DIY-এসো নিজে করি: "কাগজের তৈরি রঙিন ছাতা" || আমার বাংলা ব্লগ // @shopon700 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।



প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আমি ছোটবেলা থেকেই রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস তৈরি করতে খুবই ভালোবাসি। নতুন কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে। আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি "রঙিন ছাতা" তৈরি করেছি যা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আমি এই ছাতাটি তৈরির বিভিন্ন পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।



☔কাগজ দিয়ে তৈরি: "রঙিন ছাতা"☔

IMG20210911225212.jpg
Cemera: Oppo-A12.



আমি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি রঙিন ছাতা তৈরি করেছি। এই রঙিন ছাতাটি তৈরি করতে আমার বেশি সময় লেগেছে। তবে ছাতাটি দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি মাঝে মাঝেই রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের খেলনা, ওয়ালমেট, ছাতা ইত্যাদি তৈরি করে থাকি। তাই আমার ভালোলাগা থেকে আমি একটি সুন্দর "রঙিন ছাতা" তৈরি করেছি।



কাগজের তৈরি এই সুন্দর "রঙিন ছাতাটি" তৈরি করতে যেসব জিনিসের প্রয়োজন এবং কিভাবে এটি তৈরি করেছি তা নিচে আলোচনা করলাম।



প্রয়োজনীয় উপকরণ:

১) দুইটি রঙিন কাগজ এ ফোর সাইজ
২) একটি বাঁশের কাঠি
৩) আঠা
৪) কেচি

IMG20210911201141.jpg
Cemera: Oppo-A12.



কাগজ দিয়ে "রঙিন ছাতা" তৈরির ধাপসমূহ:

ধাপ-১

IMG20210911201327.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911201442.jpg
Cemera: Oppo-A12.



প্রথমে আমি দুটি এ ফোর সাইজের রঙিন কাগজ নিয়েছি। যেহেতু ছাতার উপরের পার্ট ও নিচের পার্ট তৈরি করতে হবে তাই একই সাথে দুটি কাগজের কাজ করছি। এরপর আমি কাগজটি কোনাকোনি ভাবে ভাঁজ করার চেষ্টা করেছি। যেহেতু এই কাগজটি কোনাকোনিভাবে ভাঁজ করা সম্ভব নয় তাই উপরের ছবির ন্যায় বাড়তি কিছু কাগজ রয়েছে।



ধাপ-২

IMG20210911201540.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911201639.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি নিচের অংশের বাড়তি কাগজটি সমানভাবে ভাঁজ করে নিয়েছি। এবার এই অপ্রয়োজনীয় বাড়তি অংশটি কেটে ফেলেছি। এখানে আমি খুব সাবধানতা সাথে কেচি দিয়ে বাড়তি অংশটুকু কেটে নিয়েছি।



ধাপ-৩

IMG20210911201911.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911202031.jpg
Cemera: Oppo-A12.



এবার সুন্দর একটি চারকোনা কাগজ তৈরি হয়েছে। এই চারকোনা কাগজটিকে আমি মাঝামাঝি ভাবে ভাঁজ করে নিয়েছি। এই ভাঁজটি মাঝামাঝি অংশে একদম সমানভাবে ভাঁজ করতে হয়।



ধাপ-৪

IMG20210911202544.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911202737.jpg
Cemera: Oppo-A12.



এরপর আমি চতুর্থ ধাপে কাগজের ভাঁজগুলো হাল্কা খুলে মাঝের অংশ ফাপা করে নিয়েছি। এবার আমি মাঝের অংশে ভাঁজ করে ছাতা তৈরির জন্য ছাতার শির করে নিয়েছি। এবার আমি পুনরায় ভাঁজ করে নিয়েছি।



ধাপ-৫

IMG20210911202900.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911203025.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911203339.jpg
Cemera: Oppo-A12.



এবার ভাঁজ করা কাগজ দুইটিতে নতুন করে ছাতার শির তৈরি করার জন্য দুই পাশের অংশে ভাঁজ করে নিয়েছি। উপরের ছবির ন্যায় দুই পাশেই ভাঁজ করে নিয়েছি।



ধাপ-৬

IMG20210911203544.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911203810.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911204618.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি ৬ নং ধাপে ভাঁজ করা কাগজটির মাঝে আঙ্গুল দিয়ে ধীরে ধীরে চাপ দিয়ে ফুলিয়ে নিয়েছি। এভাবে আমি দুটো কাগজই তৈরি করে নিয়েছি।



ধাপ-৭

IMG20210911204756.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911204921.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911205135.jpg
Cemera: Oppo-A12.



আমার তৈরি কাগজের "রঙিন ছাতা" দেখতে আকর্ষণীয় করার জন্য খুব সুন্দর ভাবে নিচের অংশে ডিজাইন করে কেটে নিয়েছি। উপরের ছবির মতো করে কেচি দিয়ে সুন্দর ভাবে কেটে নিয়েছি।



ধাপ-৮

IMG20210911205342.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911205532.jpg
Cemera: Oppo-A12.



আবার শিরের ভাঁজগুলোকে সুন্দরভাবে করে নিয়েছি। এরপর কাগজের ভাঁজগুলো ধীরে ধীরে খুলে নিয়েছি। এভাবে আমি কাগজ দিয়ে "রঙিন ছাতা" তৈরীর জন্য দুটি পার্টই করে নিয়েছি।



ধাপ-৯

IMG20210911205632.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911205748.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911210439.jpg
Cemera: Oppo-A12.



