গোধূলি বেলা ও একটি কাঠের ব্রিজ 📸 ||[10% shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি আমার ছোট ভাই-বোনদের সাথে কাটানো একটি সুন্দর মুহূর্ত নিয়ে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি। কয়েকদিন আগেও আমি আমার ছোট ভাই-বোনদের সাথে কাটানো কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করেছি। তবে আজ আমি যেই মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করবো তা দেখে আপনাদের কাছে আরো বেশী ভালো লাগবে। গোধূলি বেলায় সুন্দর একটি কাঠের ব্রিজের উপর সময় কাটানো এবং কাঠের ব্রিজের চারপাশে সময় কাটানো সত্যিই অনেক আনন্দের ছিল। তাই আমি আমার কাটানো সেই সুন্দর মুহূর্ত ও গোধূলি বেলার সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি।

গোধূলি বেলা ও একটি কাঠের ব্রিজ:📸:

IMG20220211170150.jpgCemera: Oppo-A12.
Location

IMG20220211170243.jpgCemera: Oppo-A12.
Location


গোধূলি বেলা সবসময়ই আমাদের কাছে প্রিয়। গোধূলি বেলায় প্রকৃতি সেজে ওঠে এক অপরূপ সৌন্দর্যে। আর এই অপরূপ সৌন্দর্যে ভরা প্রকৃতির মাঝে যদি থাকে একটি নিরিবিলি ও সুন্দর পরিবেশ তাহলে মুহূর্তটি আরো বেশি সুন্দর হয়। তেমনি আজ আমি আমার ছোট ভাই বোনদেরকে নিয়ে কাটানো গোধূলি বেলার একটি সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরেছি। চারপাশে সবুজ-শ্যামল ফসলের মাঠ আর মাঝ দিয়ে বয়ে চলা একটি ছোট্ট নদী ও সেই নদীর উপর একটি সুন্দর কাঠের ব্রিজ। এই গোধুলিবেলায় কাঠের ব্রিজের উপর কাটানো মুহূর্ত সত্যি অনেক সুন্দর ছিল।

IMG20220211170316.jpgCemera: Oppo-A12.
Location

IMG20220211170633.jpgCemera: Oppo-A12.
Location


প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও এই কাঠের ব্রিজের সৌন্দর্য সবকিছুই ভালো লেগেছে আমার কাছে। ছোট্ট একটি কাঠের ব্রিজ এই ছোট নদীর উপর তৈরি হয়েছে। এই কাঠের ব্রিজ এক গ্রাম থেকে অন্য গ্রামের যাতায়াত ব্যবস্থা উন্নত করেছে। নদীর পাড়ে মানুষ গুলোর চলাচলের পথ আরো বেশি সহজ করেছে। যখন প্রকৃতি নিস্তব্ধ হয়ে যায় ও সন্ধ্যা নেমে আসে তখন এই কাঠের ব্রিজের সৌন্দর্য আরো বেশি ফুটে ওঠে। নিস্তব্ধ এই প্রকৃতির মাঝে সুন্দর একটি কাঠের ব্রিজ ও সাথে খোলা হাওয়া সবকিছু মিলিয়ে খুবই সুন্দর একটি পরিবেশে তৈরি হয়েছিল।

IMG20220211170234.jpgCemera: Oppo-A12.
Location

IMG20220211175955.jpgCemera: Oppo-A12.
Location


গোধূলি বেলার রক্তিম আভা ও আফছা আলো-আঁধারীর খেলা সবকিছু মিলিয়ে পরিবেশটি আরো বেশি সুন্দর হয়েছিল। আমি আমার ছোট ভাইবোনদেরকে নিয়ে যখন ব্রিজের চারপাশে ঘোরাঘুরি করছিলাম তখন ওরা খুবই আনন্দ পেয়েছিল। ছোট্ট একটি কাঠের ব্রিজ চারপাশের প্রকৃতিকে আরো বেশি সুন্দর করে তুলেছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মন ভরে যায়। সবকিছু যেন একদম রংতুলিতে আঁকা প্রকৃতি। আমরা সকলে মিলে যতক্ষণ সময় এই কাঠের ব্রিজের উপরে ছিলাম ততক্ষণ খুবই ভালো লেগেছিল।

