RE: অভিমানের পাল্লা || @shy-fox 10% beneficiary
চেনা মুখ গুলোকে অচেনা লাগবে
হয়তো যার কথা রাখার কথা ছিল
সে হয়তো ভুলে গেছে বহু আগেই,
কিন্তু অতীত তা জানান দিচ্ছে বারবার।
ভাইয়া আপনার লেখা এই লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সত্যি কথা বলতে অভিমানের পাল্লা ভারী হতে হতে এতটাই বেড়ে যায় যে সবকিছুই অচেনা হয়ে যায়। সময়ের সাথে সাথে সবাই যেমন বদলে যায় তেমনি আমাদের চিরচেনা মানুষগুলো তাদের রূপ বদলায়। ভালো সময় সবাই পাশে থাকতে চাই। কিন্তু জীবনের খারাপ সময় গুলোতে সবাই বড় স্বার্থপর হয়ে যায়। অতীত বড় কঠিন। অতীতের অভিমান গুলো কখনো ভোলা যায়না। আমাদের জীবনের ছোট ছোট কষ্ট গুলো জমা হতে হতে অভিমানের পাল্লা অনেক ভারী হয়ে যায়। যে অভিমানগুলো সারাজীবন মনের ভিতরে জায়গা করে নেয়। হয়তো সেই অভিমানগুলো কখনো ভুলে যাওয়ার মতো নয়। কখন কার জীবনে পরিবর্তন আসে সেটা বলা যায় না। তাই সব সময় অন্যকে বিদ্রুপ করা থেকে দূরে থাকা উচিত। আমাদের জীবনের গতিপথ পরিবর্তনের সাথে সাথে আমাদের জীবন বদলে যায়। ভাইয়া আপনার এই পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।