DIY Event-এসো নিজে করি:- ম্যাচের কাঠি দিয়ে চেয়ার ও টেবিল তৈরি || @shopon700 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।



হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @shopon700 🇧🇩 বাংলাদেশের রংপুর বিভাগ থেকে। আজ আমি আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে হাজির হয়েছি। আমি "ম্যাচের কাঠি দিয়ে চেয়ার ও টেবিল তৈরি" করেছি। এই সুন্দর চেয়ার ও টেবিল তৈরীর প্রতিটি ধাপ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার তৈরি সুন্দর চেয়ার ও টেবিল আপনাদের অনেক ভালো লাগবে।



ম্যাচের কাঠি দিয়ে চেয়ার ও টেবিল তৈরি:

IMG20211008200130.jpg
ক্যামেরা: Oppo-A12.



ম্যাচের কাঠি দিয়ে খুব সুন্দর চেয়ার ও টেবিল তৈরি করেছি। ম্যাচের কাঠির ব্যবহার করে আমি খুব সাবধানতার সাথে চেয়ার ও টেবিল তৈরি করেছি। আমার হাতে তৈরি ম্যাচের কাঠি দিয়ে চেয়ার ও টেবিল দেখতে খুবই সুন্দর হয়েছে। ম্যাচের কাঠি দিয়ে চেয়ার ও টেবিল তৈরি করতে আমার অনেকটা সময় ব্যয় হয়েছে। আমি খুবই ধৈর্য নিয়ে এই কাজটি করেছি। ধৈর্য ছাড়া কখনো ভালো কিছু তৈরি করা সম্ভব নয়। তাই আমি অনেকটা ধৈর্য সহকারে এই কাজটি করেছি।



প্রয়োজনীয় উপকরণসমূহ:

১) শক্ত সাদা কাগজ
২) ম্যাচের কাঠি
৩) আঠা
৪) কাঁচি

IMG20211008164506.jpg
ক্যামেরা: Oppo-A12.



ম্যাচের কাঠি দিয়ে চেয়ার ও টেবিল তৈরির ধাপসমূহ:

💺ধাপ-১💺

IMG20211008164551.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211008164914.jpg
ক্যামেরা: Oppo-A12.



ম্যাচের কাঠি দিয়ে চেয়ার ও টেবিল তৈরি করার জন্য প্রথমে আমি ম্যাচের কাঠি প্রস্তুত করেছি। এরপর আমি একটি সাদা শক্ত কাগজ নিয়েছি। প্রথমে আমি যেহেতু চেয়ার তৈরি করতে যাচ্ছি তাই আমি চেয়ারে বসার স্থানের মাপ অনুযায়ী ছোট করে কাগজ কেটে নিয়েছি। এরপর ম্যাচের কাঠি ও সাদা কাগজ প্রস্তুত করেছি।



💺ধাপ-২💺

IMG20211008165031.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার আমি সাদা কাগজের উপর ম্যাচের কাঠি বসানোর জন্য খুব ভালোভাবে আঠা দিয়েছি।



💺ধাপ-৩💺

IMG20211008165108.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211008165149.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211008165459.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার আমি চেয়ারের বসার স্থান তৈরি করার জন্য একটি একটি করে কাঠি কাগজে লাগানো আঠার উপর বসিয়েছি। উপরের ছবি লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিভাবে ম্যাচের কাঠি কাগজের উপর বসিয়েছি।



💺ধাপ-৪💺

IMG20211008165657.jpg
Cemera: Oppo-A12.

IMG20211008170016.jpg
Cemera: Oppo-A12.



যেহেতু দুটি চেয়ার তৈরি করবো তাই এভাবে আরও একটি চেয়ারের জন্য ম্যাচের কাঠি বসিয়েছি।



💺ধাপ-৫💺

IMG20211008170230.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211008170338.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার আমি ম্যাচের কাঠি দিয়ে টেবিল তৈরি করার জন্য প্রথমে সাদা কাগজ টেবিলের আকৃতি অনুযায়ী কেটে নিয়েছি। এরপর সম্পূর্ণ অংশে আঠা লাগিয়েছি।



💺ধাপ-৬💺

IMG20211008171846.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211008172301.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার আমি ধীরে ধীরে ম্যাচের কাঠি কাগজের উপর বসেছি। প্রথমে ম্যাচের কাঠি উপরের লাইনে সম্পূর্ণভাবে বসেছি।



💺ধাপ-৭💺

IMG20211008172808.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211008173403.jpg
ক্যামেরা: Oppo-A12.