IMG20220211175746.jpgCemera: Oppo-A12.
Location

IMG20220211175811.jpgCemera: Oppo-A12.
Location


এই ছোট্ট নদীতে ছিল ছোট ছোট নৌকা। এই নৌকাগুলো দিয়ে জেলেরা মাছ ধরে। পড়ন্ত বিকেলের অপরূপ সৌন্দর্য ও নদীতেছোট ছোট নৌকা গুলো দেখে আমার খুবই ভালো লেগেছিল। ছোট নদীতে ঘাটে ছোট নৌকা প্রকৃতিকে আরো বেশি নতুন রূপে সাজিয়ে তুলেছে। আসলে এমন কিছু সৌন্দর্য রয়েছে যেগুলো বলে বোঝানো যায় না। যে সৌন্দর্য গুলো দেখলে চোখ জুড়িয়ে যায়।

IMG20220211175656.jpgCemera: Oppo-A12.
Location

IMG20220211175701.jpgCemera: Oppo-A12.
Location


আমি যখন ব্রিজের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য ও নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য নিচের দিকে গিয়েছিলাম তখন আমি অনেক সুন্দর ভাবে এই কাঠের ব্রিজের নিচের দিকের ফটোগ্রাফি করেছি। এই কাঠের ব্রিজের নিচের দিকে অনেক বাঁশ ও কাঠ ব্যবহার করা হয়েছে। কাঠের ব্রিজের ওপরটা যেমন সুন্দর করে তৈরি করা তেমনি নিচের দিকের অংশে অনেক মজবুত ভাবে তৈরি করা হয়েছে। কাঠের ব্রিজটি সুন্দরভাবে তৈরি করার জন্য এখানে অনেক মজবুত ভাবে প্রতিটি বাঁশের খুঁটি তৈরি করা হয়েছে।

IMG20220211180007.jpgCemera: Oppo-A12.
Location


কাঠের ব্রিজের উপরের অংশে দেখতে একরকম নিচের অংশে দেখতে আলাদা রকমের। এই ব্রিজটি খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। চরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্য নদীর উপরে ছোট্ট কাঠের ব্রিজ অনেক সুন্দরভাবে ও মজবুত ভাবে তৈরি করা হয়েছে। চরাঞ্চলের মানুষ গুলো এই কাঠের ব্রিজের উপর চলাচল করে। গোধূলি বেলায় এই সুন্দর কাঠের ব্রিজটি আরো সুন্দরভাবে সেজে উঠেছে।

IMG20220211170857.jpgCemera: Oppo-A12.
Location

IMG20220211170740.jpgCemera: Oppo-A12.
Location


এই কাঠের ব্রিজটি যেহেতু চরাঞ্চলের খুব কাছাকাছি ছিল তাই এই ব্রিজটির খুবই কাছে একটি আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। এই আশ্রয় কেন্দ্রে চরাঞ্চলের মানুষ বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করার জন্য আশ্রয় নেয়। অনেক সুন্দর ভাবে এই আশ্রয় কেন্দ্রটি তৈরি করা হয়েছে। আর আশ্রয় কেন্দ্রের চারপাশে ফসলের মাঠ রয়েছে। চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা অনেকটা কৃষির উপর নির্ভরশীল। তাই যখন তাদের চাষাবাদের জমিগুলো শুকনো থাকে তখন তারা বিভিন্ন ফসল ফলায়। আমরা সবাই মিলে ফসলের মাঠের খুবই কাছাকাছি গিয়ে ছবি তুলেছি। সুন্দর গম ক্ষেত ও ছোট ছোট ধানের গাছ গুলো দেখে খুবই ভালো লেগেছে আমাদের।

