ঈদের খুশি ছড়িয়ে পড়ুক আমাদের সবার মাঝে "ঈদ মোবারক"🌙 ||[10% shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

ঈদ মোবারক


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। ঈদের এই খুশির দিনে আমি আমার খুশির মুহূর্ত গুলো আরো বেশি খুশিতে ভরিয়ে তুলতে আপনাদের মাঝে চলে এসেছি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে পেরে আমার খুবই ভালো লাগছে। ঈদ দিনে আমরা উৎসবমুখর পরিবেশে সময় কাটাই। ঈদের দিনে নিজের মতো করে পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে ভালো লাগে। তাই আজকে আমি আমার কাটানো কিছু মুহূর্ত উপস্থাপন করতে যাচ্ছি।

ঈদের খুশি ছড়িয়ে পড়ুক আমাদের সবার মাঝে "ঈদ মোবারক"🌙:

IMG20220710184637.jpgCemera: Oppo-A12.
Location


ঈদ মানেই হলো মনের মাঝে উৎসবের আমেজ। তাই ঈদের এই খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে এই কামনা করি। আমরা এই খুশির দিনের অপেক্ষায় থাকি কখন সেই শুভক্ষণ আসবে। যখন এই শুভক্ষণ চলে আসে তখন আমরা পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, সকলে মিলে অনেক আনন্দ করি এবং অনেক সুন্দর মুহূর্ত কাটাই। হয়তো আমরা অনেকেই চাকরির সুবাদে দূর দূরান্তে থাকি। অনেকে আবার পড়াশোনার জন্য দূর দূরান্তে থাকে। কিন্তু ঈদের সময় এলেই সবাই নিজ বাড়িতে ফেরার চেষ্টা করে। নিজের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে ঈদ আনন্দ উদযাপন করার জন্য সবাই চেষ্টা করে। একটি দিনের সেই আনন্দের মুহূর্ত সত্যি অনেক বেশি সুখের। যারা পরিবার-পরিজন থেকে দূরে রয়েছে এবং ঈদ পালন করছে তারাই বুঝতে পারছে পরিবার ছাড়া ঈদ করার কষ্ট কতটুকু। পরিবার ছাড়া ঈদের দিনে মন থেকে কখনোই সেই আনন্দটা আসে না।

IMG20220710185116.jpgCemera: Oppo-A12.
Location


আমি আমার পরিবারের সাথে ঈদ করার জন্য চলে এসেছি গ্রামের বাসায়। সবার সাথে আনন্দ করতে আবার অনেক ভালো লাগে। তাই তো মেতে উঠি তাদের সাথে আনন্দ করতে। ছোটবেলার ঈদের স্মৃতিগুলো হয়তো অন্যরকম ছিল। হয়তো অনেক চাওয়া পাওয়ার মাধ্যমে ঈদের দিনটিকে অনেক সুন্দর ভাবে উৎযাপন করতাম। কিন্তু বড় হওয়ার সাথে সাথে এখন আর নেই আনন্দ নেই। তবে এতটুকু বুঝতে পারি বাড়ির ছোটরাও আমাদের থেকে প্রত্যাশা করে পছন্দের উপহার পাওয়ার। হয়তো সময় বদলে গেছে তাই আমাদের চাওয়া পাওয়া বদলে গেছে। এখন চাওয়া পাওয়ার চেয়ে দেওয়াতেই বেশি আনন্দ পাই বিশেষ করে পরিবারের মুখে হাসি ফুটাতে পারলে খুবই ভালো লাগে। আমার ছোট ভাই বোন গুলোকে আমি ঈদের এই বিশেষ দিনে আনন্দের মাঝে রাখার চেষ্টা করি। হয়তো তারাও তাদের পড়াশোনা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। এছাড়া আমিও আমার কর্মস্থলে থাকি। তাই যখন সবাই মিলে একত্রিত হই তখন অনেক সুন্দর সময় কাটাই।