টেবিল যেহেতু একটু বড় করেছি তাই আমি এবার নিচের অংশে ম্যাচের কাঠি বসিয়েছি। আমি কিভাবে টেবিলের উপর ম্যাচের কাঠি বসিয়েছি উপরের ছবি লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। এরপর আমি কাঠির দুই সারির মাঝের অংশে আঠা লাগিয়ে দিয়েছি।



💺ধাপ-৮💺

IMG20211008173433.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211008173530.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211008173654.jpg
ক্যামেরা: Oppo-A12.



এভাবে আমি সাদা কাগজের উপর ম্যাচের কাঠি লাগিয়ে নিয়েছি চেয়ার ও টেবিল তৈরির জন্য। এরপর আমি কাগজের বাড়তি অংশ কাঁচি দিয়ে কেটে নিয়েছি।



💺ধাপ-৯💺

IMG20211008173823.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211008174405.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার আমি চেয়ারের জন্য প্রস্তুত করে রাখা কাগজের নিচের অংশে পায়া লাগানোর জন্য আঠা দিয়ে ম্যাচের কাঠি লাগিয়েছি। উপরের ছবি লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে কাঠি কাগজের সাথে লাগিয়েছি। এরপর আঠা শুকাতে দিয়েছি।



💺ধাপ-১০💺

IMG20211008180559.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211008180807.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার আমি টেবিলের জন্য প্রস্তুত করে রাখা ম্যাচের কাঠি দিয়ে তৈরি অংশের চারপাশের কাগজ ভালো ভাবে কাঁচি দ্বারা কেটেছি।



💺ধাপ-১১💺

IMG20211008181914.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211008182020.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211008182623.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার আমি টেবিলের নিচের অংশে ম্যাচের কাঠি লাগিয়েছি। মাঝখানের অংশে আমি টেবিলের পায়া তৈরীর জন্য প্রস্তুত করেছি। এরপর আমি ধীরে ধীরে ম্যাচের কাঠি দিয়ে টেবিলের পায়া লাগিয়েছি।



💺ধাপ-১২💺

IMG20211008190302.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211008190639.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211008190718.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার আমি ম্যাচের কাঠি দিয়ে চেয়ারের পায়া দিয়েছি এবং উপরের অংশে আঠার সাহায্যে ম্যাচের কাঠি জোড়া লাগিয়ে দিয়েছি। এর ফলে চেয়ার অনেক শক্ত ও মজবুত হয়েছে। এবার আমি ম্যাচের কাঠির বাড়তি অংশ কাঁচি দিয়ে কেটে নিয়েছি।



💺ধাপ-১৩💺

IMG20211008191337.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার আমি চেয়ারের নিচের অংশে লাগানো আঠা কিছুক্ষণ সময় নিয়ে শুকাতে দিয়েছি। এরপর আমি চেয়ারে উপরের অংশ ম্যাচের কাঠি দিয়ে তৈরি করেছি। আমি পূর্বের ন্যায় আঠা দিয়ে ম্যাচের কাঠি ধীরে ধীরে বসিয়ে নিয়েছি।



💺ধাপ-১৪💺

IMG20211008191357.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211008191514.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211008191619.jpg
ক্যামেরা: Oppo-A12.



এবার আমি কাঁচি দিয়ে কাগজের বাড়তি অংশ কেটে নিয়েছি। এরপর আমি চেয়ারের সাথে এই অংশটি লাগানোর চেষ্টা করেছি। এজন্য আমি আঠার ব্যবহার করেছি।



💺ধাপ-১৫💺

IMG20211008192558.jpg
ক্যামেরা: Oppo-A12.



এভাবে আমি দুইটি চেয়ার তৈরি করে নিয়েছি। ম্যাচের কাঠি দিয়ে তৈরি চেয়ার দেখতে অনেক সুন্দর হয়েছে।



💺ধাপ-১৬💺

IMG20211008192852.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211008193334.jpg
ক্যামেরা: Oppo-A12.



