আমাদের এলাকায় এ পিঠাটি কে সেমাই পিঠা বলে থাকে। অনেক সুস্বাদু এই পিঠা গুলো আমাদের এলাকার একটি কমন পিঠা কিন্তু আমি এই পিঠাটির নাম দিয়েছি নাকে ডলা পিঠা হাহাহা। যদিও আমি এ পিঠা খাইনা কিন্তু আপনার রেসিপিটি অনেক ভালো লাগলো। শুভেচ্ছা রইল।
ইস ভাইয়া আপনার কি উচিত হলো এই পিঠাটি দেখানোর পিঠাটি দেখে জিভের জল থামাতে পারছিনা সত্যিই বলছি।এই পিঠাটি আমার এত পছন্দ আর আপনার পিঠার কালার যা হয়েছেনা একেবারে জমে ক্ষীর হয়ে গিয়েছে আমার তো মনে হচ্ছে বাটি ধরে চুরি করে নিয়ে আসি। আপনি খুব সুন্দর করে পিঠা রেসিপি শেয়ার করেছেন। আসলেই এই পিঠা বানানো অনেক পরিশ্রম তাই বানানো হয় না আর খাওয়াও হয়নি কবে খেয়েছি মনেও নেই।
যাক তবু আপনার জীভে জল আনতে পেরেছি। চুরি করে ধরা পরলে মানুষ কিন্তু পিঠা চোর বলবে। হা হা হা। সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন। আপু।
ভাই,আপনার এই রেসিপিটি আমার কাছে নতুন লাগতেছে।তবে এরকম অন্য এক ধরনের পিঠা খেয়েছিলাম,নামটা ঠিক মনে নেই। আপনার এই পিঠার রেসিপিটি খুবই ভালো লাগলো আমার। নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছে এই রেসিপিটি।
বাহ্ ভাইয়া আপনি সুস্বাস্থ্য পরিবেশে অনেক সুন্দর ভাবে আপনার চুসি পিঠার রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। যা দেখে জিভে জল এসে গেল আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।
চুষি পিঠা শুনে খুব আগ্রহ নিয়ে পোস্টের ভেতরে ঢুকলাম। এখন দেখি এটা সেমাই পিঠা, আসলে আমাদের টাংগাইলে এটাকে সেমাই পিঠা বলে। আপনার পিঠা তৈরির স্টেপগুলো অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো।
আমাদের এলাকায় এ পিঠাটি কে সেমাই পিঠা বলে থাকে। অনেক সুস্বাদু এই পিঠা গুলো আমাদের এলাকার একটি কমন পিঠা কিন্তু আমি এই পিঠাটির নাম দিয়েছি নাকে ডলা পিঠা হাহাহা। যদিও আমি এ পিঠা খাইনা কিন্তু আপনার রেসিপিটি অনেক ভালো লাগলো। শুভেচ্ছা রইল।
ধন্যবাদ ভাই আপনাকে । ভাল থাকবেন।
ইস ভাইয়া আপনার কি উচিত হলো এই পিঠাটি দেখানোর পিঠাটি দেখে জিভের জল থামাতে পারছিনা সত্যিই বলছি।এই পিঠাটি আমার এত পছন্দ আর আপনার পিঠার কালার যা হয়েছেনা একেবারে জমে ক্ষীর হয়ে গিয়েছে আমার তো মনে হচ্ছে বাটি ধরে চুরি করে নিয়ে আসি। আপনি খুব সুন্দর করে পিঠা রেসিপি শেয়ার করেছেন। আসলেই এই পিঠা বানানো অনেক পরিশ্রম তাই বানানো হয় না আর খাওয়াও হয়নি কবে খেয়েছি মনেও নেই।
যাক তবু আপনার জীভে জল আনতে পেরেছি। চুরি করে ধরা পরলে মানুষ কিন্তু পিঠা চোর বলবে। হা হা হা। সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন। আপু।
ভাই,আপনার এই রেসিপিটি আমার কাছে নতুন লাগতেছে।তবে এরকম অন্য এক ধরনের পিঠা খেয়েছিলাম,নামটা ঠিক মনে নেই। আপনার এই পিঠার রেসিপিটি খুবই ভালো লাগলো আমার। নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছে এই রেসিপিটি।
ধন্যবাদ ভাই আপনাকে । ভাল থাকবেন।
সেমাই পিঠার নাম চুসি, এই জানা হল প্রথম। উপাস্থাপন ভাষা সাবলীল হওয়ায়, সবার কাছে অনায়াসে সহজে ফুটে উঠেছে বলে, আমার কাছে মনে হয়।চমৎকার ছিল।
ধন্যবাদ ভাই আপনাকে । ভাল থাকবেন।
সময় পেলে, সাক্ষাতের আশা করলাম।
বাহ্ ভাইয়া আপনি সুস্বাস্থ্য পরিবেশে অনেক সুন্দর ভাবে আপনার চুসি পিঠার রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। যা দেখে জিভে জল এসে গেল আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ধন্যবাদ ভাই আপনাকে । ভাল থাকবেন।
এই পিঠা আমাদের কুষ্টিয়া তে সেমাই,বা ছই পিঠা নামে পরিচিত অসম্ভব স্বাদ তবে খাটুনি আছে বেশ।খুব সুন্দর একটি পিঠার রেসিপি করেছেন দাদা।
ল্যান্ডিং ভাল ছিলো ভালোবাসা নিবেন😘🥰
ধন্যবাদ ভাই আপনাকে । ভাল থাকবেন।
চুষি পিঠা শুনে খুব আগ্রহ নিয়ে পোস্টের ভেতরে ঢুকলাম। এখন দেখি এটা সেমাই পিঠা, আসলে আমাদের টাংগাইলে এটাকে সেমাই পিঠা বলে। আপনার পিঠা তৈরির স্টেপগুলো অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদ ভাই আপনাকে । ভাল থাকবেন।