IMG20220710185350.jpgCemera: Oppo-A12.
Location


পরিবারের সাথে কাটানো প্রতিটি মুহূর্তই যেন মধুর হয়। বিশেষ করে ঈদের আনন্দ আরো বেড়ে যায়। ঈদের খুশিতে যখন চারপাশে উৎসবমুখর আমেজ তৈরি হয় তখন পরিবারের প্রিয় মানুষগুলো একত্রিত হলে সেই উৎসবের আমেজ যেন দ্বিগুণ হয়ে যায়। খাওয়া দাওয়া, হইচই, আনন্দ করা সবাই মিলা আড্ডা দেওয়া, কোথাও ঘুরতে যাওয়া, এসবের মাধ্যমে তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। বাড়ির ছোটরা অল্পতেই সন্তুষ্ট হয়। তাদেরকে সন্তুষ্ট করতে হয়তো দামী দামী উপহারের প্রয়োজন হয় না। তাদেরকে একটুখানি পছন্দের খাবার খাওয়ানো এবং ঘুরতে নিয়ে যাওয়ার মাঝেই তারা অনেক আনন্দ পায়। হয়তো তারা সেই সময়টা অনেক উপভোগ করে। তাদের ছোট ছোট আবদার গুলো পূর্ণ করতে আমার বেশ ভালো লাগে। তাই আমিও চেষ্টা করি তাদের সাথে সময় কাটানোর এবং তাদের আনন্দে শামিল হওয়ার। যাতে করে তাদের ঈদ আনন্দ আরও বেশি বেড়ে যায়।

IMG20220710185247.jpgCemera: Oppo-A12.
Location


ছোটবেলায় যখন ঈদের নামাজ পড়তে যেতাম তখন মনের মাঝে আলাদা রকমের অনুভূতি তৈরি হতো। বন্ধুবান্ধব সবার সাথে দেখা হতো অনেক দিনের অপেক্ষার পর যখন ঈদের দিনটি আসতো তখন মনে হতো যেন অনেক কিছুই পেয়ে গেলাম। তবে এখন হয়তো সেই আমেজ নেই। তবে ছোটদেরকে খুশি রাখতে পারলে আমার অনেক ভালো লাগে। তাইতো চেষ্টা করি তাদের খুশি গুলো উপভোগ করার। তাদের ছোটবেলার এই ঈদ উদযাপনের মাঝে আমি যখন নিজেকে হারিয়ে ফেলি তখন আমিও নিজের সেই দিনগুলোর কথা মনে করি বারবার এবং সেই দিনের অনুভূতিগুলো খুঁজে পাই। হয়তো সবাই ঈদের এই বিশেষ দিনে নিজেদের মতো করে সময় কাটাতে ব্যস্ত। অনেকে আবার পরিবারের সাথে সময় কাটাচ্ছে। সবাই যে যার মত করে ঈদ আনন্দ উদযাপন করছে। নিজের ঈদ আনন্দ পরিপূর্ণতা পায় যখন আমরা পরিবার নিয়ে সুন্দর সময় কাটাই। পরিবারের মাঝে নিজের সুখগুলোকে বিলিয়ে দিতে পারলে অনেক ভালো লাগে। ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সবাই নিজের পরিবার-পরিজন নিয়ে সুন্দর সময় কাটাক এই প্রত্যাশা করি সব সময়।

সকলে নিরাপদ থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে পরিবারের সাথে আনন্দে ঈদ উদযাপন করুন এই কামনা করছি। সকলের জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। সেই সাথে সকলকে আবারো জানাচ্ছি ঈদের শুভেচ্ছা "ঈদ মোবারক"


f82b22f9-8ba1-4faa-94e8-4250452f3e5b.jpeg


Logo.png


🥀ধন্যবাদ সকলকে।🌹

Sort:  

ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রথমে।

অনেক সুন্দর করে নিজের অনুভূতি গুলো প্রকাশ করেছেন ভাই। ভালো লাগলো। উৎসবের এই দিনগুলোতে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও পরিবার-পরিজন সহ সবাই একত্রিত হওয়া হয়, এর চাইতে মধুর আর কি বা হতে পারে! ছোটদের একটু স্নেহ আর ভালবাসা দিয়ে কাছে নিলেই তাদের খুশির আর আনন্দের যেন শেষ থাকে না। দিনশেষে এগুলোর জন্যই আমাদের বেঁচে থাকা। এসব নিয়েই আমাদের ভালো থাকা। ❤️