একইভাবে আমি ম্যাচের কাঠি দিয়ে টেবিলের পায়া তৈরি করেছি। এরপর কিছুক্ষন সময় ধরে আঠা শুকিয়ে নিয়েছি।



💺শেষ ধাপ💺

IMG20211008193648.jpg
ক্যামেরা: Oppo-A12.



ম্যাচের কাঠি দিয়ে চেয়ার ও টেবিল তৈরি হয়ে গেলে আমি চেয়ার ও টেবিল ভালোভাবে পরীক্ষা করে নিয়েছি। এখানে খেয়াল রেখেছি যেন ম্যাচের কাঠি খুলে না যায়। এভাবে আমি ম্যাচের কাঠি দিয়ে চেয়ার ও টেবিল খুব সুন্দর ভাবে তৈরি করেছি।



💺উপস্থাপন💺:

IMG20211008200106.jpg
ক্যামেরা: Oppo-A12.

IMG20211008201603.jpg
ক্যামেরা: Oppo-A12.



ম্যাচের কাঠি দিয়ে চেয়ার ও টেবিল তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। আমি আমার মেধা ও পরিশ্রমে এই সুন্দর চেয়ার ও টেবিল তৈরি করেছি। তবে এই ম্যাচের কাঠি দিয়ে সুন্দর চেয়ার ও টেবিল তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। অনেক পরিশ্রমের ফলে আমি এই সুন্দর চেয়ার ও টেবিল তৈরি করেছি।



আপনারা কেউ এই ম্যাচের কাঠি দিয়ে চেয়ার ও টেবিল তৈরি করতে হলে আমার পদ্ধতিগুলো অবলম্বন করে সুন্দর চেয়ার ও টেবিল তৈরি করতে পারেন।



💖 ধন্যবাদ সকলকে ❤️

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার চেয়ার টেবিল। এত সুন্দর একটা জিনিস তৈরি করেছেন আপনি আমাদের সাথে ভাগাভাগি করে নিয়েছেন। আপনি অনেক সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন এবং ধাপে ধাপে দেখিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার চেয়ার এবং টেবিলটি।ধাপ আকারে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনার পোস্টটি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে মন্তব্য করার জন্য 🌹

 3 years ago 

ম্যাচের কাঠি দিয়ে চেয়ার ও টেবিল অনেক অনেক সুন্দর হয়েছে♥শুভ কামনা

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাই সত্যি অসাধারন ছিল। ম্যাচের কাঠি দিয়ে চেয়ার ও টেবিল তৈরি করে ফেললেন ভাবলেই অবাক লাগছে কতটা চিন্তা আর পরিশ্রম দেয়ার পরে এটা সম্ভব হয়েছে। দোয়া রইল ভাই আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভাই আপনি অনেক যত্ন সহকারে চেয়ার এবং টেবিল বানিয়েছেন।যা দেখে আমার অনেক ভালো লেগেছে।আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছেন যা দেখে আমার খুব ভাল লাগলো। অনেক শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া 🌹

 3 years ago 

ম্যাচের কাঠি দিয়ে চেয়ার ও টেবিল তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর হয়েছে অনেক নিখুঁত ভাবে পুরো কাজ সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ম্যাচের কাটি দিয়ে অসাধারণ ভাবে চেয়ার টেবিল বানিয়েছেন। খুব ভালো লাগছে।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

ম্যাচের কাঠি দিয়ে আপনি খুবই সুন্দর ভাবে চেয়ার টেবিল তৈরি করেছেন, যা খুবই প্রশংসনীয় হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনার কলাকৌশল দেখে মুগ্ধ হয়েছি। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া🌹

 3 years ago 

ম্যাচ এর কাটি দিয়ে আপনি খুবই সুন্দর চেয়ার এবং টেবিল তৈরি করেছেন। যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার তৈরি চেয়ার আর টেবিল এর শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে বর্ননা দিয়েছেন। শুভকামনা রইলো আপনার জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64623.67
ETH 3421.73
USDT 1.00
SBD 2.51