Sort:  
 2 years ago 

আসলেই ভাইয়া পানিতে ভিজিয়ে রাখলে গন্ধ চলে যায়? আমি তো সেট করার পর একবার ফুল ভর্তি করে তারপর সম্পুর্ন পানি ফেলে দেই। কিন্তু এইবারের টা তিন চার বার পানি ফেলার পর গন্ধটা গেছে। ওই গন্ধ টা হলে পানি খাওয়া যায় না।
যাই হোক আপনার আজকের পোস্টটি অনেকের জন্য উপকারী হবে। যারা এই কিট পরিবর্তন করতে পারে না তাদের জন্য।

 2 years ago 

আসলে জলে চুবিয়ে রাখলে অল্প সময়ে গন্ধ চলে যায়। তাই আর ঐ পদ্ধতি ব্যবহার করি না। ধন্যবাদ আপু ভাল থাকবেন।

 2 years ago 

আমাদের বাসায়ও পিউরিট এর ফিল্টার ব্যবহার করি আমরা। বিশুদ্ধ পানি আমাদের জন্য খুবই প্রয়োজন। এই ফিল্টার বেশ ভালই। আমাদের কিট দুইমাস পর পরই চেঞ্জ করা লাগে। বাসায় মানুষ অনেক বেশি।

 2 years ago 

আমার জানামতে এটাই ভাল কম দামের মধ্যে। এটা খারাপ না মোটামুটি ভালই জল ফিল্টার করে।

 2 years ago 

প্রায় দীর্ঘদিন আপনি আপনার মেয়েকে কেনাজল খাইছেন, খুবই খারাপ লাগলো পানি জনিত সমস্যা আপনাদের এলাকাতে। আমাদের ঢাকাতেও পানি না ফুটিয়ে দিয়ে খাওয়া যায় না। বিশুদ্ধ পানির এক অন্যতম সমস্যা আমাদের দেশে।

 2 years ago 

কিছু করার ছিল না যদিও আমার মেয়ে এখন ইশ্বরের কৃপায় মানিয়ে নিয়েছে। মানুষ অভ্যাসের দাস। তাই যে যেই জল পান করে তার সেটা সয়ে যায়।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন দাদা, বিশুদ্ধ জল এর অপর নাম জীবণ। আবার দূষিত জল আমাদের জীবনকে ফেলে দেয় হুমকির মুখে। নিদিষ্ট সময় পর পর কিট পরিবর্তন করা খুবই জরুরী বিষয়। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো ভালো কিছু তথ্য সংযুক্ত করেছেন আপনার পোস্টে।

 2 years ago 

হ্যা আমরা সকলেই বিশুদ্ধ পানির প্রতিক্ষায় থাকি। ভাল লাগলো আপনার মন্তব্য পড়ে। ধন্যবাদ।

একদম ঠিক বলেছেন আপনি বিশুদ্ধ জল আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। পানির অপর নাম জীবন। বিশুদ্ধ জল খাওয়ার জন্য ফিল্টার কিনেছেন দেখে খুবই ভালো লাগলো। এভাবে সামনে আরো স্বাস্থ্যের প্রতি সচেতন হন দোয়া করি

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60340.89
ETH 2615.66
USDT 1.00
SBD 2.56