Sort:  
 2 years ago 

আপনার ফটোগ্রফি গুলো দেখে বুঝতে পারলাম মেলাটি অনেক জাঁকজমকপূর্ণ হয়েছিল। জগদ্বন্ধু সুন্দরের আঙ্গিনায় এই মেলা আসলেই দেখার মত ছিল। আপনি একদম ঠিক বলেছেন এখন সবকিছুতেই ধান্দাবাজি। এখন পয়সা ইনকাম এর জন্য মেলা নিয়েও ব্যবসা শুরু হয়েছে। কিছুদিন আগেই আমাদের এখানেও স্টেডিয়াম প্রাঙ্গণে মেলা শেষ হতে না হতেই কলেজ মাঠে আবার মেলা। সব দেখে ও বুঝেও যেন বলার কেউ নেই। ধন্যবাদ আপনাকে বাস্তবধর্মী কিছু কথা শেয়ার করার জন্য।

 2 years ago 

এখন তো মেলার সেই রুপ নাই। এখন যা বসে সেগুলো মার্কেটে পাওয়া যায়। আগে মেলাতে কিছু জিনিস পত্র পাওয়া যেতো যেগুলো বাহিরে কিনতে পাওয়া যেতো না। ধন্যবাদ ভাই ভাল থাকবেন।

 2 years ago 

মেলায় দেখলাম কাসা পিতলের তৈরী অনেক পূজোর সরঞ্জাম উঠেছে। তাছাড়া অনেক দোকান বসেছে বড় মাঠটিতে। মেলার পর্ব গুলো বেশ ভাল ভাবে কভার করেছেন দাদা। আপনার মেলা ভ্রমনের অভিজ্ঞতা আমাদের সাথে ধারাবাহিক ভাবে তুলে ধরার জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালবাসা নিবেন।

 2 years ago 

সুন্দর মন্তব্য করেছেন ভাই ভাল থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

প্রভুর আঙিনার দর্শন আজকে আবার হয়ে গেল দাদা। এরকম মেলার একটা আলাদা মজা আছে। আমার ভীষণ ভালো লাগে। এমনকি এখনও কোনো কীর্তনের আসর এ গেলে আমি মেলার মাঝে ঘুরে বেড়াই। খেলনা নিয়ে যেসব জিনিস আসে সেগুলো ঘুরে ঘুরে দেখতে থাকি আর সবশেষে কাঁসা বা পিতলের যে জিনিস গুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখি। আচ্ছা দাদা আপনি এত কিছু থাকতে তীর-ধনুক টা কেন নিলেন? কাসার যে নৌকা টা ছিল ওটা দেখতে কিন্তু দারুণ লাগছিল।

 2 years ago 

আমার ভাগিনা তীর ধনুক লাগবে তাকে যা কিনে দেই না কেন সেটা সাময়িক সময়ের জন্য তারপর ঠিক আবার তীর ধনুকের কথা বলে চেচামেচি শুরু করবে। তীর ধনুক এখন দ্বিখন্ডিত অবস্থায় ঘড়ের কোন কোনা পওয়া যেতে পারে। হা হা।

 2 years ago 

পিতলের তৈরি সরঞ্জাম দেখে আমার কিনতে ইচ্ছে করছে।দাদা কিছু পিতলের কিছু হাড়ি পাতিল আমারে গিফট দিয়েন তো😉।হা হা মজা করলাম।ধন্যবাদ

 2 years ago 

সত্যি ওগুলো খুবি সুন্দর দেখতে কিন্তু । দিবনে আপু চিন্তা করিয়েন না। ভাল থাকবেন ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56596.99
ETH 2394.78
USDT 1.00
SBD 2.32