Sort:  
 3 years ago 

আমি জাস্ট অবাক হয়ে গেলাম আপনার এই প্রতিভা দেখে ।সত্যি বলতে গ্রামে যারা থাকে অনেকাংশেই দেখা যায় নেট এর সমস্যায় ভুগে কিন্তু আপনি যে সুন্দর একটি প্রক্রিয়া দেখিয়েছেন আশা করি অনেক অনেক অনেক মানুষের এতে করে উপকার হবে আপনাকে সত্যিই অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

হ্যা ভাই এটি খুবি ভাল ভাবে কাজ করে। আমি দীর্ঘদিন এভাবে ইন্টারনেট চালিয়েছি । বিশেষ করে যখন বাংলাদেশে জুম আলট্রা ছিল। যাই হোক যদি কারো উপকার হয় আমার এই পোষ্ট থেকে তাতেই আমি খুশি । ভাল থাকবেন। শুভেচ্ছা।

 3 years ago 

আপনি প্রচুর ক্রিয়েটিভ ভাই। বরাবরই ইউনিক ইউনিক কিছু না কিছু আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আর আজকের পোস্ট টি খুবই উপকারী হবে আমাদের জন্য। নেটওয়ার্কিং সমস্যা দূর করতে আপনার বানানো যন্ত্র টি দারুন কাজে দেবে আশা করছি। এভাবেই চালিয়ে যান ভাই। শুভেচ্ছা অবিরাম।

 3 years ago 

চেষ্টা করি মাত্র । সবাই বলে নেটওর্য়াক প্রবলেম তাই ভাবলাম নিজে যেভাবে নেটওর্য়াক প্রবলেম দূর করেছি এক সময় সেটি সেয়ার করি এই যা । যাই হোক ভাল থাকবেন। শুভেচ্ছা রইল ।

 3 years ago 

আমাদের গ্রামে আমি এই কাজটি করতে দেখেছি। তবে আজকাল আর একদম দেখা যায়না বললেই চলে কারণ আজকাল ঘরে ঘরে প্রযুক্তির বা সব কিছু অভাব নেই। আজকে অনেকদিন পর আপনার কাছে দেখলাম।আপনি আসলে খুব সুন্দর ভাবে তৈরি করেন এসব।

 3 years ago 

হ্যা কিন্তু সেটি ছিল টিভির এন্টেনা আপু যদিও বিষয়টি একি রকম। আর আজকাল ব্রডব্যান্ড ইন্টারনেট এর কারনে আর দেখা যায় না। তবে প্রযুক্তি যতই উন্নত হউক না কেন আমাদের নেটওর্য়াক আগের থেকে আরো ডাউন হয়েছে কারন হল ইউজার এর তুলনায় টাওয়ারের ফ্রিকুয়েন্সি কম থাকার কারনে। মোবাইল কোম্পানি গুলো তাদের নেটওয়ার্ক আপডেট করেনি যে কারনে এখনও প্রচুর নেটওর্য়াক দূর্বলতা রয়ে গেছে। তাছাড়া ৩জি এবং ৪জি এর ভেলকি দিয়ে পাবলিক কে বোকা বানাচ্ছে । যাই হোক ভাল থাকবেন। শুভেচ্ছা রইল আপু।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66121.65
ETH 3564.76
USDT 1.00
SBD 3.14