Sort:  
 2 years ago 

হাওর বাওর নিয়ে এক সময় সমাজ বইয়ে সংজ্ঞা পড়েছি। পরীক্ষার হলে গিয়ে মনে থাকতো না কিছুই। গুলিয়ে ফেলতাম সব। আজ আপনার লেখা পড়তে পড়তে ওই কথা গুলোই মনে পড়ছিল বেশি। আর কিছু কিছু গল্প লোকমুখে যেগুলো শুনি, মনে হয় এগুলো কল্পনাকেও হার মানায়।
তবে শতবর্ষী বটগাছ টা সত্যিই দেখার মতো ছিল এবং তা নিয়ে যেভাবে আপনি আলোকপাত করেছেন তাতে আমার নিজেরও কিছু ধারণা মনে গেঁথে গেছে। ভালো লাগলো খুব পুরো লেখাটা দাদা।

 2 years ago 

আমিও হাওর বাওর গুলিয়ে ফেলতাম। মানুষ কত কি বলে শুনতে ভাল লাগে কাল্পনিক হলেও । তাদের বিশ্বাস যে পাথরের মতন শক্ত সব ভেঙ্গে যাবে কিন্তু বিশ্বাস ভাঙ্গবে না। ভাল থেকো ভাই।

 2 years ago 

বাহ শতবর্ষ ধরে একটি বটগাছ বেচে আছে। আমার জন্মের আগে থেকে এই গাছটি পৃথিবীতে আছে। দেখতে পেরে অনেক ভাল লাগলো। সব থেকে ভাল লেগেছে রাস্তা চলে গেছে এর মাঝ দিয়ে। এসব পুরাতন বট গাছে নাকি ভূত থাকে। লোকমুখে শুনা কথা। কতটা সত্য তা বলতে পারব না। হাহা। ভাল লাগলো আপনার লেখা পড়ে।

 2 years ago 

আমিও ভুতের কথা ভাবছিলাম আপনার মতই। হা হা । ভাল থাকবেন।

 2 years ago 

চমৎকার লাগলো ভাই আপনার বাওর এবং শতবর্ষী বটবৃক্ষ নিয়ে চমৎকার পোস্টটি। আপনি সুযোগ পেলেই বেরিয়ে পড়েন এই চমৎকার জায়গা আর দৃশ্য আমাদের মাঝে তুলে ধরার জন্য। সত্যিই দারুন ব্যাপার।
আসলে এটা আমি বলবো আপনার ব্লগিং ক্যারিয়ার সমৃদ্ধ করবে। চমৎকার উপস্থাপনা ছিল ভাই।
এগিয়ে যান দোয়া রইল 🥀

 2 years ago 

এই ধরনের লেখা কতটা ব্লগিং কেন্দ্রীক আমি জানি না তবে আপনার মন্তব্য অনুপ্রেরনা যুগিয়েছে। ভাল থাকবেন ভাই।

 2 years ago 

বাস্তবিক বাওর টি এখনও খালি চোখে একসাথে দেখা যায় না। প্রথমে ডানে কিংবা বামে দেখতে হবে তারপর মাঝখান দেখতে হবে।

এই কথাগুলো মাথার উপর দিয়ে গেলো।
বাওর নিয়ে কাল্পনিক তথ্য গুলো বেশ মজাদার।
বাওর এর মূল ইতিহাস জানতে আমারও ইচ্ছে করছে।
শতবর্ষী বটগাছ টি সত্যিই অসাধারণ। সবচেয়ে ভালো লাগলো বটগাছের মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে কি সুন্দর ভাবে। রংপুরে ও একটু গ্রাম সাইডে আমি একটা অনেক বড় বটগাছ দেখেছিলাম অনেক বড় জায়গা নিয়ে তার ডালপালাগুলো ছড়ানো ছিল, তবে সেটা এতটা বড় ছিল না। আপনার উপস্থাপনা আমার কাছে খুবই ভালো লাগলো। ‌ আপনার জন্য শুভকামনা রইল দাদা।

 2 years ago 

রাস্তা টি আমাকেও মুগ্ধ করেছে । মনে হচ্ছিল ওখানে থেকে যাই । খুবি ঠান্ডা একটি জায়গা। সুন্দর একটি মন্তব্য করেছেন। ভাল থাকবেন আপু।

 2 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভাল লাগলো। আমারও অনেক ইচ্ছা হয় এমন ঐতিহাসিক স্থান গুলো ঘুরে ঘুরে দেখার এবং ঐতিহাসিক তথ্য জানার। প্রত্যেক জেলায় এমন কিছু কিছু স্থান থাকে যে গুলো দেখতে অনেক ভাল লাগে। ধন্যবাদ ভাইয়।

 2 years ago 

ঠিক বলেছেন প্রতিটি জায়গায় এমন কিছু ঐতিহসিক বিষয় থাকে। সুন্দর একটি মন্তব্য করেছেন । ভাল থাকবেন। শুভেচ্ছা।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63314.98
ETH 3233.91
USDT 1.00
SBD 3.88