RE: প্রকৃতির সাথে নিরীহ রক্তচোষার ফটোগ্রাফি || My Photography
সবাই মাইরের ভিতর ভিটামিন আছে কিন্তু কথাটি মোটেও সত্যতা না, অন্তত আমি এর সত্যতা খুঁজে পাই নাই কোন দিন। আরে ভাই মাইরের মাঝে ভিটামিন থাকলে অফিসের বস কি মাস শেষে বেতন দিতো, বলতো টাকা নিয়ে কি হবে তারচেয়ে বরং কিছু মাইর নিয়ে যাও ভিটামিন বৃদ্ধি পাবে।
ভাইয়া আমি যখনই আপনার লেখাগুলো পড়ি তখনই আমার মন ভালো হয়ে যায়। আসলে আপনি এত সুন্দর ভাবে আপনার এই পোস্ট গুলো সাজিয়ে লিখেন যেগুলো পড়লে অনেক ভালো লাগে। মাইরের মাঝে ভিটামিন আছে এই কথাটি সত্যি না হলেও শিক্ষকের মাইরের মাঝে যে অনেক গুণ আছে এটা কিন্তু সত্যি কথা। সত্যি কথা বলতে বর্তমান সময়ে এসে আমরা অনেক বেশি অকৃতজ্ঞ হয়ে গেছি। যাদের দ্বারা আমাদের উপকার হয় তাদেরকে ভুলে গেছি। আর এমন কিছু প্রাণী রয়েছে যেগুলো প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। সেই প্রাণীগুলোর বাসস্থান আমরা নষ্ট করে ফেলছি। বসবাসের অযোগ্য করে তুলছি তাদের বেঁচে থাকার জায়গা গুলো। অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আপনি আপনার পোস্টের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
মানুষ দিন দিন অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে, যারা উপকার করে উল্টো তাদেরই ক্ষতি করে থাকে। যেমন প্রকৃতি আমাদের উপকার করে আর আমরা সেটা ধ্বংস করি।