DIY- রঙিন কাগজ দিয়ে সোফা সেট তৈরি🛋️💺 || @shopon700 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।



বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলে সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। রঙিন কাগজ দিয়ে ও ফেলে দেওয়া সিগারেটের বক্স দিয়ে আমি সুন্দর সোফা সেট তৈরি করেছি। বিভিন্ন ধরনের নতুন নতুন আইডিয়া যখন আমার মাথায় আসে তখন আমি সেগুলো তৈরি করি। তেমনি আজ আমি রঙিন কাগজ ও সিগারেটের বক্স দিয়ে সোফা সেট তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করি আমার তৈরি সোফা সেট আপনাদের ভালো লাগবে।



💺রঙিন কাগজ দিয়ে সোফা সেট তৈরি🛋️:

IMG20211214162808.jpg
Cemera: Oppo-A12.



রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন আইডিয়া যখন মাথায় আসে তখন আমি নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। আজ আমি যখন আমার বাসার পাশের একটি ছোট দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম অনেকগুলো সিগারেটের বক্স ফেলে দিচ্ছে। সেই সিগারেটের বক্সগুলো দেখে আমার মনে হল এগুলো দিয়ে কোনো কিছু তৈরি করা যেতে পারে। তাই আমি সেখান থেকে কয়েকটি সিগারেটের বক্স নিয়েছিলাম। পরে বাসায় এসে অনেক ভেবেচিন্তে সোফা সেট তৈরির আইডিয়া মাথায় এলো। কারণ এর আগেও আমি হয়তো কোথাও দেখেছিলাম এরকম একটি আইডিয়া। তাই আমি রঙিন কাগজ ও সিগারেটের বক্সগুলো দিয়ে সুন্দর সোফা সেট তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। ফেলে দেওয়া সিগারেটের বক্স ও রঙিন কাগজ দিয়ে তৈরি সোফা সেট দেখতে খুবই সুন্দর হয়েছে।



প্রয়োজনীয় উপকরণসমূহ:

  • রঙিন কাগজ।
  • সিগারেটের বক্স
  • আঠা।
  • কাঁচি।
  • পেন্সিল।
    IMG20211214144928.jpg
    Cemera: Oppo-A12.



রঙিন কাগজ দিয়ে সোফা সেট তৈরির ধাপসমূহ:

🛋️ধাপ-১💺

IMG20211214145014.jpg
Cemera: Oppo-A12.

IMG20211214145126.jpg
Cemera: Oppo-A12.



আমি যেহেতু রঙিন কাগজ ও সিগারেটের বক্স ব্যবহার করে সোফা সেট তৈরি করবো তাই আমি প্রথমে রঙিন কাগজের উপর সিগারেটের বক্স নিয়েছি। সিগারেটের বক্সটি সুন্দর করার জন্য রঙিন কাগজ লাগাতে আঠা লাগিয়েছি।



🛋️ধাপ-২💺

IMG20211214145250.jpg
Cemera: Oppo-A12.

IMG20211214145355.jpg
Cemera: Oppo-A12.

IMG20211214145449.jpg
Cemera: Oppo-A12.



সিগারেটের বক্স রঙিন কাগজ দিয়ে মোড়ানোর চেষ্টা করেছি। এরপর বাড়তি কাগজ কাঁচি দিয়ে কেটেছি।



🛋️ধাপ-৩💺

IMG20211214145720.jpg
Cemera: Oppo-A12.

IMG20211214145841.jpg
Cemera: Oppo-A12.

IMG20211214150111.jpg
Cemera: Oppo-A12.



সিগারেটের বক্স রঙিন কাগজে মোড়ানো হলে দুই পাশের অংশে আঠা লাগিয়েছি। সোফা সেট তৈরি করার জন্য এভাবে আমি সিগারেটের বক্স প্রস্তুত করেছি।।



🛋️ধাপ-৪💺

IMG20211214150323.jpg
Cemera: Oppo-A12.

IMG20211214150821.jpg
Cemera: Oppo-A12.



এবার সোফা সেট তৈরির আরো কিছু অংশ তৈরি করার জন্য রঙিন কাগজ সিগারেটের বক্স এর উপর লাগিয়েছি।



🛋️ধাপ-৫💺

IMG20211214151048.jpg
Cemera: Oppo-A12.

