রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি🖼️||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। নতুন নতুন ক্রাফট তৈরি করতে আমার যেমন ভালো লাগে তেমনি রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ওয়ালমেট তৈরি করতেও আমার ভালো লাগে। তাই আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছি। আমার তৈরি করা ওয়ালমেটটি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি রঙিন কাগজের ওয়ালমেটটি আপনাদের কাছে ভালো লাগবে।

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি:

CM_20220807185706211.jpgCemera: Oppo-A12.


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করলে দেখতে খুবই সুন্দর লাগে। যখন এই সুন্দর ওয়ালমেট ঘরে সাজিয়ে রাখা হয় তখন দেখতে বেশি ভালো লাগে। গত কয়েকদিন থেকে অনেক ব্যস্ত সময় পার করছি। তাই রঙিন কাগজের কিছু তৈরি করা হয়ে উঠছে না। এমনকি আর্ট করার সময় পাচ্ছিনা। আজকে একটু ফ্রি টাইমে রঙিন কাগজ দিয়ে সুন্দর এই ওয়ালমেটটি তৈরি করেছি। আশা করছি আমার তৈরি করা ওয়ালমেটটি আপনাদের ভালো লেগেছে।

প্রয়োজনীয় উপকরণসমূহ:

  • রঙিন কাগজ।
  • সাদা কাগজ।
  • আঠা।
  • কাঁচি।
  • কলম।

IMG20220807134844.jpgCemera: Oppo-A12.


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরির ধাপসমূহ:

ধাপ-১:

IMG20220807135024.jpgCemera: Oppo-A12.

IMG20220807135330.jpgCemera: Oppo-A12.


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে বিভিন্ন রঙের রঙিন কাগজ ছোট ছোট করে কেটে নিয়েছি। যাতে করে এই কাগজগুলো দিয়ে খুব সহজেই ফুল তৈরি করা যায়।

ধাপ-২:

IMG20220807135638.jpgCemera: Oppo-A12.

IMG20220807135709.jpgCemera: Oppo-A12.


এবার কাগজটি ভাঁজ করে কলম দিয়ে ফুলের পাঁপড়ির আকৃতি অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি। এরপর ভাঁজ অনুযায়ী কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

ধাপ-৩:

IMG20220807135725.jpgCemera: Oppo-A12.

IMG20220807140300.jpgCemera: Oppo-A12.


এভাবে আমি সবগুলো কাগজ দিয়ে ফুলের পাঁপড়ি তৈরি করে নিয়েছি। কয়েকটি পাঁপড়ি একটু ছোট করেছি এবং আর বাকিগুলো একটু বড় করেছি।

ধাপ-৪:

IMG20220807140414.jpgCemera: Oppo-A12.

IMG20220807140648.jpgCemera: Oppo-A12.


এবার ফুলের ডাল গুলো সুন্দর করে তৈরি করার জন্য সবুজ রঙের রঙিন কাগজ চিকন করে কেটে নিয়েছি।

ধাপ-৫:

IMG20220807140810.jpgCemera: Oppo-A12.

IMG20220807140857.jpgCemera: Oppo-A12.


এবার একটি ছোট ফুলের পাঁপড়ি ও একটি বড় ফুলের পাঁপড়ি নিয়েছি ফুল তৈরি করার জন্য। এরপর বড় পাঁপড়িটির উপরে সামান্য একটু আঠা লাগিয়েছি।

ধাপ-৬:

IMG20220807140915.jpgCemera: Oppo-A12.

IMG20220807141043.jpgCemera: Oppo-A12.


এবার একটি পাঁপড়ির উপর অন্য একটি পাঁপড়ি সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। যাতে করে আমার তৈরি করা এই ফুল দেখতে সুন্দর লাগে।

ধাপ-৭:

IMG20220807141237.jpgCemera: Oppo-A12.


এভাবে সবগুলো ফুল সুন্দর ভাবে তৈরি করে নিয়েছি। এই ফুলগুলো খুব সহজেই তৈরি হয়েছে।

ধাপ-৮:

IMG20220807142056.jpgCemera: Oppo-A12.

IMG20220807142347.jpgCemera: Oppo-A12.


ফুলগুলোর মাঝের অংশে আরো বেশি সুন্দর করার জন্য ছোট ছোট করে পাঁপড়ি তৈরি করে নিয়েছি। এরপর আঠার সাহায্যে সেই পাঁপড়িগুলো ফুলের উপর বসিয়ে নিয়েছি।

ধাপ-৯:

IMG20220807142729.jpgCemera: Oppo-A12.

IMG20220807143316.jpgCemera: Oppo-A12.


এবার একটি সাদা কাগজ নিয়েছি ওয়ালমেট তৈরি করার জন্য। এরপর সবুজ রঙের কাগজ অর্থাৎ ডাল তৈরি করার জন্য কেটে রাখা কাগজগুলো সুন্দরভাবে মাপ অনুযায়ী আঠা দিয়ে বসিয়ে নিয়েছি।

ধাপ-১০:

IMG20220807143347.jpgCemera: Oppo-A12.