এবার ৯ নং ধাপে আমি ছাতার নিচের অংশের ফ্রেমটি উপরের ছবির ন্যায় দুই পাশে কেচি দিয়ে কেটে নিয়েছি। এরপর ধীরে ধীরে ভাঁজ খুলে নিয়েছি।



ধাপ-১০

IMG20210911210610.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911210923.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি ছাতার হাতল তৈরীর জন্য পূর্বে তৈরি করে রাখা বাঁশের কাঠি কাগজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য ছাতার দুটি পার্টের উপরের অংশে সামান্য একটু কেটে নিয়েছি। খুব সাবধানে কেটে নিয়েছি।



ধাপ-১১

IMG20210911211039.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911211130.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911211145.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি ছাতা তৈরীর জন্য প্রস্তুত করে রাখা ২ পার্ট খুব সুন্দর ভাবে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। এখানে আমি খুব সাবধানে সমান করে একটির উপর আরেকটি বসিয়ে দিয়েছি।



ধাপ-১২

IMG20210911211344.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911211518.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911211840.jpg
Cemera: Oppo-A12.



ছাতার দুইটি পার্ট যাতে খুলে না যায় এজন্য আমি আরো বেশি আঠা দিয়েছি। এরপর আমি হাত দিয়ে চাপ দিয়েছি। এর ফলে সহজেই দুটি পার্ট একসাথে লেগে গিয়েছে।



ধাপ-১৩

IMG20210911213216.jpg
Cemera: Oppo-A12.



এরপর আমি আমার শখের রঙিন ছাতা তৈরীর জন্য তিনটি লম্বা ও ছোট টুকরো কাগজ কেটে নিয়েছি। এটি ছাতাটি আকর্ষণীয় করে তুলবে।



ধাপ-১৪

IMG20210911213109.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911213146.jpg
Cemera: Oppo-A12.



এরপর আমি খুব সাবধানতার সাথে ছাতার হাতলের জন্য তৈরী করে রাখা বাঁশের কাঠি ঢুকিয়ে দিয়েছি।



ধাপ-১৫

IMG20210911213216.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911213251.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911213328.jpg
Cemera: Oppo-A12.



হাতল লাগানো শেষ হয়ে গেলে আমি উপরের অংশে পূর্বে লম্বা করে কেটে রাখা কাগজের টুকরো আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি।



ধাপ-১৬

IMG20210911213351.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি ছাতার উল্টোপিঠে লম্বা করে কেটে রাখা কাগজের টুকরোটি আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি।



ধাপ-১৭

IMG20210911213511.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911213536.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি উপরের ছবির ন্যায় উপরের ও নিচের অংশে আঠা লাগিয়ে নিয়েছি। এখানে খুব ভালোভাবে আঠা না লাগালে কাগজটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি খুব সাবধানে আঠা লাগিয়ে নিয়েছি।



ধাপ-১৮

IMG20210911214000.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911214236.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি ছাতার হাতলের নিচের অংশকে আকর্ষণীয় করে তোলার জন্য একটি রঙিন কাগজ আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর আমি বেশ কিছুক্ষণ সময় ছাতাটিকে নিরাপদ এক জায়গায় রেখে দিয়েছি আঠা শুকানোর জন্য।



চূড়ান্ত ধাপ

IMG20210911225227.jpg
Cemera: Oppo-A12.
IMG20210911230102.jpg
Cemera: Oppo-A12.



এভাবে আমি রঙিন কাগজ দিয়ে আমার পছন্দের একটি "রঙিন ছাতা" তৈরি করেছি।



উপরের ধাপগুলো অনুসরণ করে আপনারা চাইলে "রঙিন ছাতা" তৈরি করতে পারেন। আমি সব সময় চেষ্টা করি নতুন কিছু তৈরি করার। আমি আবারও নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।



🥀ধন্যবাদ সকলকে🌹

Sort:  
 3 years ago 

আপনি খুব সুন্দর ছাতা তৈরি করেছেন। শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুব ভালো ছাতা তৈরি করেছেন। ধাপে ধাপে উপস্থাপনা খুব সুন্দর ভাবে করেছেন। শুভেচ্ছা অনেক ভাইয়া

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অসাধারণ হয়েছে ভাইয়া।ছাতা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ ।যা সারা বছরই লাগে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কমেন্টস করার জন্য।

 3 years ago 

বাহ্ খুব সুন্দর হয়েছে আপনার ছাতা। আমিও পারি এমন করে ♥ শুভ কামনা

 3 years ago 

জেনে ভালো লাগলো আপনিও আমার মত করে কাগজ দিয়ে ছাতা তৈরি করতে পারেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে। শুভ কামনা♥

 3 years ago 

শুভ কামনা। অনেক সুন্দর হয়েছে আপনার ছাতা।♥

 3 years ago 

অনেক সুন্দরভাবে আপনি ছাতা বানিয়েছেন ভাই। সত্যিই বলতে আপনার হাতে যাদু আছে।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আমিও চেষ্টা করব। পোস্টটি খুব সুন্দর হয়েছে।
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

 3 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর করে ছাতা বানিয়েছেন আর উপস্থাপনা অসাধারণ হয়েছে। শুভ কামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57408.28
ETH 3079.77
USDT 1.00
SBD 2.31