ভিন্ন স্বাদে কাতলা মাছ ভুনা রেসিপি🍲||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে।ভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে আমার অনেক ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি ভিন্ন কিছু রেসিপি তৈরি করার। তাই আজকে আমি ভিন্ন স্বাদের কাতলা মাছ ভুনা রেসিপি তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। কাতলা মাছ খেতে আমার অনেক ভালো লাগে। তাই আজকে হঠাৎ করেই মন চাইলো একটু ভিন্নভাবে কাতলা মাছ রেসিপি তৈরি করতে। কাতলা মাছের ঝোল অনেকেই খেয়েছেন। কিন্তু টকটক কাতলা মাছ ভুনা হয়তো অনেকেই খাননি। হালকা লেবুর রস দিয়ে ভিন্ন স্বাদের কাতলা মাছ ভুনা রেসিপি তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। তাই আমি এই মজার রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।

ভিন্ন স্বাদে কাতলা মাছ ভুনা রেসিপি:

CM_20220609175130804.jpgCemera: Oppo-A12.


ভিন্ন স্বাদে কাতলা মাছ ভুনা রেসিপি খেতে দারুন হয়েছিল। আপনারা হয়তো অনেকেই মাছের বড় বড় পিস খেতে পছন্দ করেন। তবে আমি মাছের ছোট ছোট পিস খেতে বেশি পছন্দ করি। মাছের পিস পাতলা করে কেটে এরপর ভুনা করলে খেতে বেশি ভালো লাগে। অনেক সময় বড় মাছের পিসের কারণে মাছের ভিতরে মসলা ঢুকতে পারে না। তাই খেতে খুবই বাজে লাগে। তাই আমি কাতলা মাছের বড় বড় পিসগুলো কেটে ছোট ছোট করে নিয়েছি। লেবুর রস দিয়ে কাতলা মাছের এই মজার রেসিপি খেতে দারুন হয়েছিল।

প্রয়োজনীয় উপকরণ:

ক্রমিক নংনামপরিমাণ
কাতলা মাছ৪ পিস
লেবুর রস১ চামচ
লেবুর পাতা২ টি
হলুদের গুঁড়া১/২ চামচ
মরিচের গুঁড়া১ চামচ
ধনিয়া গুঁড়া১/২ চামচ
লবণপরিমাণমতো
জিরা বাটা১/২ চামচ
রসুন বাটা১/২ চামচ
১০পেঁয়াজ কুচি১/২ কাপ
১১পেঁয়াজ বাটা১/২ কাপ
১২সয়াবিন তেল৪ চামচ

IMG20220609102417.jpgCemera: Oppo-A12.

IMG20220609103116.jpgCemera: Oppo-A12.


ভিন্ন স্বাদে কাতলা মাছ ভুনা রেসিপি তৈরির ধাপসমূহ নিচে দেওয়া হলো:


↘️ধাপসমূহ:↙️

ধাপ-১

IMG20220609103210.jpgCemera: Oppo-A12.

IMG20220609103255.jpgCemera: Oppo-A12.


ভিন্ন স্বাদে কাতলা মাছ ভুনা রেসিপি তৈরি করার জন্য প্রথমে কাতলা মাছের পিসগুলো পাতলা করে কেটে নিয়েছি। যাতে করে মাছের ভেতরে মসলা ভালোভাবে প্রবেশ করে। এরপর পরিমাণ অনুযায়ী পেঁয়াজকুচি দিয়েছি।

ধাপ-২

IMG20220609103333.jpgCemera: Oppo-A12.

IMG20220609103418.jpgCemera: Oppo-A12.


এবার পরিমাণ অনুযায়ী রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়েছি।

ধাপ-৩

IMG20220609103453.jpgCemera: Oppo-A12.

IMG20220609103549.jpgCemera: Oppo-A12.


এবার পরিমাণ অনুযায়ী ধনিয়া গুঁড়া দিয়েছি। এরপর এক এক করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও লবণ দিয়েছি। এরপর পরিমাণ অনুযায়ী জিরা বাটা দিয়েছি।

ধাপ-৪

IMG20220609103611.jpgCemera: Oppo-A12.

IMG20220609103623.jpgCemera: Oppo-A12.


