গ্রামীণ পরিবেশে আমার করা কিছু ফটোগ্রাফি

সবাইকে নমস্কার /আদাব❤️

আশা করি সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন।আমিও ঈশ্বরের আশীর্বাদে অনেক ভালো আছি।আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ফটোগ্রাফি ব্লগ নিয়ে চলে আসলাম।আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে।ফটোগ্রাফি করতে কার না ভালো লাগে।আমার শখ হলো ফটোগ্রাফি করা। তাই আমি মাঝেমধ্যে ফটোগ্রাফি করার জন্য বিভিন্ন জায়গায় যেয়ে থাকি।

গ্রামীণ পরিবেশটাই ভিন্ন। আমার শহরের থেকে গ্রামের দৃশ্যটাই অনেক বেশি ভালো লাগে।গ্রামের ফসল ক্ষেত, গাছপালা,নদী দেখতে অনেক সুন্দর লাগে।আজ বিকালে আমি গিয়েছিলাম ফসল দেখতে তো সেখানকার কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরছি।
ফটোগ্রাফি - ০১

IMG-20230625-WA0004.jpg
বাড়ি থেকে বের হওয়ার পরে দেখি বাড়ির পাশে একটি পতিত জমিতে পানি জমেছে।আকাশের প্রতিচ্ছবিটা পড়েছে পানিতে।দেখতে ভালোই লাগতেছিল,তাই সেখানকার একটা ছবি ক্যামেরাবন্দী করি।

ফটোগ্রাফি - ০২

IMG-20230625-WA0003.jpg
এটি হলো ঝিঙের ফুল। আমাদের বাড়ির পাশে ঝিঙে আবাদ করেছে। সেখানকার একটি ফুল ছিড়ে সেটার ছবি তুলেছি।ছবিটি তুলেছি সূর্য অস্ত যাওয়ার সময়।

ফটোগ্রাফি - ০৩

IMG-20230625-WA0010.jpg
আমাদের বাড়ির পিছনে ফসল ক্ষেতের মাঝে একটি আম গাছ আছে। সূর্য অস্ত যাওয়ার সময় সেই আম গাছটিকে দেখতে অনেক সুন্দর লাগতেছে।তাই সেই দৃশ্যটি ক্যামেরাবন্দি করে নিলাম।

ফটোগ্রাফি - ০৪

IMG-20230625-WA0009.jpg
আমাদের ফসল খেতে যেতে যেতে দেখলাম একটা মানুষ কাঁধে ভাঁড় নিয়ে হাঁটতে হাঁটতে আসতেছিল।দেখতে বেশ ভালোই লাগতেছিল। সেই একটা ছবি আমি ক্লিক করে রাখি।

ফটোগ্রাফি - ০৫

IMG-20230625-WA0012.jpg

IMG-20230625-WA0007.jpg
ইনি হলেন একজন কৃষক।কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তার সাথে কিছুক্ষন কথা বললাম।কথা বলে অনেক ভালো লাগলো।তিনি তার ফসলক্ষেতে বাড়ির ছাই ও গরুর গবর দিতে গেছেন।কিটনাশক এর থেকে নাকি এই প্রাকৃতিক সার জমির ঊর্বরতা বৃদ্ধি করে তাই তিনি নাকি কিটনাশক এর থেকে প্রাকৃতিক সার বেশী ব্যবহার করেন।
তিনি একজন পরিস্রমী কৃষক।

এতক্ষন আমার এই ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।আমার এই ব্লগটি এখানেই শেষ করছি। আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে।কেমন লেগেছে আপনাদের,আপনাদের মক্তব্য কমেন্টে জানাবেন।ধন্যবাদ ❤️❤️

♥আমার পরিচয় ♥

IMG_20220317_142326.jpg

আমি একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ছবি তোলা,ভ্রমণে যাওয়া,গান গাওয়া,খেলাধুলা,মাঝেমধ্যে রান্নাবান্না করতে অনেক ভালো লাগে।আমি আমার পরিবারকে খুব ভালোবাসি🧡🧡
Sort:  
 last year 

ভাইয়া আপনি গ্ৰামীন পরিবেশের খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। গ্ৰামের এই দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও ধন্যবাদ আপু।।আপনার মন্তব্যটি জানানোর জন্য🧡

 last year 

অপরূপ সুন্দরময় গ্রামের এই প্রকৃতির দৃশ্যগুলো দেখে চোখ জুড়িয়ে গেল। সত্যিই অসাধারণ ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো আমার মন ছুয়ে গেছে।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া❤️❤️।আপনার এই সুন্দর মন্তব্য আমাকে আরো সুন্দর ফটোগ্রাফি করার অনুপ্রেরণা জাগালো।

 last year 

গ্রামীন পরিবেশ সবুজ শ্যামলের ঘেরা দৃশ্য বারবার আমাকে মুখরিত করে তোলে।
যেখানেই থাকি বারবার কিছু ফিরে ছুটে যেতে মন চায় ফেলে আসা আমার সেই শৈশবে।
গ্রাম বাংলার অপর ূপ সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি আপনার মাধ্যমে দেখতে পেলাম খুবই ভালো লাগলো।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে একটি সুন্দর মন্তব্য করার জন্য 🧡

 last year 

সত্যিই শহরের থেকে গ্রামীণ প্রকৃতিক পরিবেশ অনেক বেশি সুন্দর হয়। প্রকৃতি যে কতটা সুন্দর সেটা একমাত্র গ্রামের মানুষ বুঝতে পারে আর গ্রামে আসলেই বোঝা যায় প্রকৃতির মাঝে কতটা ভালোবাসা কাজ করে, যেটা হয়তোবা শহরে নেই। জমি দেখতে গিয়ে খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার এই সুন্দর মন্তব্য করার জন্য ❤️❤️❤️

 last year 

প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে ফটোগ্রাফি-৪ টি আমার অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর ফটোগ্রাফির হাত। অনেক শুভকামনা রইলো এভাবেই সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করবে।

 last year 

এভাবেই পাশে থাকবেন যাতে আমি আরো ভালো ভালো ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে পারি।।আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️❤️❤️❤️

 last year 

গ্রামীন পরিবেশের সৌন্দর্য সবাইকেই মুগ্ধ করে। আপনার আজকের গ্রামীণ পরিবেশের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর করে ক্যাপচার করেছেন প্রতিটি ফটোগ্রাফি। বিশেষ করে ঝিঙে ফুল এবং ৪ নং ফটোগ্রাফিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অন্যান্য ফটোগ্রাফি গুলোও ভালো ছিল। ধন্যবাদ আপনাকে চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

সত্যি গ্রামীণ পরিবেশে এমন কিছু সুন্দর সুন্দর দেখার জিনিস রয়েছে যা শহরের পরিবেশে নেই।।। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু❤️❤️❤️এভাবেই পাশে থাকবেন যাতে আপনাদের মাঝে আরো অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি।।।

 last year 

গ্রামীণ পরিবেশের ফটোগ্রাফি গুলো দেখে খুবি ভালো লাগছে আমার। অসাধারণ হয়েছে আপনার প্রতিটা ফটোগ্রাফি।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ❤️❤️❤️

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69641.68
ETH 2498.43
USDT 1.00
SBD 2.56