RE: মিনা, রাজুর কার্টুনের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
এই কার্টুনটি আগে ছোটবেলায় প্রায় সময় দেখতাম, আর বেশ ভালো লাগতো।
দাদা আমাদের ছোটবেলা গুলো একই রকমের। ছোটবেলায় মিনা কার্টুন দেখতে আমি খুবই পছন্দ করতাম। বিশেষ করে মিনার সেই টিয়া পাখিটি আমার কাছে বেশি ভালো লাগতো। আপনার এই কার্টুন অঙ্কন দেখে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলা গুলো কতই না সুন্দর ছিল। ছোটবেলার স্মৃতি গুলোর সাথে এই কার্টুন চরিত্র গুলো যেন মিশে আছে। মায়ের সাথে বায়না ধরতাম কার্টুন না দিলে ভাত খাব না। যখনই টিভিতে মিনা কার্টুন শুরু হতো তখন দৌড়ে গিয়ে টিভির সামনে বসে পড়তাম। সেই স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল। আসলে দাদা আপনি আপনার এই অঙ্কন চিত্রের মাধ্যমে পুরনো দিনের অনেক স্মৃতি মনে করিয়ে দিলেন। দাদা আপনি খুবই নিখুঁতভাবে আপনার অংকন এর মাধ্যমে মিনা রাজু আমাদের প্রিয় কার্টুন চরিত্র ফুটিয়ে তুলেছেন। মিনা রাজুর আঁকা চিত্রটা দেখে মনে হচ্ছে যেন সত্তিকারের কার্টুন টিভিতে হচ্ছে। আপনি মিঠুকে অনেক সুন্দর ভাবে অঙ্কন করেছেন। সত্যি দাদা আপনার অঙ্কনের প্রশংসা না করে থাকতে পারছি না। অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন আপনি। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি এই নিখুঁত কার্টুন চরিত্র গুলো অঙ্কন করার পর আবার দারুণভাবে রঙের ব্যবহার করেছেন। সবকিছু খুবই সুন্দর হয়েছে। অনেক সুন্দর ভাবে আপনার অঙ্কন চিত্রটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেইসাথে আপনার জন্য শুভকামনা রইলো।