Sort:  
 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

দাদা, আপনার পাটি সাপটা পিঠা দেখে আমার খুব ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে পিঠা তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সহজ ছিলো। আমি মনে করি নিজেও এই পিঠা তৈরি করতে পারবো আপনার ধাপগুলো ফলো করে৷ আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

অবশ্যই পারবেন। আপনার জন্যও শুভকামনা রইল। পিঠা তৈরী করে খাবেন কিন্তু।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া পাটিসাপটা পিঠার মেইন বিশেষত্ব হলো পিঠার ভিতরের পুর আমার কাছে দুধের খিরের পিঠাটা অনেক বেশি মজা লাগে। আপনি খুব সুন্দর ভাবে পাটিসাপটা পিঠা তৈরি করেছেন। আপনার করাইতে দেওয়ার সাথে সাথে কত সুন্দর উঠে গেল অনেক সময় করাই এর সাথে লেগে যায় না উঠলে তার ভালো হয়না ।পিঠা গুলো দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও নিশ্চই অনেক মজা হয়েছে।

 3 years ago 

হ্যা খেতে মজার হয়েছে। সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু। ভাল থাকবেন।

 3 years ago 

পাটিসাপটা পিঠা খেতে আসলেই ভিশন মজার। বিশেষ করে এর ভেতরের পুর টার জন্য খেতে আরো বেশি মজার লাগে। আপনি অনেক সুন্দর ভাবে গুছিয়ে পুরো রেসিপি টি উপস্থাপন করেছেন ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

হ্যা পুর টাই আসল আর সেটি যদি খিরের হয় তাহলে তো কথাই নাই। ভাল থাকবেন। ধন্যবাদ।

 3 years ago 

শীতকালে পাটিসাপটা পিঠা খেতে খুবই ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে পাটিসাপটা পিঠা তৈরি করেছেন। আপনার এই পিঠা তৈরীর রেসিপি অসাধারণ হয়েছে ভাইয়া। দারুন একটি পিঠা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনার জন্যও রইল শুভকামনা। ভাল থাকবেন।

 3 years ago 

বাঙালি মানেই উৎসব প্রিয় জাতি। সারা বছর কোন না কোন উৎসব লেগেই থাকে যেমন এখন চলতেছে পিঠা উৎসব। আর পাটিসাপটা পিঠা আমার ভীষণ পছন্দের একটি পিঠা। আপনি খুবই চমকপ্রদভাবে ধাপে ধাপে পিঠা তৈরীর প্রক্রিয়া গুলো বর্ণনা করেছেন এবং খুব সুন্দর ভাবে সেগুলো উপস্থাপনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

 3 years ago 

পিঠা গ্রাম বাংলার ঐতিহ্য।অসম্ভব সুন্দর হয়েছে পাটিসাপটাগুলি👌।দক্ষ হাতের নিখুঁত পিঠা তৈরি যাকে বলে😊কিছু আমার জন্য পাঠিয়ে দিন দাদা,ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

যদি সম্ভব হতো তবে অবশ্যই পাঠিয়ে দিতাম বোন। চলে আসবেন বাংলাদেশে বেড়াতে। তখন খাওয়াবো। ধন্যবাদ।

দত্ত বাবু, মত্ত করল৷ পিঠে বানিয়ে। সুন্দর ছিল উপাস্থাপন ও স্বাদ।বড়ই মজা হলো ছিল খেতে। বাহ সুন্দর।

 3 years ago 

ছোট্ট কিন্তু অর্থবহ মন্তব্য । দারুন । এমন টিই তো চাই । ভাল থাকবেন। ধন্যবাদ।

আপনি আসলে মজার মাইন্ডের লোক।তাই সব কিছুতে মজা নেন।

 3 years ago 

শীতের সময় পাটিসাপটা রেসিপি খেতে খুবই মজাদার লাগে। কিছুদিন আগে আমার আম্মু এই রেসিপিটা তৈরি করেছিলেন খেতে খুবই সুস্বাদু হয়েছিল মনে হচ্ছে আপনার এই রেসিপিটা ও ঠিক তেমন সুস্বাদু হয়েছে । ধন্যবাদ আপনাকে একটি সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যা খেতে দারুন হয়েছিল। ধন্যবাদ। ভাল থাকবেন।

 3 years ago 

শীত মানেই তো পিঠা-পুলির উৎসব ।এই শীতে যে কত ধরনের পিঠা তৈরি করা হয় তা গুনে শেষ করা যাবে না ।আপনার পাটিসাপটা পিঠা রেসিপি টা খুবই সুন্দর হয়েছে ।সুন্দর ভাবে উপস্থাপন ও বর্ণনা করেছেন ।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

হ্যা শীতেই মানুষ পিঠা পুলি তৈরী করে কারন নতুন ধানের নতুন চালের গুড়া সাথে নতুন রসের নতুন গুড় সব মিলিয়ে একাকার। ভাল থাকবেন । ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও পাটিসাপটা দেখেই জিভে জল চলে আসলো। পাটিসাপটা খেতে অনেক ভালো লাগলো। পাটিসাপটা পিঠা রেসিপি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন।আপনার পাটিসাপটা পিঠা রেসিপি এত ভালো লাগলো বলে বোঝাতে পারবো না। পরবর্তী আরেকটা পিঠা রেসিপি দেখার জন্য অপেক্ষায় রইলাম।

 3 years ago 

ধন্যবাদ আপু । ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62716.82
ETH 2447.73
USDT 1.00
SBD 2.65