IMG20220211175910.jpgCemera: Oppo-A12.
Location

IMG20220211175824.jpgCemera: Oppo-A12.
Location


যখন আমি দূর থেকে এই সুন্দর কাঠের ব্রিজটি দেখছিলাম তখন আমার খুব ভালো লেগেছিল। তাই আমি দূর থেকেই এই সুন্দর কাঠের ব্রিজের ফটোগ্রাফি করেছি। সুন্দর এক গোধূলি বেলায় এই কাঠের ব্রিজ দেখতে আরো সুন্দর হয়েছে। কাঠের ব্রিজের অপরূপ সৌন্দর্য যেন গোধূলিবেলাকে আরো বেশি সুন্দর করে তুলেছে।

গোধূলি বেলা ও একটি কাঠের ব্রিজ নিয়ে আমি আমার মনের অগোচরে লুকানো কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি আমার পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে।


🥀ধন্যবাদ সকলকে।🌹

Sort:  
 2 years ago 

কাঠের ব্রিজের উপর কাটানো সময়টুকু অনেক সুন্দর ছিল আপনার ভাইয়া । সবাই মিলে একসঙ্গে মধুর একটি সময়ে উপভোগ করছেন আপনি । তাছাড়া আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে । এত সুন্দর একটি সময় ও তার সাথে সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

তাছাড়া আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া

 2 years ago 

জ্বি ভাইয়া ছোট ভাইবোনদের নিয়ে দারুন একটি সময় উপভোগ করেছিলাম। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।♥️♥️

 2 years ago 

গোধূলি বেলায় সবুজ প্রকৃতির মাঝে অসাধারন একটি মুহূর্ত কাটিয়েছেন দেখে খুব ভালো লাগছে । ছোট ভাই বোনদের নিয়ে বিলুপ্তপ্রায় কাঠের ব্রিজ লেক বা নদী যাই হক সাথে সবুজ প্রকৃতির মাঝে সময় কাটিয়েছেন। এমন সুন্দর মুহূর্ত আপনার জীবনে বার বার ফিরে আসুক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য । শুভকামনা রইল।

 2 years ago 

ছোট ভাইবোনদের নিয়ে কাঠের ব্রিজ পাড়ে খুব আনন্দ করেছি ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ❣️❣️

 2 years ago 

চারপাশে সবুজ-শ্যামল ফসলের মাঠ আর মাঝ দিয়ে বয়ে চলা একটি ছোট্ট নদী ও সেই নদীর উপর একটি সুন্দর কাঠের ব্রিজ। এই গোধুলিবেলায় কাঠের ব্রিজের উপর কাটানো মুহূর্ত সত্যি অনেক সুন্দর ছিল।

ভাইয়া আজকে আপনি গোধূলি বেলার কাঠের ব্রিজে অনেক সুন্দর মুহুর্ত কাটিয়েছেন দেখে অনেক ভালো লাগলো অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন

 2 years ago 

এত সুন্দর একটি মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। 💓💓

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাই কাঠের ব্রিজের উপরে থাকা মুহূর্তগুলো সত্যিই দারুণ ছিল ।বিশেষ করে চারিদিকে প্রকৃতির অপার সৌন্দর্যের মধ্যে যখন ফিরে ফিরে বাতাস বইছিল তখন যে কেউ মুগ্ধ হয়ে যাবে ওই পরিবেশে থেকে । যাই হোক আপনার পোষ্টের মাধ্যমে আপনার অভিজ্ঞতাগুলোর সুন্দর ভাবে উপলব্ধি করতে পারলাম। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর পোস্ট টা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই ব্রিজ পাড়ের প্রকৃতির সৌন্দর্য খুবই চমৎকার ছিল ভাইয়া। সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ❤️❤️

