Sort:  
 2 years ago 

ভাই আপনি বিস্কিট ফ্যাক্টরিতে খুব সুন্দর একটা সময় কাটিয়েছেন। কখনো স্বচক্ষে বিস্কিট ফ্যাক্টরি দেখা হয়নি। আপনার পোষ্টের মাধ্যমে অনেক কিছু জেনেছে। যাইহোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দরে এই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

সময় টা ভালই কাটিয়েছি সত্যি। তবে আরো কিছক্ষন থাকতে পারলে ভাল হতো। কিন্তু হাতে সময় ছিল না বিধায় তাড়াতাড়ি বিদায় নিয়েছিলাম। আবারো যাবো আশা আছে।

 2 years ago 

এই ফ্যাক্টরিগুলো সবসময় বাইরে থেকে দেখেছি। কিন্তু কখনো ভেতরে ঢোকা হয়নি। আপনার কল্যানে ভিতরের দৃশ্য গুলি দেখতে পেলাম। কিন্তু শুনেছি সেখানকার পরিবেশ নাকি খুবই অস্বাস্থ্যকর থাকে। যদিও আপনার ছবি থেকে সেগুলি বোঝা যাচ্ছে না। পোস্টটি পড়ে মজা পেয়েছি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যা ভাই অস্বাস্থকর থাকে হয়তো কিছু কিছু ফ্যাক্টরিতে কিন্তু যখন অধিক তাপমাত্রায় বিস্কুট গুলো ঢুকানো হয় তখন সব জার্ম মরে যায়। হা হা। ভাল থাকবেন।

 2 years ago 

আমি অনেকদিন আগে একটি বিস্কিট ফ্যাক্টরিতে গিয়েছিলাম। ভিতরে বিস্কিট এর অনেক স্মেল ছিল। ভালই লাগছিল। আপনার মাধ্যোমেও আজ দেখতে পেলাম। ভাল ছিল দাদা। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

 2 years ago 

অভিজ্ঞতা আছে দেখছি । ভাল থাকবেন। ধন্যবাদ।

 2 years ago 

বিস্কুট কিংবা টোস্ট সবসময়ই বাসায় রাখা হয়, কিন্তু কখনোই এভাবে ফ্যাক্টরি গুলোতে দেখা হয়নি। আপনি আজকে খুব ভালোভাবেই ফ্যাক্টরির ভিতরে কিছু অংশ দেখালেন ভালো লাগলো। আপনি ঠিকই বলেছেন যে এই শেষে যে টোস্ট বিস্কুট রয়েছে সেটা আসলে খুবই শক্ত।

 2 years ago 

ওটা নলি টোষ্ট বলে । কাচা কাচা থাকে বলে ওগুলো খুবি শক্ত হয়। আগে খুবি মুচমুচে হতো। এখন ফ্যাক্টরির মালিক বলে মোবাইল আবিস্কার হওয়ার পর থেকে নাকি কর্মীরা ঠিক মত কাজ করে না । তাড়াহুড়ো করে নামিয়ে নেই বিস্কুট গুলো যে কারনে কাচা কাচা থাকে।

 2 years ago 

আমি অনেকবার বিস্কুট ফ্যাক্টরি তে গিয়েছি কিন্তু বিস্কুট ফ্যাক্টরি গন্ধ আমার কোনো রকমে সহ্য হয়না ।যেটা দেখে খাওয়ার ইচ্ছা থাকে না যাইহোক বিস্কুট ফ্যাক্টরি থেকে কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করলেন ভালো লাগলো।

 2 years ago 

আমি তেমন কিছু দেখতে পাই নি এই ফ্যাক্টরিতে যেটা দেখে খাওয়ার ইচ্ছা উবে যাবে। সব কিছুই পরিস্কার পরিছন্ন মনে হয়েছে। ধন্যবাদ।

 2 years ago 

প্রথম ছবিটা দেখে ভেবেছিলাম ফ্রেন্স ফ্রাই 😛
বিস্কুট ফ্যাক্টরি ভেতর থেকে কখনই দেখিনি। আপনার পোস্ট থেকে দেখে নিলাম এবং দেখে ভালই লাগলো।
দোকানের তুলনায় ফ্যাক্টরিতে দাম কম হওয়াটাই স্বাভাবিক। অনেক মজা করেছেন বিস্কুট ফ্যাক্টরি তে বুঝতে পারলাম, আমিও আপনার পোস্টটি দেখে ভালই মজা পেলাম। ধন্যবাদ দাদা।

 2 years ago 

হ্যা কিছুটা তো মজা হয়েছে। বেশ এনজয় করেছি । দাম কিছুটা কম বিধায় আবারো হানা দেবো ওখানে। ভাল থাকবেন আপু।

 2 years ago 

টোস্ট গুলো খুস সরু লাগছে দেখতে। নাকি ছবিটাই ঐভাবে তোলা হয়েছে?

বেকারির বিস্কুটের আলাদাই স্বাদ। আমার সবচাইতে পছন্দের ছোটো জিরা বিস্কুটটা।

 2 years ago (edited)

দাদা এটা টোষ্টের থিক নেস। এটা লম্বা মোটামুটি ৪ ইঞ্চি এবং চওড়া ২ ইঞ্চি মতন। ঠিক বলেছেন বেকারীর বিস্কুট এর স্বাদ দারুন হয়।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69020.66
ETH 3731.25
USDT 1.00
SBD 3.65