 2 years ago 

ভাইয়া আমি চেষ্টা করেছি আমার অনুভূতিগুলো আমার এই লেখার মাঝে তুলে ধরার জন্য। উৎসবের এই বিশেষ দিনে পরিবার নিয়ে ভালো থাকার চেষ্টা করেছি। তাদের সাথে সময় কাটাতে ভালো লেগেছে। আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

পরিবারকে নিয়ে গ্রামে ভালোভাবেই ঈদ উদযাপন করেছেন দেখছি। আসলে পরিবারের সাথে ঈদ করার মজাই অন্যরকম। সেই ফেনী থেকে এসেছি বাড়িতে ঈদ করার জন্য । আপনিও শহর ছেড়ে গ্রামে এসে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার জন্য এসেছেন। আশা করি এভাবেই যেন হাসি আনন্দে ভরে উঠে আপনার ঈদ আনন্দ। ঈদ মোবারক ভাইয়া

 2 years ago 

পরিবার নিয়ে গ্রামে সত্যি অনেক ভালো ঈদ উদযাপন করেছি। আপনিও শহর ছেড়ে গ্রামে গিয়ে পরিবার নিয়ে ঈদ উদযাপন করেছেন জেনে ভালো লাগলো ভাইয়া। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ঈদ মোবারক ভাইয়া।

 2 years ago 

ঈদের দিনে গ্রামের বাড়িতে যাওয়া এবং সবার সাথে ঈদ করা মজাই খুব আলাদা। আপনি মনে হয় বাড়িতে সবার সাথে খুব সুন্দর করে ঈদের মজায় এবং ঈদ বিনিময় ভালই হল আমার কাছে মনে হয়। ঈদের সময় আমারও ঘুরাঘুরি করতে খুবই ভালো লাগে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু ঈদের সময় গ্রামের বাড়িতে যাওয়া এবং সবার সাথে মজা করা সত্যিই অনেক আনন্দের। তাইতো আমি সব সময় চেষ্টা করি ঈদের সময় পরিবার পরিজন নিয়ে গ্রামে সময় কাটাতে। সেই সাথে তাদের নিয়ে ঘুরতে ভালো লাগে। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনাকে ঈদ মোবারক ভাই। ঈদের আনন্দে একেবারে ছোটদের সাথে মিশে গিয়েছেন এটা দেখে বেশ ভালো লাগছে। আমাদের দেশে প্রায় অধিকাংশ মানুষ ঈদের সময় গ্রামে ছুটে যায় আত্মীয়স্বজন দের সাথে ঈদ পালনের জন্য। পরিবারের সাথে বেশ ভালোভাবে ঈদটা উৎযাপন করেছেন শুনে ভালো লাগল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

ছোটদের সাথে মিলেমিশে ঈদ আনন্দ উদযাপন করার মাঝে আলাদা রকমের আনন্দ রয়েছে ভাইয়া। তাইতো সবার সাথে ঈদ করতে গ্রামের বাসায় এসেছি। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

প্রথমেই ঈদের শুভেচ্ছা জানাই।
আসলেই আমাদের ঈদের আর আনন্দ নেই। তবে সামনে যখন সংসার জীবনে প্রবেশ করবেন তখন আনন্দ আরো থাকবেনা। তখন শুধুমাত্র পরিবারকে খুশি করাই আসল আনন্দ।
যাক আপনার সামনের দিনগুলো আনন্দে কাটুক, শুভ কামনা রইল।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া দিনে দিনে সবকিছু যেমন পরিবর্তন হচ্ছে তেমনি ঈদের আনন্দ হারিয়ে যাচ্ছে। হয়তো ছোটবেলার মতো সেই সময় গুলো আর কখনোই ফিরে আসবে না। তবুও চেষ্টা করছি নিজের মতো করে ঈদ আনন্দ উদযাপন করার জন্য। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60004.45
ETH 2418.44
USDT 1.00
SBD 2.43