Sort:  
 2 years ago 

খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে মুরগির মাংসের কালো ভুনা রেসিপি শেয়ার করেছেন। মুরগির মাংসের কালো ভুনা রেসিপি আমার কাছে সব থেকে বেশি সুস্বাদু লাগে আপনার এই রেসিপিটি দেখে জিভে জল এসে গেল। সুন্দর উপস্থাপনার মাধ্যমে রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যা চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করার কিন্তু বিদুৎ চলে যাওয়ার কারনে কাজে বিঘ্ন ঘটেছে।

 2 years ago 

বাহ আপনার মুরগির মাংসের কালো ভুনা রেসিপি টি অসাধারণ হয়েছে। আমি খাসির মাংসের কালো ভুনা খেয়েছি। তবে মুরগির মাংসের কালো ভুনা এখনো খাওয়া হয়নি। আপনার রান্না দেখে শিখে নিলাম এখন থেকে এভাবে কালো ভুনা করে খেতে পারব।

 2 years ago 

আমি বাসায় খাসির মাংস খুব কম খাই হয় তো হাতে গোনা আমার জীবনে ৩ থেকে চার দিন হবে। মুরগির মাংস টাই খাই। এবার ভাবছি মাছের কালাভুনা তৈরী করবো। হ্যা ট্রাই করে দেখে জানাবেন। ভাল থাকবেন আপু।

 2 years ago 

ওয়াও ভাইয়া মুরগির মাংসের রেসিপি কালার টি দেখে নিজেকে আর সামলাতে পারছিনা। আপনি কি একা একা খাবেন ভাইয়া একটু দাওয়াত দিলেও তো হয়। একা একা খাবেন না পেট খারাপ করবে, মজা করলাম ভাইয়া মুরগির মাংসের কালা ভুনা রেসিপি দেখতে সত্যিই অনেক ভালো লাগছে। রেসিপি তৈরি প্রতিটি ধাপ আমার কাছে গোছানো লেগেছে। ধন্যবাদ

 2 years ago 

একা একা খাবো কি খাওয়া শেষ এবং খাবার জায়গা মত চলে গেছে। হি হি। গুছিয়ে করার চেষ্টা করেছি কিন্তু ভাল করতে পারিনি।

 2 years ago 

ভাইয়া আপনার বোনজামাই আসাতে খুবই সুস্বাদু একটি রেসিপি তৈরি করেছেন। না হলে তো নিরামিষ খেয়ে থাকতে হতো। মুরগির মাংসের কালাভুনার নাম আগে কখনো শুনিনি আজকে প্রথম শুনলাম। কিন্তু আপনার মুরগির মাংসের কালাভুনা দেখেই বোঝা যাচ্ছে যে খেতে অসম্ভব মজাদার হয়েছিল।

 2 years ago 

ইউটিউব যখন আছে তখন আর চিন্তা নেই একটু কষ্ট করে সার্চ দিলেই পেয়ে যাবেন নাম না জানা রেসিপির ডিব্বা। ভাল থাকবেন আপু।

 2 years ago 

দারুণ তো। মুরগির মাংসের কালা ভুনা রেসিপি বানানো শিখে গেলাম আপনার পোস্ট দেখে। আর এলোমেলো হলে হবে। একবারে যে ইউটিউব এর মতন হুবহু হতে হবে তা কিন্তু নয়। এমনি তেই কালার দেখে বুঝা যাচ্ছে আপনার রেসিপি অনেক স্বাদের হয়েছে।

 2 years ago 

তা ঠিক আমিও টেষ্ট করার জন্য যখন এক টুকরো নিলাম তখন রং দেখে মনে হয়েছে দারুন । খেয়ে দেখি সত্যি। কিন্তু এমন ও হয়েছে যে রং দেখে জীভে জল চলে এসেছে কিন্তু লবন পোড়া। হা হা।

 2 years ago 

আপনি খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। যেকোনো মাংসের কালো ভুনা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর ভাবে মুরগির কালো ভুনার রেসিপি তৈরি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আবারো ট্রাই করবো কিন্তু এবার লাল মুরগির কালাভুনা রান্নার চেষ্টা থাকবে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

মুরগির মাংসের কালো ভুনা কখনো খাওয়া হয়নি রান্না তো দূরের কথা। আপনি খুব সুন্দর ভাবে মুরগির মাংসের কালো ভুনা রান্না করার পদ্ধতি দেখিয়ে দিয়েছেন। ঠিকই বলেছেন বোনের জামাই বলে কথা একটু আমিষতো খাওয়াতেই হয় ।খুব সুন্দর করে রেসিপিটি শেয়ার করেছেন অনেক ভালো লাগলো।

 2 years ago 

তাহলে এবার ট্রাই করবেন । ভেবেছিলাম জামাই কে ডিম খাইয়ে কমপ্লিট করে দেই হি হি। তারপর ভাবলাম বেচারা আস্ত একটা মুরগি খেতে পারবেন না। হা হা। ধন্যবাদ আপু।

 2 years ago 

মুরগির মাংসের কালাভুনা হয় তা না দেখলে জানতাম না ।আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি স্টেপ উপস্থাপন করেছেন। এই কালারটি দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে। মনে হচ্ছে খুব ভালো হবে খেতে।দোয়া করি আপনার জন্য ।

 2 years ago 

পৃথিবীতে কত কিছু যে হয় তা আমিও ইউটিউবে সার্চ না দিলে জানতাম না । হি হি। ভাল থাকবেন শুভেচ্ছা রইল।

 2 years ago 

মুরগির মাংসের কালা ভুনা রেসিপি দেখলে মাথা ঠিক থাকে না। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে সব কিছু শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো দাদা। এমন খাবার তৈরি করলে দাওয়াত দিতে হয়। 😬

 2 years ago 

দাওয়াত দিবনে আবার যেদিন কালা ভুনা রান্না করবো। ভাল থাকবেন ভাই ।

 2 years ago 

এভাবে একা একা মুরগির মাংসের কালা ভুনা খাওয়া কি ঠিক দাদা 😁😁😁আমাদের রেখে এভাবে খাওয়া ঠিক না দারুন রেসিপি হয়েছে দাদা😍😍😍

 2 years ago 

এভাবে খাওয়ার মজাই আলাদা সবাই দেখবে কিন্তু খেতে পারবে না।শুধু লোভে জল পড়বে। হা হা।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.031
BTC 68526.92
ETH 3726.80
USDT 1.00
SBD 3.73