IMG20220807143432.jpgCemera: Oppo-A12.


এবার আঠার সাহায্যে এক এক করে ফুলগুলো ডালের উপরে বসানোর চেষ্টা করেছি।

ধাপ-১১:

IMG20220807143542.jpgCemera: Oppo-A12.

IMG20220807144355.jpgCemera: Oppo-A12.


আমি খুব ধীরে ধীরে এবং সাবধানতার সাথে সবগুলো ফুল বসিয়ে নিয়েছি। এরপর ওয়ালমেট দেখতে আরো বেশি সুন্দর করার জন্য এবং ফ্রেম তৈরি করার জন্য নীল রঙের কাগজ কেটে নিয়েছি।

শেষ ধাপ:

IMG20220807144618.jpgCemera: Oppo-A12.

IMG20220807144848.jpgCemera: Oppo-A12.


এবার আমার তৈরি করা ওয়ালমেটটি আরো বেশি সুন্দর করার জন্য নীল রঙের কাগজ দিয়ে চারপাশে বর্ডার তৈরি করে নিয়েছি। এরপর অন্যান্য অংশের কিছু কাজ গুলো করেছি। এভাবেই এই ওয়ালমেট তৈরি করেছি।

উপস্থাপন:

IMG_20220807_190312.jpgCemera: Oppo-A12.


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। তাই তো আমি আমার তৈরি করা এই সুন্দর ওয়ালমেটটি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। ঘর সাজাতে রঙিন কাগজের তৈরি এই ওয়ালমেটটি খুবই ভালো লাগবে। ঘরের দেয়ালে এই সুন্দর ওয়ালমেট লাগিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে।

আমার তৈরি করা রঙিন কাগজের ওয়ালমেটটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে উপরের পদ্ধতি অনুযায়ী সুন্দর এই ওয়ালমেটটি তৈরি করতে পারেন। আশা করছি সকলের কাছে ভালো লাগবে।


f82b22f9-8ba1-4faa-94e8-4250452f3e5b.jpeg


Logo.png


🥀ধন্যবাদ সকলকে।🥀

Sort:  
 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই এগুলো তৈরি করতে আসলে অনেক সময়ের প্রয়োজন হয়। আমিতো সেই সময়গুলো পাইনি এজন্য তৈরি করতে পারি না। কিন্তু রঙিন কাগজ কেটে অলমেট তৈরি করলে দেখতে অসাধারণ হয়। আপনি আজকে ওয়ালমেট তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আর কালার কম্বিনেশন অনেক সুন্দর ছিল।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন যা দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। আপনি ওয়ালমেটটি অনেক সুন্দর করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন যা দেখে যে কেউ এই ওয়ালমেট তৈরি করতে চাইলে তৈরি করে নিতে পারবে। অনেক ধন্যবাদ সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

বাহ ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। ওয়ালমেট দেখতে খুবই সুন্দর লাগছে। এটা ঘরে লাগালে ঘরের সৌন্দর্য অনেক বেড়ে যাবে। কাগজের এসব জিনিস বানাতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনি সময় এবং ধৈর্য নিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বাহ ভাই আপনি খুব চমৎকার একটি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আর এত চমৎকার ওয়ালমেট ছবি তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন। এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে আপনার ধৈর্য অপরিসীম। ধন্যবাদ ভাইয়া আপনার ওয়ালমেট ফুলের ছবির ধাপ গুলো অনুসরণ ছিল ধন্যবাদ এভাবেই এগিয়ে যায়।

 2 years ago 

ভাইয়া আপনার রঙিন কাগজের ওয়ালমেটটি দেখে অনেক ভালো লাগল।আসলে রঙিন কাগজের জিনিস তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়।আপনি সময় নিয়ে ধর্য্যসহ কারে নিঁখুত ভাবে ওয়ালমেট তৈরি করেছেন।এমন সুন্দর ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি তো খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করলেন। আমার কাছে আপনার এই ওয়ালমেটটি দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে আপনার ফুলের ছোট ছোট কলিগুলো আমার কাছে অসাধারণ লাগলো। এরকম সুন্দর ওয়ালমেট গুলো আমার কাছে জাস্ট অসাধারণ লাগে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। দেখতে খুবই সুন্দর লাগছে। বিভিন্ন ধরনের রঙিন কাগজ ব্যবহার করার কারনে ওয়ালমেট টি খুবই চমৎকার দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ওয়াও ভাইয়া রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ওয়ালমেট তৈরি ছোট ছোট ফুলগুলো দেখতে সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভেচ্ছা রইল

 2 years ago 

ওয়ালমেট এর মধ্যে কাগজের তৈরি বেশ কয়েকটি ফুল দেখা যাচ্ছে সেই ফুলের কালার কম্বিনেশন গুলো আমার খুবই পছন্দ হয়েছে শুভকামনা আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65847.68
ETH 2679.11
USDT 1.00
SBD 3.08