Sort:  
 3 years ago 

দাদা পিঠা উৎসবের বিভিন্ন ধরনের পিঠা পুলির ফটোগ্রাফি গুলো দেখে মন ভরে গেল। অতি চমৎকার হবে আপনি আপনার পোস্টটি উপস্থাপন করেছেন এবং আপনার পোস্টে বিভিন্ন পিঠা পুলির দাম উল্লেখ করেছেন। আমাদের দেশের বেশ কয়েকটি ঐতিহ্যবাহী পিঠার ফটোগ্রাফি দেখে আমার খুবই ভালো লেগেছে। অতি সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার।

 3 years ago 

শুধু মন ভরলে চলবে খেতেও হবে বুঝলেন ভাই। সুন্দর একটি মন্তব্য ভাল লাগলো ধন্যবাদ।

 3 years ago 

দাদা, দিলেন তো লোভ লাগিয়ে আমায়।আমি আগেই বলেছি শীতকাল মানে ভ্রমণ ও খেয়ে মজা।এত হরেক রকমের পিঠা দেখে খেতে মন চাইছে।দারুন সময় কাটিয়েছেন আপনি।

দাদা আপনি কয় প্রকার পিঠা খেয়েছেন?☺️

আমি খেয়াল করলাম পিঠাগুলির মূল্য একটু বেশি।যাইহোক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যি বলতে আমি ভাপা টা কিনে এনেছিলাম কিন্তু তেমন একটা ভাল লাগে নি । কারন ঠান্ডা হয়ে গিয়েছিল।আমার প্রিয় হচ্ছে ভাপা পিঠা ও চিতই পিঠা যেটা অনেকে সাজের পিঠা বলে থাকে। ভাপা তো গরম গরম খেতে হয় তাই না। আমি মিষ্টি একটু কম পছন্দ করি । ঝাল টক টা বেশী পছন্দ করি। ভাল থাকবেন বোন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76491.95
ETH 2940.27
USDT 1.00
SBD 2.64