DIY-এসো নিজে করি:🦋"রঙ্গিন প্রজাপতির চিত্র অঙ্কন" || আমার বাংলা ব্লগ // @shopon700 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।



বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলে সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন কিছু নিয়ে। আজ আমি "রঙ্গিন প্রজাপতির চিত্র অঙ্কন" নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।



🦋"রঙ্গিন প্রজাপতির চিত্র অঙ্কন"🦋

IMG20210929221904.jpg
Cemera: Oppo-A12.



"রঙিন প্রজাপতির চিত্র অঙ্কন" করতে আমার বেশ ভালো লাগে। আমি আমার মনের মাধুরী দিয়ে এবং রং পেন্সিলের মাধ্যমে এই রঙিন প্রজাপতি তৈরি করেছি। আমি খুব সহজেই প্রতিটি ধাপে ধাপে এই রঙিন প্রজাপতি তৈরি করেছি। বিভিন্ন রং এর ব্যবহারের ফলে আমার রঙিন প্রজাপতি দেখতে অনেক দারুন হয়েছে।



প্রয়োজনীয় উপকরণসমূহ:

১) সাদা আর্ট পেপার
২) পেন্সিল
৩) স্কেল
৪) রাবার
৫) পেন্সিল কাটার
৬) রং পেন্সিল

IMG20210929201951.jpg
Cemera: Oppo-A12.



🦋রঙিন প্রজাপতির চিত্রটি অঙ্কনের ধাপসমূহ:🦋



🦋ধাপ-১🦋

IMG20210929203908.jpg
Cemera: Oppo-A12.



আমি আমার রঙিন প্রজাপতির চিত্রটি অঙ্কন করার জন্য প্রথমে একটি সাদা আর্ট পেপার নিয়েছি। এরপর আমি খুব সুন্দর ভাবে আর্ট পেপারের চারপাশ পেন্সিল দিয়ে মার্জিন করে নিয়েছি। আমি আমার রঙিন প্রজাপতি চিত্রটি অংকন করার জন্য প্রথমে প্রজাপতির পেটের অংশ ও মাথার অংশ এঁকেছি। এরপর আমি মাথার ওপরের অংশে এঁকেছি।



🦋ধাপ-২🦋

IMG20210929204312.jpg
Cemera: Oppo-A12.

IMG20210929204700.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি আমার রঙিন প্রজাপতিটি সুন্দর করে তোলার জন্য পাখা এঁকেছি। আমি ধীরে ধীরে আমার রঙিন প্রজাপতির উপরের পাখা দুইটি এঁকেছি।



🦋ধাপ-৩🦋

IMG20210929205016.jpg
Cemera: Oppo-A12.



উপরের পাখা অঙ্কন করা হয়ে গেলে এবার আমি প্রজাপতির নিচের পাখা এঁকেছি। উপরের ছবিটি লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে প্রজাপতির পাখা এঁকেছি।



🦋ধাপ-৪🦋

IMG20210929205932.jpg
Cemera: Oppo-A12.



প্রজাপতির পাখা অঙ্কন করা হয়ে গেলে এর মাঝের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি পাখাগুলোতে পেন্সিল দিয়ে দাগ দিয়েছি। রং করার জন্য ভাগ ভাগ করে দাগ দিয়ে নিয়েছি।



🦋ধাপ-৫🦋

IMG20210929210654.jpg
Cemera: Oppo-A12.

IMG20210929211849.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি আমার অঙ্কিত রঙিন প্রজাপতির সম্পূর্ণ চিত্রটি পেন্সিল দিয়ে গাঢ় করে নিয়েছি।



🦋ধাপ-৬🦋

IMG20210929211955.jpg
Cemera: Oppo-A12.

IMG20210929212052.jpg
Cemera: Oppo-A12.



আমার প্রজাপতি অঙ্কন শেষ হয়ে গেলে আমি এই প্রজাপতিটি রঙিন করে তোলার জন্য রং পেন্সিলের ব্যবহার করেছি। প্রথমে আমি হলুদ রঙের ব্যবহার করেছি। আমি প্রজাপতির পাখার কিছু অংশে হলুদ রং দিয়েছি।



🦋ধাপ-৭🦋

IMG20210929212333.jpg
Cemera: Oppo-A12.
IMG20210929212550.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি প্রজাপতির পাখার অন্য অংশে গোলাপি রঙের ব্যবহার করেছি। প্রজাপতির পাখা রঙিন করে তোলার জন্য গোলাপি রং দেখতে অনেক সুন্দর লাগে।



🦋ধাপ-৮🦋

IMG20210929213258.jpg
Cemera: Oppo-A12.



এবার আমি আমার প্রজাপতিটি রাঙিয়ে তোলার জন্য বিভিন্ন অংশে আকাশী রঙের ব্যবহার করেছি।



🦋শেষ ধাপ🦋

IMG20210929220432.jpg
Cemera: Oppo-A12.



এভাবে আমি অন্যান্য অংশে বিভিন্ন রঙের ব্যবহার করে প্রজাপতিটি দেখতে অনেক সুন্দর করে তুলেছি।



🦋উপস্থাপন:🦋

IMG20210929221811.jpg
Cemera: Oppo-A12.
IMG20210929222445.jpg
Cemera: Oppo-A12.



আমার অঙ্কিত রঙিন প্রজাপতি দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি খুব সহজেই এই রঙিন প্রজাপতি তৈরি করেছি। বিভিন্ন রং এর ব্যবহার করে আমি আমার রঙিন প্রজাপতি রাঙিয়ে তুলেছি। আশা করি আপনাদের কাছে আমার এই অঙ্কন করা রঙিন প্রজাপতি অনেক ভালো লেগেছে।



আপনারা চাইলে উপরের প্রতিটি ধাপ অনুসরণ করে এই রঙিন প্রজাপতি চিত্রটি অঙ্কন করতে পারেন।



🦋ধন্যবাদ সকলকে।🦋

Sort:  
 3 years ago 

রঙিন প্রজাপতির ছবিটি দারুন অঙ্কন করেছেন। হুবহ প্রজাপতির মতো লাগছে। দুর্দান্ত ভাই।শুভেচ্ছা অবিরাম।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার রঙিন প্রজাপতি টি অনেক সুন্দর হয়েছে। আর প্রজাপতির অংকন এর প্রত্যেকটি ধাপ এত সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন যেটা না প্রকাশ করে চুপ থাকতে পারলাম না।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক সুন্দর একটা ড্রইং করেছেন আপনি। প্রত্যেকটা ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সাথে এরকম একটি ড্রয়িং শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙ্গিন প্রজাপতির চিত্র অঙ্কন অনেক সুন্দর হয়েছে আপনি অনেক সুন্দর করে তৈরি করেছেন দেখে আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার রঙিন প্রজাপতি টি খুবই চমৎকার হয়েছে ।খুব সুন্দর করে আর্ট করেছেন ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন ।দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করার জন্য।

আপনার রঙিন প্রজাপতি টি অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর করে নিখুঁত ভাবে অঙ্কন করেছেন প্রজাপতি। শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে প্রজাপতিটি।ভাইয়া আপনি আর্ট এ খুবই পারদর্শী।সুন্দর রং এর ব্যবহার করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56924.47
ETH 3086.51
USDT 1.00
SBD 2.41