এবার আমার এই রেসিপি খেতে ভিন্ন রকম স্বাদ তৈরি করার জন্য এক চামচ পরিমাণে লেবুর রস দিয়েছি। লেবুর রস দেওয়াতে মাছভুনা খেতে আলাদা রকমের হয়।

ধাপ-৫

IMG20220609103703.jpgCemera: Oppo-A12.

IMG20220609103835.jpgCemera: Oppo-A12.


এবার পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেল দেওয়া হয়ে গেলে এবার সবগুলো মসলা একত্রিত করার জন্য এবং কাতলা মাছের পিসগুলো ভালোভাবে মশলার সাথে মিক্স করার জন্য হাত দিয়ে নাড়াচাড়া করছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মাছের পিসের সাথে মসলা ভালোভাবে মিক্স হয়েছে।

ধাপ-৬

IMG20220609103942.jpgCemera: Oppo-A12.

IMG20220609104011.jpgCemera: Oppo-A12.


এবার সামান্য পরিমাণে পানি দিয়েছি। যাতে করে মাছ ভালোভাবে ভুনা হয় এবং সেদ্ধ হয়। এরপর কয়েক পিচ লেবুর পাতা দিয়েছি। লেবুর পাতা দিলে আলাদা রকমের ফ্লেভার আসে।

ধাপ-৭

IMG20220609105201.jpgCemera: Oppo-A12.


এভাবে কিছুক্ষণ রান্না করার পর চামচ দিয়ে নাড়াচাড়া করেছি। যাতে করে মাছ ভুনা খেতে ভালো লাগে এবং নিচের দিকের অংশে লেগে না যায়।

শেষ ধাপ:

IMG_20220609_174637.jpgCemera: Oppo-A12.


এভাবে কিছুক্ষণ রান্না করার পর ভিন্ন স্বাদের কাতলা মাছ ভুনা রেসিপি যখন তৈরি হয়েছে তখন আমি চুলা বন্ধ করে দিয়েছি। এভাবে এই মজার রেসিপি তৈরি করেছি।

পরিবেশন:

IMG_20220609_173507.jpgCemera: Oppo-A12.


ভিন্ন স্বাদে কাতলা মাছ ভুনা রেসিপি তৈরি হয়ে গেলে সকলের মাঝে উপস্থাপন করার জন্য সুন্দরভাবে একটি বাটির মধ্যে তুলে নিয়েছি। এরপর আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য ফটোগ্রাফি করেছি। ভিন্ন স্বাদের কাতলা মাছ ভুনা খেতে দারুন হয়েছিল। গরম ভাতের সাথে এই রেসিপি খেয়ে আমার খুবই ভালো লেগেছে। তাই এই রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

ভিন্ন স্বাদে কাতলা মাছ ভুনা রেসিপি যদি আপনাদের কাছে ভালোলাগে তাহলে উপরের রেসিপি তৈরির প্রসেস অনুযায়ী এই মজার রেসিপি তৈরি করে খেতে পারেন। আশা করছি সকলের কাছে ভালো লেগেছে।


🥀ধন্যবাদ সকলকে।🌹

Sort:  
 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে ভিন্ন স্বাদের কাতলা মাছ ভুনা রেসিপি শেয়ার করেছেন। রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

জ্বি ভাইয়া আমার এই ভিন্ন স্বাদের কাতলা মাছের ভুনা রেসিপি খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। আপনিও এভাবে রেসিপি তৈরি করে খেতে পারেন। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া।💝💝

 2 years ago 

কাতলা মাছের এই রেসিপিটি দেখে তো লোভ লেগে গেলে ।এত সুন্দর দেখতে মাছের রেসিপি দেখেই খিদে লেগে গেল। লেবু পাতা আর রস দিয়ে সুন্দর করে আপনি কাতলা মাছ গুলো রান্না করেছেন। মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু হবে ।কারণ লেবুর রস আর লেবু পাতার ফ্লেভার অসাধারণ কাজ দেবে।

 2 years ago 

জ্বি আপু আমার এই কাতলা মাছের রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনিও এভাবে এই রেসিপি তৈরি করে খেতে পারেন। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু।🌹🌹

 2 years ago 

ভিন্ন স্বাদে কাতলা মাছ ভুনা রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে। রান্নার কালার দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

