। আপনি পোস্টটি অনেক সাজিয়ে গুছিয়ে লিখেছেন। এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন এত সুন্দর ফটোগ্রাফ গুলো। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

অনেক অনেক ধন্যবাদ রবিউল ভাইয়া৷
সুন্দরবন আসলে অনেক ভালো জাইগা না দেখলেই বোঝা যাবে না।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64453.36
ETH 3507.44
USDT 1.00
SBD 2.56