IMG20211214151355.jpg
Cemera: Oppo-A12.

IMG20211214151639.jpg
Cemera: Oppo-A12.



এবার সোফার দুইপাশের হাত রাখার অংশ তৈরি করার জন্য যেহেতু ছোট সিগারেটের বক্স প্রয়োজন তাই আমি প্রথমে মাপ অনুযায়ী হালকাভাবে পেন্সিল দিয়ে দাগ দিয়েছি। এরপর কাঁচি দিয়ে সিগারেটের বক্স কেটেছি।



🛋️ধাপ-৬💺

IMG20211214151951.jpg
Cemera: Oppo-A12.

IMG20211214152152.jpg
Cemera: Oppo-A12.

IMG20211214152612.jpg
Cemera: Oppo-A12.



এবার কাটা সিগারেটের বক্সগুলোতে পুনরায় রঙিন কাগজ লাগিয়েছে। এভাবে সোফা সেট তৈরি করার জন্য কয়েকটি অংশ তৈরি করেছি।



🛋️ধাপ-৭💺

IMG20211214152803.jpg
Cemera: Oppo-A12.

IMG20211214152902.jpg
Cemera: Oppo-A12.



এরপর সোফা সেটের অংশগুলো একত্রে জোড়া লাগানোর জন্য একটির সাথে আরেকটি মাপ অনুযায়ী জোড়া লাগানোর চেষ্টা করেছি। এবার আঠা দিয়ে দুটি অংশ জোড়া লাগিয়েছি।



🛋️ধাপ-৮💺

IMG20211214152945.jpg
Cemera: Oppo-A12.

IMG20211214153030.jpg
Cemera: Oppo-A12.

IMG20211214153246.jpg
Cemera: Oppo-A12.



নিচের অংশ ও উপরের অংশ আঠা দিয়ে জোড়া লাগানো হয়ে গেলে দুই পাশের অংশ আঠা দিয়ে জোড়া লাগানোর জন্য প্রস্তুত করেছি।



🛋️ধাপ-৯💺

IMG20211214153401.jpg
Cemera: Oppo-A12.



এভাবে ধীরে ধীরে সোফা সেটের অংশগুলো আঠা লাগিয়ে প্রস্তুত করেছি। আঠা দিয়ে খুব সাবধানতার সাথে একটি অংশের সাথে আরেকটি অংশ জোড়া লাগিয়েছি।



🛋️ধাপ-১০💺

IMG20211214154541.jpg
Cemera: Oppo-A12.

IMG20211214155243.jpg
Cemera: Oppo-A12.



সোফা সেটের বড় অংশ তৈরি হয়ে গেলে এবার ছোট একটি সোফা তৈরি করার জন্য সিগারেটের বক্সের উপর রঙিন কাগজ লাগিয়েছি। এরপর ছোট সোফা তৈরি করার জন্য প্রস্তুত করেছি।



🛋️ধাপ-১১💺

IMG20211214155312.jpg
Cemera: Oppo-A12.

IMG20211214155333.jpg
Cemera: Oppo-A12.

IMG20211214155606.jpg
Cemera: Oppo-A12.



এবার ছোট একটি সোফা তৈরি করার জন্য একটি অংশের সাথে আরেকটি অংশ আঠা দিয়ে লাগিয়েছি। আমি খুব সাবধানতার সাথে এই কাজগুলো করেছি।



🛋️ধাপ-১২💺

IMG20211214155733.jpg
Cemera: Oppo-A12.

IMG20211214160431.jpg
Cemera: Oppo-A12.



সোফা সেট তৈরি করা হয়ে গেলে এবার সোফা সেটের সামনের টেবিল তৈরি করার চেষ্টা করেছি। এজন্য আমি সিগারেটের বক্স নিয়েছি। এবার আমি রঙিন কাগজ দিয়ে সিগারেটের বক্সগুলো সুন্দর করে তুলেছি এবং একটি টেবিল তৈরি করার চেষ্টা করেছি।



🛋️ধাপ-১৩💺

IMG20211214160515.jpg
Cemera: Oppo-A12.

IMG20211214160601.jpg
Cemera: Oppo-A12.