এত সুন্দরভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনিও এভাবে এই রেসিপি তৈরি করে খেতে পারেন। আপনার জন্যও শুভকামনা রইলো ভাইয়া।❣️❣️

 2 years ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর করে ভিন্ন স্বাদে কাতলা মাছ ভুনা রেসিপি রান্না করেছেন, আর সত্যি লেবুর সর ব্যবহার করার জন্য রান্নাটি ভিন্ন স্বাদরে হয়েছে, লেবুর সর দিয়ে মাছ রান্না খুব সুস্বাদু এবং মজাদার হয়, এছাড়াও আপনার উপস্থাপনা আমার খুবই ভালো লেগেছে, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 2 years ago 

লেবুর রস দিয়ে এভাবে কাতলা মাছ রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু হয় ভাইয়া। আপনিও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া।💞💞

 2 years ago 

ওয়াও! হালকা লেবুর রসের সাথে কাতলা মাছের ভুনা দেখেই তো লোভ লেগে গেল আপু। রেসিপির কালারটা লোভনীয় লাগতেছে ভাইয়া। রেসিপির ভুনাটা মনে হচ্ছে একটু ঝা হয়েছে,,, 😊। ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

লেবুর রস দিয়ে কাতলা মাছ এভাবে ভুনা করলে খেতে দারুন লাগে ভাইয়া। আপনিও বাসায় ট্রাই করে দেখতে পারেন। মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সত্যিই অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। লেবুর ফ্লেভারটা নিশ্চয়ই রেসিপির সাথে খুব ভালো লেগেছে। এভাবে কখনো খাওয়া হয়নি। একদিন এভাবে লেবুর রস এবং লেবু পাতা দিয়ে এই রেসিপিটি ট্রাই করে দেখব। আমার কাছে অনেক ইউনিক লেগেছে রেসিপিটি। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জ্বি আপু লেবুর রস এবং লেবুর পাতা দিয়ে এভাবে কাতলা মাছের রেসিপি ট্রাই করে দেখবেন খেতে ভীষণ সুস্বাদু লাগে। এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপু।🌹🌹🌹

 2 years ago 

কাতলা মাছ আমার অনেক পছন্দের একটা মাছ। তবে কাতলা মাছের মাথাটা খেতে আমি বেশি পছন্দ করি। লেবুর রস এবং লেবুর পাতা দেওয়ার বিষয়টি আমার কাছে দারুণ লেগেছে। চমৎকার ছিল কিন্তু রেসিপির কালারটা। দেখেই তো আমার লোভ লাগছে। ধন্যবাদ আমাদের সাথে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আমার এই রেসিপি আপনার কাছে দারুন লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। এই রেসিপি খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল। আপনিও এভাবে রেসিপি তৈরি করতে পারেন। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া।💝💝

 2 years ago 

মাছ আমার বরাবরই খুব ফেভারেট তবে ভেজে রান্না করলে খেতে আরো বেশি সুস্বাদু লাগে। রেসিপি দেখতে দারুন লোভনীয় দেখাচ্ছে খেতেও আশা করি তেমন সুস্বাদু হয়েছিল প্রস্তুত প্রণালি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

জ্বি ভাইয়া আমার এই রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন ভাইয়া।❣️❣️

 2 years ago 

হালকা লেবুর রস দিয়ে ভিন্ন স্বাদের কাতলা মাছ ভুনা রেসিপি তৈরি করলে খেতে খুবই ভালো লাগে।

আমার কাছেও হালকা লেবুর রস দিয়ে কাতলা মাছের ভুনা রেসিপি খেতে অনেক ভালো লাগে। অনেক দিন হয়ে গিয়েছে কাতলা মাছের কোন রেসিপি খায় না তাই আপনার তৈরি করা কাতলা মাছের এই রেসিপিটি দেখে খুব লোভ হচ্ছিল আমার। খুবই সুন্দর ভাবে কাতলা মাছের ভুনা রেসিপি তৈরি করার পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

হালকা লেবুর রস দিয়ে কাতলা মাছের ভুনা রেসিপি খেতে আপনার ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া। এতো সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া।💝💝

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60030.46
ETH 2413.07
USDT 1.00
SBD 2.43