 2 years ago 

ভাইয়া,এই কাঠের ব্রিজটি আমার কাছে বেশ ভালো লেগেছে।কিন্তু দেখে আবার ভয়ও হচ্ছে কখন যে ভেঙে যায়। আপনি আর আপনার ছোট ভাই-বোনদের সাথে এ গোধূলি বেলায় কাটানো মুহূর্ত দেখে অনেক ভালো লাগতেছে।আমাদের সাথে এই মুহূর্ত ভাগ করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমিও কাঠের ব্রিজের উপর উঠে প্রথমে খুব ভয় পেয়েছিলাম আপু। পরে বুঝতে পারলাম এই ব্রিজটা খুবই মজবুত। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। 🌷🌹🌷

বিকেলবেলা ঘুরতে সকলেরই অনেক আনন্দ লাগে। আর যদি পাশে প্রানের বন্ধু গুলো থাকে তাহলে সে আনন্দ ধরে রাখা মুশকিল। আর আপনি আপনার ছোট ভাই বোনদের নিয়ে অনেক সুন্দর মুহূর্ত পার করেছেন। বিশেষ করে কাঠের ব্রিজে চড়ার অনুভূতিটা অন্য রকম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের অনুভূতি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বি ভাইয়া ছোট ভাই বোনদেরকে নিয়ে দারুণ আনন্দ করেছি। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ❤️

 2 years ago 
কাঠের ব্রিজ টি দারুন লাগলো। ইচ্ছে হচ্ছে সামনা সামনি দেখে আসি। হয়তো বর্ষা কালের জন্য এই ব্রিজ টি তৈরী হয়েছে। তবে এই ব্রিজ টি মানুষের জন্য একটি আর্শিবাদ সরুপ আমি মনে করি। সুন্দর একটি সময় কাটিয়েছেন। আপনার মূহুর্ত গুলো শেয়ার করায় আমি কিন্তু খুবি খুশি হয়েছে কারন আমার কাছে গ্রাম বাংলার এই দৃশ্য দেখতে খুবি ভাল লাগে। ভাল থাকবেন।
 2 years ago 

গোধূলি বেলায় প্রকৃতি সেজে ওঠে এক অপরূপ সৌন্দর্যে। আর এই অপরূপ সৌন্দর্যে ভরা প্রকৃতির মাঝে যদি থাকে একটি নিরিবিলি ও সুন্দর পরিবেশ তাহলে মুহূর্তটি আরো বেশি সুন্দর হয়।

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া । সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে প্রকৃতি যেন সেজে ওঠে রঙিন সাজে । এই কাঠের ব্রিজ এর সাথেই মনে হয় চরাঞ্চলের মানুষের একটি সম্পর্ক তৈরী হয়ে গেছে । কাঠের ব্রিজ আমি কখনো দেখিনি আপনি খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন আপনি । ধন্যবাদ আপনাকে ❤️

 2 years ago 

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

কাঁঠের ব্রিজ, বাঁশের ব্রিজ এগুলো আসলে গ্রামে নদী পার হওয়ার জন্য তৈরি করা হয়। এগুলো ধরতে গেলে গ্রামের সৌন্দর্যের মধ্যেই পড়ে। অনেক মানুষ আছে এসব ব্রিজে উঠতে ভয় পায়। আপনার ফটোগ্রাফি অনেক ভালো ছিলো। সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছেন।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovqXYqtnvTwyujR3e6QABJn4NcxC3bdgrwX6NgAN649cHgfxhe5ph4GRfCVnb7WW5KRh8RjMmS8SJiGa3FeiiFtjQ.png

 2 years ago 

এই ধরনের কাঠের ব্রিজ এখন তেমন আর একটা দেখতে পাওয়া যায় না। গ্রাম অঞ্চল গুলোতে এগুলো দেখতে পাওয়া যায় কিন্তু তার পরিমাণটা অনেকটাই কম। হয়তোবা আমাদের গ্রামে দুই একটা এমন কাঠের ব্রিজ রয়েছে। আপনি খুবই সুন্দরভাবে আপনার মনের অবসরের লুকানো কথা গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65811.20
ETH 3178.05
USDT 1.00
SBD 2.54