আমার তৈরি টেবিলটি সুন্দর করার জন্য এবং ভালোভাবে উপস্থাপন করার জন্য টেবিলের মাঝের অংশে নীল কাগজ চারকোনা করে কেটে নিয়েছি। এরপর আঠা দিয়ে কাগজটি লাগিয়েছি।



🛋️ধাপ-১৪💺

IMG20211214160829.jpg
Cemera: Oppo-A12.

IMG20211214161226.jpg
Cemera: Oppo-A12.

IMG20211214161312.jpg
Cemera: Oppo-A12.



এবার সোফা সেটের জন্য কুশন তৈরি করতে নীল রঙের কাগজ নিয়েছি। এরপর কাগজগুলো সমান করে কেটে নিয়েছি। এবার এই কাগজ দিয়ে সোফার কুশন তৈরি করার জন্য ভাঁজ করেছি। উপরের ছবিটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজ করেছি।



🛋️ধাপ-১৫💺

IMG20211214161411.jpg
Cemera: Oppo-A12.

IMG20211214161429.jpg
Cemera: Oppo-A12.



সোফার কুশন তৈরি করার জন্য কাগজটি ভাঁজ করা হয়ে গেলে কাগজের শেষের অংশে আঠা লাগিয়েছি যাতে করে কাগজটা খুলে না যায়। এভাবে রঙিন কাগজ দিয়ে সোফার কুশন তৈরি করেছি।



🛋️শেষ ধাপ💺

IMG20211214161528.jpg
Cemera: Oppo-A12.

IMG20211214162108.jpg
Cemera: Oppo-A12.



এবার সোফার কুশন আরো বেশি সুন্দর করার জন্য আমি লাল রঙের ছোট ছোট কাগজের টুকরো আঠা দিয়ে কুশনগুলোর উপর লাগিয়েছি। এভাবে আমি বেশ কয়েকটি কুশন তৈরি করেছি।



💕উপস্থাপন❣️:

IMG20211214163225.jpg
Cemera: Oppo-A12.

IMG20211214163828.jpg
Cemera: Oppo-A12.



রঙিন কাগজ দিয়ে সোফা সেট তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি আমার তৈরি সোফা সেট আপনাদের কাছে ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি প্রতিটি ধাপ ভালোভাবে উপস্থাপন করার। এই সোফা সেট তৈরি করতে আমার অনেকটা সময় লেগেছে। আমি চেষ্টা করেছি সুন্দর একটি সোফা সেট তৈরি করার জন্য।



আমার তৈরি করা সোফা সেটটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের বাসার ছোট বাচ্চাদের খেলার জন্য এই সোফা সেট তৈরি করতে পারেন। আপনারা চাইলে উপরের পদ্ধতিগুলোর দেখে এই সুন্দর সোফা সেট তৈরি করতে পারেন।

💕ধন্যবাদ সকলকে।🌹

Sort:  
 4 years ago 

সোফার সাথে কুশন বালিশ গুলো তৈরি করেছেন। এই জিনিসটি আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখতে খুব সুন্দর লাগছে। আইডিয়াটা দারুণ লেগেছে আমার কাছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আমার তৈরি সোফা সেট এর কুশন আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম আপু। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🌹🌹🌹

 4 years ago 

অনেক চমৎকার হয়েছে ভাই আপনার ডাই ইভেন্টি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আপনি এডি বর্ণনা করেছেন এবং দেখিয়েছেন আমার অনেক ভালো লেগেছে আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাই।

 4 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।🌹🌹🌹

বাহ ভাইয়া খুব সুন্দর ভাবে ফেলে দেওয়া সিগারেটের বক্স দিয়ে সোফা তৈরি করছেন। সত্যি ভাবা যায় না এরকম সৃজনশীলতা। অত্যন্ত নিখুত এবং ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য সুভ কামনা রইল ভাইয়া।

 4 years ago 

আমি প্রায়ই নতুন কিছু তৈরি করার চেষ্টা করি ভাইয়া। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। ❣️❣️❣️

