DIY- রঙিন কাগজের ওয়ালমেট||

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। তাই ভাবলাম সুন্দর একটি ওয়ালমেট তৈরির পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করি। তো বন্ধুরা চলুন দেখে নেয়া যাক আমার তৈরি করা রঙিন কাগজের ওয়ালমেট।

রঙিন কাগজের ওয়ালমেট:

IMG_20240825_171929.jpgCemera: Oppo-A12.


রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে এরপর ফুলের ওয়ালমেট তৈরি করতে খুবই ভালো লেগেছে। রঙ্গিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করার পর যদি সাজিয়ে রাখা হয় তাহলে খুবই ভালো লাগে। আর রঙিন কাগজের কাজগুলো আমি খুব একটা পারিনা। তবে মাঝে মাঝে যখন সময় পাই তখন কোন কিছু তৈরি করার চেষ্টা করি। রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করতে অনেক ভালো লেগেছে। যেহেতু অনেক দিন পর কাগজ নিয়ে বসার সুযোগ হয়েছিল তাই কি তৈরি করবো প্রথমে একদমই ভেবে পাচ্ছিলাম না। এরপর যখন হঠাৎ করে মনে হলো ওয়ালমেট তৈরি করি তখন আমি এই সুন্দর ওয়ালমেট তৈরি করেছি।

প্রয়োজনীয় উপকরণসমূহ:

• রঙিন কাগজ।
• সাদা কাগজ।
• আঠা।
• কেঁচি।
• সুতা।

IMG20240825161835.jpgCemera: Oppo-A12.


ধাপসমূহ:

ধাপ-১:

IMG20240825161948.jpgCemera: Oppo-A12.
IMG20240825162033.jpgCemera: Oppo-A12.


রঙিন কাগজের ওয়ালমেট তৈরির জন্য প্রথমে কাগজ প্রস্তুত করেছি। প্রথম একটি কাগজ নিয়েছি। এরপর কেটে নিয়েছি। এবার হলুদ কাগজ নিয়েছি ফুল তৈরি করার জন্য।

ধাপ-২:

IMG20240825162100.jpgCemera: Oppo-A12.
IMG20240825162107.jpgCemera: Oppo-A12.


হলুদ রঙের কাগজ ফুল তৈরি করার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছি এবং ভাঁজ করেছি।

ধাপ-৩:

IMG20240825162147.jpgCemera: Oppo-A12.
IMG20240825162213.jpgCemera: Oppo-A12.


ফুল তৈরি করার জন্য যেহেতু কাগজের ভাঁজের প্রয়োজন হয় তাই বেশ কিছু ভাঁজ করেছি। এরপর কেটেছি।

ধাপ-৪:

IMG20240825162339.jpgCemera: Oppo-A12.
IMG20240825162512.jpgCemera: Oppo-A12.


এবার কাগজ কেটে সুন্দর ফুল তৈরি করেছি। ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছিল।

ধাপ-৫:

IMG20240825162600.jpgCemera: Oppo-A12.
IMG20240825162630.jpgCemera: Oppo-A12.


এবার আরো ছোট ফুল তৈরি করার জন্য কালো কাগজ নিয়েছি। আর কালো কাগজ ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬:

IMG20240825162717.jpgCemera: Oppo-A12.
IMG20240825162816.jpgCemera: Oppo-A12.


কালো কাগজ কেটে আবারো ফুল তৈরি করেছি।

ধাপ-৭:

IMG20240825162855.jpgCemera: Oppo-A12.
IMG20240825163040.jpgCemera: Oppo-A12.


এবার হলুদ ফুল এবং কালো ফুল একসাথে আঠা দিয়ে লাগিয়েছি। এরপর সবুজ রংয়ের কিছু কাগজ নিয়েছি।

ধাপ-৮:

IMG20240825163057.jpgCemera: Oppo-A12.
IMG20240825163202.jpgCemera: Oppo-A12.


এবার কাগজগুলো কেটে কেটে ডিজাইন করেছি আর সুন্দর করেছি।

ধাপ-৯:

IMG20240825163507.jpgCemera: Oppo-A12.
IMG20240825163543.jpgCemera: Oppo-A12.


সবুজ রঙের কাগজগুলো ওয়ালমেটের নিচের অংশের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করেছি।

ধাপ-১০:

IMG20240825163701.jpgCemera: Oppo-A12.
IMG20240825164040.jpgCemera: Oppo-A12.


এবার ফুলগুলো আঠা দিয়ে লাগিয়েছি। এরপর হলুদ কাগজ প্রস্তুত করেছি নিচে লাগানোর জন্য।

শেষ ধাপ:

IMG_20240825_165537.jpgCemera: Oppo-A12.


