Sort:  
 last year 

ওয়াও ওয়াও ওয়াও 👌👌👌👌 দাদা আজ তো আপনার গানের ফ্যান হয়ে গেলাম পুরো। অসম্ভব ভালো লাগলো সত্যি। এই গান ভালো না লেগে উপায় নেই আসলে। গিটার টা কি আপনি বাজালেন দাদা? আমি আসলে এর আগে কখনো আপনাকে বাজাতে দেখি নি তো তাই জিজ্ঞেস করলাম। যাই হোক,, প্রতি সপ্তাহে যেন এমন একটা করে চমক পাই দাদা।

 last year 

খুব একটা ভাল গেয়েছি বলে মনে হয় না। হ্যা ভাই আমার কোন সাহায্যকারী নেই। আমি অল্প স্বল্প গিটার বাজাতে পারি। যেটা পূর্বেও চেষ্টা করেছিলাম। হি হি হি। ভাল থাকবে ভাই।

 last year 

ভাইয়া আপনার গান শুনে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর গেয়েছেন আপনি। সত্যি ভাইয়া আপনার গানের গলা অসাধারণ। দারুন একটি গান গেয়ে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

যদি থাকি এখানে আরো শোনাবো ধন্যবাদ।

 last year 

আপনার রবীন্দ্রসঙ্গীত গানটি শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর আপনার কন্ঠ যা এ পোষ্টের মাধ্যমে আমি জানতে পারলাম। রবীন্দ্র সংগীত আমার অনেক ভালো লাগে। আমি বাসায় মাঝে মাঝেই এই রবীন্দ্র সংগীত গান শুনি। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

গানটি ভাল লেগেছে আপনার তাতেই আমি খুশি। সব সময় শুনবেন মন দিয়ে দেখবেন জীবনের কথা গুলো কিভাবে গানের মাঝে লুকিয়ে আছে। তবে রবীন্দ্রসংগীত বললেই হবে সাতে গান শব্দটির দরকার নেই । সংঙ্গীত মানেই গান। ধন্যবাদ আপু । ভাল থাকবেন।

 last year 

আপনার গানের গলা অনেক সুন্দর। ভাই মাঝে মাঝেই আপনি গান শুনাবেন আমাদের। আজকের এই গানটি যদিও আগে শুনেছি তবে আপনার গলায় শুনে খুবই ভালো লাগলো। ভালোবাসা অবিরাম ভাই।

 last year 

হয়তো বা একটু গাইতে পারি । সেটা ছোট বেলা থেকেই অভ্যাস । তবে আপনার অনুপ্রেরণা কিন্তু আমাকে জাগরিত করে।

 last year 

বাহ ভাইয়া আপনার গানটি শুনে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে গানটি গাওয়ার পাশাপাশি অনেক সুন্দর ভাবে এডিটিং করেছেন। নিজের বেলায় এত সুন্দর একটি গান গেয়ে সেটি এডিটিং করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

অনুপ্রাণিত হলাম ।এডিটিং আপনার ভাল লেগেছে জানতে পেরে আনন্দিত হলাম কিন্তু আমার নিজের কাছে মনে হয় ভিডিও টি খুব একটা সুন্দর করতে পারি নি। ধন্যবাদ।

 last year 

সুন্দর একটি গান আপনি আমাদের মাঝে পরিবেশন করেছেন এই গান আমি তখনই শুনে যখন খুব একা একা লাগে। কানের মধ্যে হেডফোন দিয়ে এই গান শুনতে খুবই ভালো লাগে বিশেষ করে বিকেল বেলা।

 last year 

ভাই রবী ঠাকুর যা লিখে গেছেন সেগুলো আমাদের জন্মের আগের লেখা আর আমরা এখন বুঝি গানের কথায় আমাদের জীবনের প্রতিটি ক্ষন কত মিল। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য উপহার দেয়ার জন্য। তবে হ্যা হেডফোন কিন্তু কানের মধ্যে দিবেন না ইয়ার ফোন কানে দিবেন। হা হা হা।

 last year 

অসাধারণ একটি গানের কভার আমাদের সামনে উপস্থাপন করেছেন ভাই। সত্যি যা শুনে মুগ্ধ হয়ে গেলাম। এই গানটি আমার ভীষণ একটি প্রিয়। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি গানের কভার আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

চেষ্টা করেছিলাম আপনাদের জন্যই । ধন্যবাদ ভাই ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.09
JST 0.026
BTC 26937.27
ETH 1674.72
USDT 1.00
SBD 2.24