সিগারেটের বক্স এবং রঙিন কাগজ দিয়ে এত সুন্দর ভাবে সোফা সেট তৈরি করা যায় আমি কখনো ভাবি নি। অপ্রোজনীয় জিনিস গুলো এত সুন্দর ভাবে কাজে লাগিয়েছেন যে বলার বাহিরে। অনেক সুন্দর ভাবে সোফা সেট তৈরি করেছেন। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এবং খুব নিখুঁতভাবে কাজগুলো সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি সোফা সেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ❣️❣️❣️

 4 years ago (edited)

সোফা টি দারুন বানিয়েছেন। তৈরির উপকরণ গুলো দারুন ছিল। বাচ্চাদের খেলনার জন্য এটি খুব সুন্দর হবে। তারমানে আপনার তৈরিকৃত প্রোডাক্টটি বাস্তব জীবনে সুন্দরভাবেই কাজে লাগানো সম্ভব। মানে বাচ্চাদের মনোরঞ্জন করা সম্ভব ধন্যবাদ।

 4 years ago 

জ্বি ভাইয়া আমার তৈরি সোফা সেট বাস্তব জীবনেও কাজে লাগানো সম্ভব। কারণ এই সোফা সেট তৈরি করে বাচ্চাদের উপহার দিলে বাচ্চারা অনেক খুশি হয়। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ❣️❣️❣️❣️

ভাই অনেক সুন্দর হয়েছে আপনার কাগজের তৈরি সোফা সেট। আপনার আইডিয়াটা খুব সুন্দর। দেখে খুব ভালো লাগল। আপনে অনেক সুন্দর ভাবে ধাপগুলো উপস্থাপন করেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে।।আপনার জন্য শুভ কামনা রইল।
 4 years ago 

আমার তৈরি সোফা সেট আপনার ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম ভাইয়া। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।❣️❣️❣️❣️

 4 years ago 

বাহ আপনি রঙিন কাগজ ও সিগারেটের ফেলে দেওয়া প্যাকেট দিয়ে খুব সুন্দর একটি সোফা সেট তৈরি করেছেন ।এটি খুবই আকর্ষণীয় লেগেছে আমার কাছে। চমৎকার হয়েছে আপনার সোফাসেট। আমার কাছে দারুন লেগেছে ।প্রতিটি ধাপ আপনি চমৎকার ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন যা দেখে খুব সহজে বুঝতে পারছি আপনি কিভাবে সোফাসেট তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি সোফাসেট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 4 years ago 

আমার তৈরি সোফা সেট আপনার কাছে আকর্ষণীয় লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।🌹🌹🌹🌹

 4 years ago 

ওয়াও ভাইয়া রঙিন কাগজ সিগারেটের খালি প্যাকেট দিয়ে সত্যিই অসাধারণ সোফা তৈরি করেছেন। দেখতে একদম বাস্তবিক সোবার মত লাগছে। খুবই দক্ষতার সাথে আপনি রঙিন কাগজ এবং সিগারেটের প্যাকেট দিয়ে সোফা তৈরি করেছেন। ভাইয়া,রঙিন কাগজ এবং সিগারেটের খালি প্যাকেট দিয়ে সোফা তৈরি করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে বর্ণনা সহকারে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সোফা তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 4 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।🌹🌹🌹

 4 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর সোফা সেটর তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনার উপস্থাপনা আমার খুবই পছন্দ হয়েছে। আপনার উপস্থাপন দেখে আমি তৈরি করা শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া। ❣️❣️❣️

 4 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর ভাবে সোফা সেট তৈরি করেছেন ভাইয়া ।আপনার তৈরি এই সোফা সেট টি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে ।বিশেষ করে লাল রঙের রঙিন কাগজ ব্যবহার করায় এটি দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। সোফা সেট তৈরি করার প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। যার মাধ্যমে আমরা খুব সহজেই সোফা সেট তৈরি করা জানতে ও বুঝতে পেরেছি ।এরকম একটি ইউনিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আপনি আপনার এই কাজের মাধ্যমে সৃজনশীলতার পরিচয় আমাদের মাঝে তুলে ধরেছেন ।শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

আমার তৈরি সোফা সেট আপনার ভালো লেগেছে জেনে অনেক বেশি খুশি হলাম ভাইয়া। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে জানাচ্ছি অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। ❣️❣️❣️❣️

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111404.59
ETH 4315.12
SBD 0.83