Sort:  
 2 years ago 

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

টিউবওয়েল কোনো প্রবলেম হলে মনে হচ্ছে নিজেই ঠিক করতে পারবো। আপনি যেভাবে বিস্তারিত পোস্ট করছেন। খুব ভালো লাগলো আমার কাছে আপনার পোস্টটি অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ এই ইউনিক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

 2 years ago 

সুন্দর মন্তব্য । খুবি ভাল লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লেগেছে।আপনার পোষ্টটি মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। আসলে আমাদের প্রায় সময়ই টিউবওয়েল নষ্ট হয়ে যায়। নিজের অভিজ্ঞতা থাকলে নিজে নিজে কাজ করা যেতে পারে। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য । খুবি ভাল লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

খুব ছোট বেলায় টিউবওয়েল দেখেছি আমাদের বাসায় ব্যবহার করা হতো।তখন দেখতাম কিছুদিন কিছুৃদিন পর পর নষ্ট হয়ে যেতো।ছোট ছিলাম তো টিউবওয়েল চাপ দিতাম লাফ লাফ দিয়ে।এখন শহরে টিউবওয়েল নাই বললেই চলে।তবে গ্রামে কিছু কিছু বাসায় দেখা যায়।ভাইয়া আপনি ধাপে ধাপে ওয়াসা লাগানো দেখালেন।ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর মন্তব্য । খুবি ভাল লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুবই চমৎকার টপিকস নিয়ে আলোচনা করেন।আবার মাঝে মাঝে মনে হয় এমন বর্ননায় মনে হয় পাঠকের কাছে মজার হয়।যাইহোক দ্বিধা থেকেই যায় আপনার লেখা সম্বন্ধে। তবে এমন পুরাতনকীর্তির জিনিসটা ঠিক রাখতে কিন্তু আপনাকেই প্রয়োজন।আপনি শুধু একজন ভাল লেখকই না অনেক সমস্যা সমাধানে একজন অন্যতম পারফেক্ট লোক।ভালো লাগলো শ্রদ্ধেয়;

 2 years ago 

সুন্দর মন্তব্য । খুবি ভাল লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

ভালবাসা রইলো শ্রদ্ধেয় অভিভাবক।

 2 years ago (edited)

বাহ,আপনার ছোট ভাই ও আপনি মিলে খুবই ভালো কাজ করেছেন।জল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য আর তার যথাযথ ব্যবহারের জন্য টিউবওয়েল অবশ্যই প্রয়োজন।এখন অবশ্য এটি তেমন ব্যবহার হয় না শহরে বা গ্রামে ।তবে এর চল এখনো কমে নি কোথাও কোথাও।তবে জল অবশ্যই পরীক্ষা করে খাবেন।ধন্যবাদ দাদা,ভালো থাকবেন।

 2 years ago 

সুন্দর মন্তব্য । খুবি ভাল লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

গ্রামে যারা থাকে বা থেকেছে তারা এই সমস্যার সম্মুখীন হয়নি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। মাঝেমধ্যে আমাদের কেউ ভুলেও এমন হতো এবং আমি নিজে হাতে ঠিক করতাম। আর আপনার আজকের পোষ্টটি খুব ভালই লাগলো আমার কাছে কিছু পুরনো স্মৃতি মনে পড়লো।

 2 years ago 

সুন্দর মন্তব্য । খুবি ভাল লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

আমার এই কাজগুলো বেশ কয়েকবার স্বচক্ষে দেখার সুযোগ হয়েছিল । আর এই কাজ গুলো অনেক কঠিন ও ধৈর্য সাপেক্ষ কাজ । যাইহোক হয়তো প্রযুক্তির কল্যাণে বাড়িতে টিউবয়লের গুরুত্ব এখন তেমন একটা বেশি চোখে পড়ে না । তবে একসময় এটা ছাড়া পানির কথা ভাবাই যেত না ।

 2 years ago 

সুন্দর মন্তব্য । খুবি ভাল লাগলো। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61297.02
ETH 2687.45
USDT 1.00
SBD 2.59