ওয়াও ভাইয়া, আইডিয়া টা বেশ দারুণ তো। ফুলটাও বেশ দারুণ লাগছে। দেয়ালে খুব ভালো মানাবে মনে হচ্ছে। আর ভাইয়া ৯ নং ছবিটি মনে হয় ১০ নং এর জায়গায় হবে আর ১০ নং ৯ এর জায়গায় হবে🤔। যাইহোক সুন্দর একটি প্রজেক্ট শেয়ার করেছেন।
ভাইয়া উপকরণে তো একরা সিডি দেখা যাচ্ছে তাই ভাবলাম একটা সিডি ব্যবহার করেছেন,আর নিছে দেখলাম একটা লাগানো হয়ে গেছে তাহলে পরে আবার কিভাবে লাগালেন তাই ভাবলাম আরকি।যাইহোক কিছু মনে করবেন না। 🙂
না আপু রাগ করবো কেন? আপনি সত্যি বলেছেন তবে আসল বিষয় হল আমি দুটো সিডি ব্যবহার করেছি। যাই হোক আমার ভুল হলে অবশ্যই বলবেন। আমি মনে কিছুই করবো না। ধন্যবাদ আপু।
আপনে সিডি এবং কটনবারের সাহায্যে অনেক সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করেছেন। আপনার আইডিয়াটা বেশ ভালো লাগল। অনেক সুন্দর ভাবে আপনে ধাপগুলো সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল।
বাহ ভাইয়া অনেক সুন্দর সিটির ফিতায় কটনবার দিয়ে অনেক সুন্দর একটা হ্যাগিং ফুল তৈরি করেছেন আপনি। এটা দেখে সত্যি অনেক ভালো লাগলো। প্রত্যেকটা ধাপ নিখুঁত ভাবে তৈরি করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
ওয়াও ভাইয়া, আইডিয়া টা বেশ দারুণ তো। ফুলটাও বেশ দারুণ লাগছে। দেয়ালে খুব ভালো মানাবে মনে হচ্ছে। আর ভাইয়া ৯ নং ছবিটি মনে হয় ১০ নং এর জায়গায় হবে আর ১০ নং ৯ এর জায়গায় হবে🤔। যাইহোক সুন্দর একটি প্রজেক্ট শেয়ার করেছেন।
শুভ কামনা রইলো ভাইয়া😊😊
আমার মনে হচ্ছে আপনার বোঝার কোথাও ভুল আছে। নাম্বার গুলো মনে হয় ঠিকই আছে। দয়া করে একটু নজর দেবেন আরেকবার। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ভাইয়া উপকরণে তো একরা সিডি দেখা যাচ্ছে তাই ভাবলাম একটা সিডি ব্যবহার করেছেন,আর নিছে দেখলাম একটা লাগানো হয়ে গেছে তাহলে পরে আবার কিভাবে লাগালেন তাই ভাবলাম আরকি।যাইহোক কিছু মনে করবেন না। 🙂
না আপু রাগ করবো কেন? আপনি সত্যি বলেছেন তবে আসল বিষয় হল আমি দুটো সিডি ব্যবহার করেছি। যাই হোক আমার ভুল হলে অবশ্যই বলবেন। আমি মনে কিছুই করবো না। ধন্যবাদ আপু।
এটি এমন কিছু খুব সুন্দর খুব সুন্দর যা আপনি দেখান, আমাদের সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
বাহ ভাইয়া অনেক সুন্দর সিটির ফিতায় কটনবার দিয়ে অনেক সুন্দর একটা হ্যাগিং ফুল তৈরি করেছেন আপনি। এটা দেখে সত্যি অনেক ভালো লাগলো। প্রত্যেকটা ধাপ নিখুঁত ভাবে তৈরি করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
ফেলনা দিয়ে খেলনা,এ শুধু বুদ্ধিমানের কাজ, বোকার নয়।আপনার তারিফ করতেই হয়।ভাল ছিল। নকল বাজদের হুশিয়ারী।
আপনার মন্তব্য দারুর তবে একটি বিষয় বুঝলাম না
আপনার মন্তব্যের সাথে এই কথাটি এড করে কি বুঝাতে চেয়েছেন।
আসল দেখলে, নকলবাজেরা বিরত থাকতে চেস্টা করবে।
ভাই আপনার তৈরি করা diy প্রজেক্টটি এক কথায় অসাধারণ সুন্দর হয়েছে, এবং খুবই বিভিন্ন রকমের একটা diy উপস্থাপন করেছেন । সেটি দেখে খুবই ভালো লাগলো।