এবার ওয়ালমেটের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার জন্য হলুদ রংয়ের কাগজগুলো নিচে আঠা দিয়ে লাগিয়েছি। এরপর ওয়ালের সাথে ঝুলিয়ে দেওয়ার জন্য সুতো লাগিয়ে নিয়েছি। এভাবেই আমি এই ওয়ালমেট তৈরি করেছি।

উপস্থাপন:

IMG_20240825_171842.jpgCemera: Oppo-A12.


রঙিন কাগজের ওয়ালমেট দেখতে খুবই ভালো লাগে। যেহেতু অনেক দিন থেকে এই কাজগুলো করার সময় পাইনা তাই হঠাৎ করে কিছু তৈরি করতে গেলে একটু এলোমেলো লাগে। তবে আশা করছি ধীরে ধীরে সবকিছু ঠিক হবে এবং আবারো নতুন কিছু শেয়ার করতে পারবো। তো বন্ধুরা আমার তৈরি করা ওয়ালমেট আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।

🥀ধন্যবাদ সকলকে।🌷


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  
 3 months ago 

রঙিন কাগজের জিনিস এর তুলনা হয় না।রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায়। আপনার ওয়ালমেট আমাদের চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

রঙিন কাগজের তৈরি করা জিনিস গুলো দেখতে খুবই ভালো লাগে। আর এগুলোর কোন তুলনা হয়না। ধন্যবাদ অপু মন্তব্যের জন্য।

 3 months ago 

অনেক সুন্দর কাগজের ওয়ালমেট তৈরি করেছেন আপনি। বেশি দারুন হয়েছে ওয়ালমেট এর ধরন। বেশ বড়সড়ো এবং দেখার মত। ভালো লাগলো ভাইয়া আপনার সুন্দর একটি ওয়ালমেট দেখে।

 3 months ago 

বড়সড়ো করে একটি ওয়ালমেট তৈরি করেছি যাতে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 months ago 

রঙিন কাগজের তৈরি যেকোনো ডাই দেখতে খুব ভালো লাগে।আপনার ওয়াল মেট টি আসলেই অনেক সুন্দর হয়েছে।বেশ সময় নিয়ে কাজটি করেছেন,ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে খুবই ভালো লেগেছে আপু। আপনার মন্তব্য পড়ে আরও বেশি ভালো লাগলো।

 3 months ago 

আপনার তৈরি করা বরাবরই ওয়ালমেট গুলো আমার কাছে অনেক ভালো লাগে।আপনি আজকে রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করছেন। এই ধরনের ওয়ালমেট গুলো ঘরে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 months ago 

ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ওয়ালমেট অনেক কাজে লাগে। আর আমিও নিজের মতো করে সিম্পল একটি ওয়ালমেট তৈরি করেছি ভাইয়া।

 3 months ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করা যায়। আর এগুলো দেখতেও খুব ভালো লাগে। আপনি দারুণ একটা ওয়ালমেট তৈরি করেছেন। সিম্পল এর মধ্যে ওয়ালমেট টা ভালোই লাগছে দেখতে। এগুলো তৈরি করা বেশ সময়ের ব্যাপার। এত সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

কাগজ দিয়ে সিম্পল একটি ওয়ালমেট তৈরি করেছি। আপনার কাছে দেখতে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো আপু।

 3 months ago 

কে বলেছে ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে তেমন কিছু বানাতে পারেন না। আপনি দেখতেছি রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ওয়ালমেট বানিয়েছেন। তবে রঙিন কাগজ দিয়ে কিছু বানাতো আমার কাছে খুব ভালো লাগে। আপনার এই ওয়ালমেট যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতে বেশ অসাধারণ লাগবে। রঙিন কাগজের চমৎকার একটি ওয়ালমেট বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 months ago 

আপু আপনার মন্তব্য পড়ে অনেক উৎসাহ পেলাম। এখন থেকে চেষ্টা করবো আবারো নতুন কিছু করার। ধন্যবাদ আপু।

 3 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আসলে ভাইয়া কাগজের এই ওয়ালমেট গুলো দেখতে খুবই ভালো লাগে। তাছাড়া এগুলো ওয়ালে লাগিয়ে রাখলে এর সৌন্দর্য তারও বৃদ্ধি পায়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 months ago 

কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে এই ওয়ালমেট গুলো বেশ কাজে লাগে।

 3 months ago 

ভাইয়া আজ আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলেই দেখতে অসাধারণ লাগে।আপনার তৈরি করে ওয়ালমেট দেখতে খুবই চমৎকার হয়েছে। আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

রঙিন কাগজ দিয়ে এই ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে ভালো লেগেছে আপু। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 3 months ago 

আপনি ওয়ালমেট তৈরীর প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.035
BTC 90648.89
ETH 3205.71
USDT 1.00
SBD 2.81