Sort:  

বাঁধাকপি দিয়ে যেই ছবি তৈরি করা হোক না কেন তা সত্যিই অনেক সুস্বাদু এবং টেস্টি হয়। বাঁধাকপি দিয়ে যে চপ তৈরি করেছেন তা দেখতে অনেক লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

ভাই আমি বাধাঁকপি ও ফুলকপি দিয়ে চপ তৈরী করেছি । কোন ছবি তৈরী করিনি। সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে ফুলকপি ও বাধাঁকপি দিয়ে চপ তৈরী করেছেন। চপ তৈরির পদ্ধতি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে দেখে মনে হচ্ছে নিশ্চয় অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে। আসলে গরম গরম চপ খেতে খুব ভালো লাগে। এত সুন্দর রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ভাই।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ফুলকপি ও বাঁধাকপি দিয়ে তৈরিকৃত চপ দেখেই জিভে পানি চলে আসলো। এই চপ গুলো গরম গরম খেতে খুবই মুচমুচে ও সুস্বাদু হয়। চপ তৈরীর প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া ফুলকপি এবং বাধাকপির চপ খেতে খুবই মজা লাগে। আপনি তো দেখতেছি ২টাই একসাথে তৈরি করেছেন।২ধরনের চপের স্বাদ একসাথে নিয়ে নিলেন। আমার কাছে তো এই চপগুলো খুবই মজা লাগে। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ফুলকপি ও বাঁধাকপি দিয়ে চপ তৈরি করেছেন। দেখেই বুঝা যাচ্ছে অনেক মজা হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে রেসিপি তৈরির প্রতিটি প্রসেস আমাদের সাথে শেয়ার করেছেন। সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো দাদা।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 
অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করেছেন। দেখে অনেক ভালো লাগলো এবং আপনি আপনার রেসিপি এর প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন সত্যি অনেক সুন্দর ছিল অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য
 2 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া একদম ঠিক বলছেন শীতকাল চলে যাচ্ছে। আর এই শীতকালে ফুলকপি ও বাঁধাকপি দিয়ে চপ তৈরি খাবেন না তা কি হয়।সব ঠিক ছিলো ভাইয়া তবে রাতের বেলায় এই রেসিপি দেখে তো লোভ সামলাতে পারছি না। আমি কিছু দিন আগে তৈরি করে খেয়ে ছিলাম। আমার কাছে অনেক ভালো লাগে। তবে ভাইয়া ভাত দিয়ে খাওয়া হয়নি। শীত যাওয়ার আগেই আবার তৈরি করে খাবো।ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার তৈরি ফুলকপি ও বাধাঁকপি দিয়ে চপ এর রেসিপিটি অনেক স্বাদের মনে হচ্ছে। ভাজাপোড়া বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। সব সময় উপভোগ করি আমি। আপনার উপস্থাপনা সব চেয়ে ভালো লেগেছে আমার কাছে। সুন্দর ভাবে প্রতিটি ধাপ বর্ননা করেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য ভাই।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ অসাধারণ একটি আইডিয়া। দারুন ইনিকিটি রেসিপি ও বটে। আসলে মাথা এরকম বুদ্ধি থাকলে অনেক কিছুই তৈরি করা সম্ভব বাড়িতেই।যেটি আপনি করে দেখিয়েছেন। দারুন হয়েছে আপনার ফুলকপি ও বাঁধাকপি দিয়ে তৈরি কৃত চপ গুলো।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পুরা শীতজুড়ে ফুলকপি ও বাঁধাকপি এমন পরিমাণে খাওয়া হয় কি আর বলব আমি ফুলকপির চপ বেশি পছন্দ করি এবং অনেক খেয়েছি এই শীতে। আমার কাছে খুবই ভালো লাগে। আপনার ফুলকপি ও বাঁধাকপি চপগুলো দেখতে লোভনীয় লাগছে মনে হচ্ছে নিয়ে খেয়ে ফেলি খুব সুন্দর করে আপনি তৈরি করেছেন।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 55825.83
ETH 2516.08
USDT 1.00
SBD 2.28